Go to full page →

বিরোধীতায় সত্যের শোভা স্পষ্ট হয় LDEBeng 101

ব্যবস্থা নস্যা করিবার নিমিত্ত যখন জগ এবং মন্ডলী একত্র হইবে তখন যাহারা সদাপ্রভুর বাধ্য তাহাদের উদ্দীপনা বৃদ্ধি পাইবে। ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি প্রতিবাদ সত্যের অগ্রগতির নিমিত্ত পথ প্রস্তুত করিবে এবং ইহার সুপারিশকারীগণকে লোকদের সম্মুখে ইহার মূল্য উপস্থাপনে সক্ষম করিবে। সত্যের একটি শোভা এবং শক্তি আছে যাহা বিরোধীতা এবং অত্যাচার ব্যতীত অন্য কিছু দ্বারা ততস্পষ্ট হয় না। -13 MR 71, 72 (1896). LDEBeng 101.3

এইবার, যখন সেখানে রবিবার পালন বলব করিবার প্রচেষ্টা চলিবে, তখনই সেই স্থানে মিথ্যার বিপরীতে জগতের নিকট সত্য শাব্বাথ উপস্থিত করিবার সুযোগ। ঈশ্বর তাঁহার মঙ্গল ইচ্ছায় আমাদের হইতে বহু অগ্রে উপস্থিত। তিনি রবিবার প্রশ্নটি সম্মুখে পাঠাইতে অনুমোদন করিয়াছেন। যেন চতুর্থ আজ্ঞার শাব্বাথ আইনকারীদের সম্মুখে উপস্থাপন করা যায়। এইরূপে যেন সত্য শাব্বাথের পক্ষে ঈশ্বরের বাক্যের সাক্ষ্যের প্রতি নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষিত হইতে পারে।-2 MR 197 (1890) LDEBeng 101.4