Go to full page →

মিথ্যা নানা ভাষায় কথা বলা LDEBeng 114

গোঁড়ামী, মিথ্যা উত্তেজনা, মিথ্যা নানা ভাষায় কথা বলা এবং হট্টগোল পূর্ণ অনুষ্ঠান মালাকে মনে করা হয় ঈশ্বর উপহার স্বরূপ মন্ডলীতে স্থাপন করিয়াছেন। কেহ কেহ এই স্থানে প্রতারিত হইয়াছে। এই সকলের ফলাফল শুভ হয় নাই। “তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। ‘গোঁড়ামী এবং হট্টগোলকে বিশ্বাসের বিশেষ লক্ষণ বিবেচনা করা হইতেছে। সভায় জোরালো এবং আমোদ-খুশীর সময় না হইলে অনেকে তৃপ্ত হয় না। তাহারা এই লক্ষ্যে কার্য্য করে এবং অনুভূতির উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু এই-সকল সভার প্রভাব উপকারী নহে। কারণ যখন তাহাদের অনুভূতির সুখ উড্ডয়ন সমাপ্ত হয় তখন তাহারা সভায় যোগদানে পূর্বাপেক্ষা অধিক নিম্নে নামিয়া যায় কারণ তাহাদের সুখ প্রকৃত উৎস হইতে আইসে নাই । LDEBeng 114.2

খ্রীষ্টের সম্পর্কে শিখিবার নিমিত্ত ঐকান্তিক ও নম্রতায় অন্বেষণ, প্রত্যেকে নিজেকে জানিবার চেষ্টা করা, গাম্ভীর্য্যপূর্ণ এবং গভীরতার সহিত হৃদয় অন্বেষণ বিষয়াদি গুণ বিশিষ্ট সভা গুলিই আধ্যাত্মিক বৃদ্ধি লাভের নিমিত্ত অতিশয় লাভজনক। — 1T412 (1864). LDEBeng 114.3