Go to full page →

দ্বিতীয় অধ্যায়—খ্রীষ্টের শীঘ্র প্রত্যাবর্তনের চিহ্নাবলি LDEBeng 15

আমাদের প্রভুর বৃহ ভবিষ্যদ্বাণী LDEBeng 15

খ্রীষ্ট তাঁহার শিষ্যগণকে যিরূশালেম ধ্বংস এবং মনুষ্যপুত্রের আসিবার পূর্বের চিহ্নাবলি সম্পর্কে স্পষ্ট সর্তকবাণী প্রদান করিয়াছিলেন। মথি লিখিত সুসমাচারের সম্পূর্ণ চব্বিশ অধ্যায়টি এই ঘটনার পূর্ববর্তী ঘটনাবলি সম্পর্কিত একটি ভবিষ্যদ্বাণী । অগ্নিদ্বারা পৃথিবীর শেষ মহা ধ্বংসকে যিরূশালেমের বিনাশ প্রতীক রূপে ব্যবহৃত হইয়াছে। MS 77, 1899 LDEBeng 15.1

জৈতুন পর্বতের উপরে খ্রীষ্ট তাহার দ্বিতীয় আগমনের পূর্ববর্তী ভয়ঙ্কর দন্ডাজ্ঞা বর্ণনা করিয়াছে : “তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে ;---কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে। কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র”[মথি ২৪; ৬-৮]। যদিও এই সকল ভবিষ্যদ্বাণী যিরুশালেম ধ্বংসের সময় আংশিক পূর্ণতা লাভ করিয়াছে, শেষকালের মধ্যে ইহার অধিক সরাসরি আবেদন রহিয়াছে। 1-5T753 (1899) LDEBeng 15.2