Go to full page →

মন্ডলী এবং রাষ্ট্র ঈশ্বরের লোকদের বিরোধিতা করে LDEBeng 104

সকলে যাহারা জাতীয় পরিষদের আদেশে নতি স্বীকার ও ঈশ্বরের পবিত্র দিনকে অবমাননা করিয়া পাপ মানব দ্বারা প্রতিষ্ঠিত জাতীয় ব্যবস্থা কে সম্মান করিবে না তাহারা কেবল পোপত্বের বৈষম্যমূলক শক্তি অনুভব করিবে না, পশুর প্রতিমা, প্রটেষ্টান্ট জগতেরও অনুভব করিবে। -2 SM 380 (1886) LDEBeng 104.3

ধর্মীয় দল যাহারা ঈশ্বরের সতর্কবানী শ্রবণ করিতে অস্বীকৃতি প্রকাশ করিবে তাহারা মহা প্রতারণার মধ্যে থাকিবে এবং তাহারা বেসামরিক শক্তির সহিত মিলিত হইয়া সাধুগণকে তাড়া করিবে। আজ্ঞা পালনকারী ঈশ্বরের লোকদের অত্যাচার করিবার নিমিত্ত প্রটেষ্টান্ট মন্ডলী পোপীয় শক্তির সহিত মিলিত হইবে।... LDEBeng 104.4

এই মেষশাবকের ন্যায় শক্তি নাগের সহিত মিলিত হইয়া, যাহারা ঈশ্বরের আজ্ঞা ও যীশুর সাক্ষ্য ধারণ করে; তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে। — 14 MR 162 (1899). LDEBeng 104.5

মন্ডলী বেসামরিক শক্তির শক্তিশালী হস্তের নিকট আবেদন করে, এই কার্য্যে ক্যাথলিক সম্প্রদায়ের লোক এবং প্রটেষ্টান্টগণ জোটবদ্ধ হয়। —GC 607 (1911) LDEBeng 104.6