Go to full page →

গম হইতে তুষ পৃথকীকৃত LDEBeng 123

মন্ডলীর মধ্যে বিভেদ সৃষ্টি হইবে। দুইটি দল গঠিত হইবে। গম ও শ্যামাঘাস (ঝরা) চয়নের নিমিত্ত একসঙ্গে বৃদ্ধি পাইবে। — 2 SM 114 (1896). LDEBeng 123.3

চালুনিতে ঝাঁকুনি হইবে । সময় মত তুষ গম হইতে পৃথকীকৃত হইবে। চতুর্দিকে অপরাধের কারণে অনেকের প্রেম শিথিল হইয়া যাইবে। ইহাই সেই সময় যখন খাঁটিগণ শক্তিশালী থাকিবে। —Letter 46, 1887. LDEBeng 123.4

দাথন এবং অবিরামের ইতিহাস পুনরাবৃতি হইতেছে, এবং সময় শেষ হওয়া পর্য্যন্ত পুনরাবৃতি হইতে থাকিবে । সদাপ্রভুর পক্ষে কে থাকিবে? কে প্রতারিত হইবে এবং তাহাদের পালাক্রমে প্রতারক হইবে? —Letter 15, 1892. LDEBeng 123.5

প্রভু শীঘ্র আসিতেছেন । প্রত্যেক মন্ডলীতে শোধন ও চালন পদ্ধতি চলিতে থাকিবে, কারণ আমাদের মধ্যে দুষ্ট লোক রহিয়াছে যাহারা সত্য ভালবাসে না বা ঈশ্বরকে সম্মান প্রদান করে না । —RH March 19, 1895. LDEBeng 123.6

আমরা এখন ঝাঁকুনির সময়ে রহিয়াছি, এই সময় প্রত্যেকটি বস্তু যাহা চালা যায় চালা হইবে। যাহারা সত্য জানে, কিন্তু যদি তাহারা কথায় এবং কার্য্যে তাঁহার আজ্ঞা পালন না করে সদাপ্রভু তাহাদের ক্ষমা করিবেন না। 1-6T 332 (1900). LDEBeng 124.1