Go to full page →

মিথ্যা পুনর্জাগরণ LDEBeng 112

আমি দেখিলাম, নামমাত্র অ্যাডভেন্টিষ্টগণের এবং পতিত মন্ডলী গুলির মধ্যে ঈশ্বরের বিশ্বস্ত সন্তানগণ রহিয়াছেন এবং আঘাত সকল পতিত হইবার পূর্বে পুরোহিতগণ এবং লোকদিগকে এই সকল মন্ডলী হইতে আহবান করা হইবে এবং তাহারা সানন্দে সত্য গ্রহণ করিবে। শয়তান ইহা জানে এবং তৃতীয় দূতের উচ্চরবের পূর্বে সে এই সকল ধর্মীয় দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি করিবে, এবং যাহারা সত্য প্রত্যাখান করিয়াছে তাহারা মনে করিবে ঈশ্বর তাহাদের সহিত রহিয়াছে। —EW 261 (1858). LDEBeng 112.6

এই পৃথিবীতে ঈশ্বরের শেষ দন্ডাজ্ঞা প্রদানের পূর্বে সদাপ্রভূর লোকদের মধ্যে এমন পূনর্জাগরণ দেখা যাইবে যাহা ইতিপূর্বে প্রেরিতদের সময়ের পরে আর দেখা যায় নাই । -আত্মাগণের শত্রু এই কার্য্যে বাধা প্রদান করিতে চাহে এবং এই প্রকার আন্দোলনের সময়ের পূর্বে সে একটি নকল আন্দোলন দ্বারা ইহার প্রতিরোধ করিতে প্রয়াস পাইবে। যে সকল মন্ডলীকে সে তাহার প্রবঞ্চনা শক্তি দ্বারা আয়ত্বে আনিতে পারে; সে সেগুলিকে এরূপ দেখাইবে যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রদত্ত হইয়াছে এবং মনে হইবে যে মহা ধর্মীয় আকর্ষণ পরিলক্ষিত হইতেছে । --- LDEBeng 113.1

পথভ্রষ্ট করিবার নিমিত্ত আবেগপূর্ণ উত্তেজনা, সত্য এবং মিথ্যার মিশ্রণ সুসঙ্গতি পূর্ণ । তথাপি কাহারও প্রতারিত হইবার প্রয়োজন নাই । ঈশ্বরের বাক্যের আলোকে এই সকল আন্দোলনের প্রকৃতি নির্ণয় করা কষ্টকর নহে। যে স্থানে লোকেরা বাইবেলের সাক্ষ্য অবহেলা করে, যাহাতে আত্মত্যাগ এবং পৃথিবীর দাবী ত্যাগ করিতে হইবে, এরূপ সহজ আত্ম পরীক্ষামূলক সত্য হইতে মুখ ফিরায়, সেস্থানে আমরা নিশ্চিত হইতে পারি যে ঈশ্বরের আত্মা বর্ষিত হয় নাই। —GC 464 (1911) LDEBeng 113.2