Go to full page →

অন্যান্য মন্দ নগর সমূহ LDEBeng 83

আমরা যতই পৃথিবীর ইতিহাসের সমাপ্তির নিকটবর্তী হইব, আমরা অন্যান্য স্থানসমূহে সান ফ্রানসিসকো বিপর্যয়ের পুনরাবৃত্তির দৃশ্য দেখিতে পাইব। এই সকল বিষয় আমাকে ভাবগম্ভীর করিয়া তুলে, কারণ আমি জানি যে বিচারদিন আমাদের উপরে আসিয়া পড়িয়াছে। যে সকল দন্ডাজ্ঞা ইতিঃপূর্বে দত্ত হইয়াছে তাহা মন্দ নগরসমূহের উপরে পতিতব্য শাস্তির সতর্কবাণী, শেষ নহে। LDEBeng 83.2

[হব ২:।-২০; সফ ১:১-৩:২০; সখ. ১:১-৪:১৪; মালাথি ১:১-৪, উদ্ধৃত। LDEBeng 83.3

এই দৃশ্যগুলি যত পরিষ্কার রূপে বর্ণিত হইয়াছে, শীঘ্রই তাহা তদ্রুপ হইবে। প্রত্যেকের বিবেচনার নিমিত্ত আমি শাস্ত্রের এ সুন্দর পদগুলি উপস্থিত করিলাম । পুরাতন নিয়মে লিখিত অভিষ্যদ্বানী গুলি শেষ কালের নিমিত্ত প্রভুর বাক্য এবং আমরা সানফ্রানসিসকো ধ্বংস হইতে যেরূপ প্রত্যক্ষ করিয়াছি তত নিশ্চিতরূপে ঐ গুলি পূর্ণ হইবে। - Letter 154, May 26, 1906. LDEBeng 83.4

আমি এই বার্তা ঘোষণা করিতে আদেশপ্রাপ্ত হইয়াছি যে, পাপপূর্ণ এবং মন্দতার চূড়ান্ত নগর সমূহ, ভূমিকম্প, অগ্নি ও প্লাবণ দ্বারা বিনষ্ট হইবে। -Ev 27 (April 27, 1906). LDEBeng 83.5

পৃথিবীর ইতিহাসের শেষ কালের নিকটবর্তী সময়ে সংঘটিতব্য ঘটনাবলী সম্পর্কে খ্রীষ্টের সতর্কবাণী সকল বর্তমানে আমাদের বৃহৎ নগর সমূহে প্রতিফলিত হইতেছে। ঈশ্বর এই সকল বিষয় প্রকাশিত হইতে অনুমতি দিতেছেন যেন যাহারা এই সকল পরিচালনা করে তাহারা পাঠ করিতে পারে। সমগ্র পৃথিবী যাহা হইতে যাইতেছে; সানফ্রানসিসকো শহর তাহার একটি নমুনা। মন্দ ঘুষ দেওয়া বা নেওয়া, তহবিল তসরুপ, দোষীকে মুক্ত এবং নির্দোষীকে শাস্তিদান করিবার ক্ষমতা যাহাদের আছে তাহাদের মধ্যে অবৈধ লেন-দেন ইত্যাদি পাপ পৃথিবীর বৃহৎ নগরসমূহ পরিপূর্ণ করিতেছে এবং পৃথিবীকে প্লাবণ পূর্ব দিনগুলির ন্যায় করিয়া তুলিতেছে। - Letter 230, 1907. LDEBeng 83.6