Go to full page →

নানা প্রকার নির্যাতন LDEBeng 105

রোমীয়বাদ প্রটেষ্টান্টগণকে যে নির্যাতন করিয়া যীশুখ্রীষ্টের ধর্ম প্রায় নিশ্চিহ্ন করিয়াছিল প্রতিযোগিতায়, প্রটেষ্টান্টবাদ ও পোপের অনুসারীগণের যুক্ত প্রচেষ্টা, তাহা বহু উর্দ্ধে। —3 SM 387 (1889). LDEBeng 105.7

শয়তানের হাজারও রকমের মুখোসধারী সাজসরঞ্জাম বাহিনী রহিয়াছে, যাহাদিগকে ঈশ্বরের আজ্ঞাপালনকারী অনুগত লোকদের বিবেক বিরুদ্ধে কার্য্য করিতে বাধ্য করিতে খুলিয়া দেওয়া হইবে। —Letter 30a, 1892. LDEBeng 105.8

এখন যাহা কিছু ঘটিবে তাহাতে আশ্চর্য্য হইবার প্রয়োজন নাই। ভয়ঙ্কর কিছু সংঘঠিত হইলে বিস্মিত হইবার প্রয়োজন নাই। যীশুর প্রতি যাহারা অপমান ও বিশ্বাসঘাতকতা করিয়াছিল তাহারা এবং যাহারা ঈশ্বরের ব্যবস্থা তাহাদের অপবিত্র পদ দ্বারা পদদলিত করে তাহারা উভয়ই একই আত্মা বিশিষ্ট । কোন প্রকার বিবেক দংশন ব্যতিতই তাহারা তাহাদের পিতা দিয়াবলের কার্যাবলী করিবে। — 3 SM 416 (1897). LDEBeng 106.1

যাহারা তাহাদের মনকে সতেজ-সত্যে প্রশিক্ষিত হইতে ইচ্ছা করে তাহারা পঞ্চাশত্তমীর সময় ও পরবর্তী দিনগুলি সম্পর্কে প্রাথমিক মন্ডলী ইতিহাস অধ্যয়ন করুক । প্রেরিতদের কার্য্য বিবরণী হইতে পৌল ও অন্যান্য শিষ্যগণের অভিজ্ঞতা যত্ন সহকারে অধ্যয়ন করুক কারণ আমাদের সময়ে ঈশ্বরের লোকদিগকে অনুরূপ অভিজ্ঞতার মধ্য দিয়া যাইতে হইবে। — DC 118 (1907). LDEBeng 106.2