Go to full page →

রবিবার-আইন সুপারিশকারীগণ বুঝিতে পারতেছেন না তাহারা কি করিতেছেন LDEBeng 91

রবিবার আন্দোলন অন্ধকারে অগ্রসর হইতেছে। নেতৃবর্গ প্রকৃত বিষয় লুকাইতেছেন, এবং অনেকে যাহারা এই আন্দোলনে ঐকমত্য প্রকাশ কারিতেছেন তাহারা নিজেরা ইহার অন্তঃ স্রোত কোন দিকে প্রবাহিত হইতেছে তাহা দেখিতেছেন না ।.... LDEBeng 91.1

তাহারা অন্ধকারে কার্য্য করিতেছেন। তাহারা দেখিতে পাইতেছেন না যে, সে সকল নীতিমালা তাহাদিগকে মুক্ত; স্বাধীন জাতি দিয়াছে, প্রটেষ্টান্ট সরকার যদি তাহা বলিদান করিয়া আইন প্রণয়নের মাধ্যমে সাংবিধানীক নীতিমালার মধ্যে লইয়া আইসে, যাহা পোপীয় মিথ্যাচার ও পোপীয় প্রবঞ্চনার ব্যাপক প্রচার করিবে, তাহারা অন্ধকারময় যুগের রোমীয় বিভীষিকায় নিমজ্জিত হইতেছেন। - RH Extra, Dec. 11, 1888. LDEBeng 91.2

এমন কি যাহারা রবিবার কার্য্যকরীকরণ আন্দোলনের সহিত জড়িত আছে, তাহাদের মধ্যে অনেকে আছে যাহারা এই ব্যবস্থা গ্রহণের পরবর্তী ফলাফল সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে। তাহারা দেখিতে পাইতেছে না যে তাহারা ধর্মীয় স্বাধীনতার বিরূদ্ধে সরাসরি আঘাত আনিতেছে। অনেকে আছে যাহারা বাইবেলের শাব্বাথের দাবী এবং যে ভ্রান্ত ভিত্তির উপর রবিবার বিধান স্থাপিত তাহা কখনই বুঝিতে পারে নাই ।......... LDEBeng 91.3

যাহারা সংবিধান পরিবর্তনের এবং রবিবার পালন বলবৎ করিবার আইন বানাইবার প্রচেষ্টা চালাইতেছে, তাহারা ইহার ফলাফল সম্পর্কে খুব কম অনুভব করিতেছে। আমাদের উপর একটি সমস্যা এই মুহূর্তে আসিয়া পড়িয়াছে। -ST 711, 753 (1889). LDEBeng 91.4