Go to full page →

মৃতদের বেশ ধারণ LDEBeng 115

মনুষ্যের চক্ষে দৃশ্যমান হওয়া, মৃত সাধু এবং পাপী উভয়ের অভিনয় করা, দুষ্ট দূতগণের পক্ষে কষ্টকর নহে। এই প্রকাশ ঘন ঘন ঘটিবে। আমরা শেষ কালের নিকটবর্তী হইতে থাকিলে ইহা অপেক্ষা অধিক চমকপ্রদ ধরনের ঘটনার উদ্ভব হইবে। -EV 604 (1875) LDEBeng 115.2

যাহারা তাহাদের প্রিয়জনকে কবরে শায়িত করিয়াছে, পরিকল্পিত উপায়ে তাহাদের সহানুভূতি আদায় করা শয়তানের সর্বাপেক্ষা সফল এবং মুগ্ধকর আকর্ষনীয় প্রতারণা । মন্দ দূতগন সেই সকল প্রিয়জনের বেশে আসিয়া তাহাদের জীবনের সহিত জড়িত ঘটনাবলী ব্যক্ত করিবে । এবং জীবিত থাকিতে যেরূপ করিত সেইরূপ আচরণ করিবে। এই রূপে তাহারা লোকদিগকে বিশ্বাস করিতে পরিচালিত করিবে যে তাহাদের মৃত বন্ধুগণ দূত, তাহারা তাহাদের উপরে ভাসিয়া বেড়াইতেছে এবং যোগাযোগ করিতেছে । এই সকল মন্দ দূতগণ যাহাদিগকে মৃত বন্ধু বান্ধব মনে করা হইতেছে, তাহাদিগকে প্রতিমা স্বরূপ পুজনীয় মনে করা হইবে এবং অনেকের নিকট তাহাদের বাক্য ঈশ্বরের বাক্য অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হইবে।—ST Aug. 26,1889. LDEBeng 115.3

মনুষ্যদের সম্মুখে তাহাদের প্রয়াত বন্ধুদের প্রকাশ করার ক্ষমতা তাহার (শয়তানের) রহিয়াছে। নকল নিখুঁত; পরিচিত চেহারা, কথা, সূর সকলই আশ্চর্য্য স্পষ্টভাবে উৎপাদন করা হইবে। LDEBeng 115.4

অনেকে মন্দাত্মা কর্তৃক তাহাদের আত্বীয় স্বজন ও বন্ধুবান্ধবের বেশ ধারন ও ভয়ানক শাস্ত্র বিরুদ্ধ ঘোষণার সম্মুখীন হইবে এই সকল অতিপ্রাকৃত আগন্তুক আমাদের কোমলতম সহানুভূতির নিকট আবেদন করিবে এবং তাহাদের মিথ্যা দাবী বজায় রাখিবার নিমিত্ত আশ্চর্য্য কার্য্য করিবে। — GC 552, 560 (1911) LDEBeng 115.5