সবল্লট এবং তার সহযোগিরা যিহূদীদের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধ করতে সাহস পেল না; কিন্তু ক্রমবর্ধমান বিদ্বেষের সাথে তারা নিরুসাহিত করার, মুশকিলে ফেলার এবং তাদেরকে ক্ষতি করার জন্য তাদের গোপন প্রচেষ্টা চালাতে লাগল। যিরূশালেমের চতুর্দিকের প্রাচীর দ্রুত সম্পাদিত হতে লাগল । যখন এটি সমাপ্ত হবে, প্রবেশ দ্বার স্থাপন করা হবে, তখন ইস্রায়েলের শত্রুগণ জোরপূর্বক নগরীর মধ্যে প্রবেশ করতে পারবে না। তারা আর বিলম্ব না করে কাজ বন্ধ করে দেবার জন্য উসুক ছিল। অবশেষে তারা একটি পরিকল্পনা গ্রহণ করল, যদ্বারা তারা নহিমিয়কে তার স্টেশন হতে সরিয়ে দেবে, এবং যখন তারা তাকে তাদের ক্ষমতাধীন রাখবে, হয় তারা তাকে হত্যা করবে, নতুবা তাকে কারাগারে বন্দী রাখবে। বিরোধী দলের সঙ্গে একটি আপস-মীমাংসার ভান করে তারা নহিমিয়ের সঙ্গে একটি অধিবেশন আহ্বান করল, এবং তারা তাকে ওনোসমস্থলির কোন এক পল্লীগ্রামে তাদের সাথে সাক্ষা করার জন্য আহ্বান করল। কিন্তু, তাদের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র আত্মা কর্তৃক জ্ঞান লাভ করে, তিনি তা প্রত্যাখ্যান করলেন। “তখন আমি দূত দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলাম,” তিনি লিখেছেন, “আমি এক মহ কার্য্য করিতেছি, নামিয়া যাইতে পারি না; আমি যাব কার্য্য ত্যাগ করিয়া তোমাদের কাছে নামিয়া যাইব, তাব কাৰ্য্য কেন বন্ধ থাকিবে?” কিন্তু পরীক্ষকগণ নাছোড়বান্দা ছিল। তারা চারবার একই বার্তা প্রেরণ করল এবং প্রতি বারেই তারা একইরূপ উত্তর পেল । এই কর্ম-পরিকল্পনা বানচাল হয়ে যাবে বুঝতে পেরে তারা আরও একটি দুঃসাহসিক কর্মপরিকল্পনা করল। সনবল্লট একজন বার্তাবাহককে দিয়ে নহিমিয়কে এই কথা বলে একটি পত্র দিল: “জাতিগণের মধ্যে এই জনশ্রুতি হইতেছে এবং গমূও বলিতেছে যে, তুমি ও যিহূদীরা রাজদ্রোহ করিবার সঙ্কল্প করিতেছ, এই জন্য তুমি প্রাচীর নির্মাণ করিতেছ; আর এই জনশ্রুতির মর্ম এই যে, তুমি তাহাদের রাজা হইতে উদ্যত। ...আপনার বিষয়ে যিরূশালেমে ইহা প্রচার করিবার জন্য তুমি ভাববাদিগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে; অতএব আইস, আমরা একত্র হইয়া মন্ত্রণা করি।” PKBeng 552.1
এই বিবরণ যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র হয়ে থাকে, তাহলে এটি সত্যই একটি আশঙ্কার কারণ হয়ে দাঁড়াবে; কেননা এটি অতিসত্ত্বর রাজার কাছ নিয়ে যাওয়া হবে, এবং পরিণামে খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে । কিন্তু নহিমিয় নিশ্চিত ছিলেন যে, পত্রখানি সম্পূর্ণ মিথ্যা, এটি লেখা হয়েছে তাকে ভয় দেখাবার জন্য এবং তাকে ফাঁদে ফেলার জন্য। এটি ছিল একটি খোলা চিঠি, যাতে লোকেরা পাঠ করে বিষয় বস্তু জানতে পারে এবং সতর্ক হয় এবং আতঙ্কিত হয় । PKBeng 553.1
তিনি অতি সত্ত্বর উত্তর দিলেন, “তুমি যে সকল কথা বলিতেছ, সেইরূপ কোন কাজ হয় নাই; কিন্তু তুমি মনগড়া কথা বলিতেছ।” কিন্তু নহিমিয় শয়তানের পরিকল্পনা সম্পর্কে অজ্ঞাত ছিলেন না। তিনি জানতেন যে, নির্মাতাদের হাত দুর্বল করার জন্য এই প্রচেষ্টা এবং এরূপে তাদের প্রচেষ্টায় যেন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। PKBeng 553.2
পুনঃ পুনঃ শয়তান পরাজিত হল; এবং এখন, ঈশ্বরের দাসের জন্য আরও গভীর বিদ্বেষপরায়ণ এবং ধূর্ততার সাথে সে আরও চাতুর্যপূর্ণ এবং বিপদশঙ্কুল ফাঁদ স্থাপন করল। সবল্লট এবং সহকারীগণ, যারা মুখে নহিমিয়ের বন্ধু বলে স্বীকার করেছিল, তাদেরকে ভাড়া করল, যেন তারা সদাপ্রভুর বাক্যরূপে ভান করে তাকে মন্দ পরামর্শ দিতে পারে। এই অবিচারপূর্ণ কাজের প্রধান ছিল শমরিয়া, এমন এক ব্যক্তি যে পূর্বে নহিমিয়ের কাছে সুনামের পাত্র ছিল। এই ব্যক্তি মন্দিরের নিকটবর্তী একটি কুঠরীর মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছিল, মনে হচ্ছিল তার জীবন বিপদাপন্ন, তাই সে ভীত হয়েছিল। এই সময় মন্দিরটি প্রাচীর এবং গেট বা সদর দ্বার দ্বারা সুরক্ষিত ছিল, কিন্তু নগরের প্রবেশ দ্বারগুলো তখনও স্থাপন করা হয়নি। নহিমিয়ের নিরাপত্তার বিষয় ভাবনা চিন্তা করে শমরিয় তাকে মন্দিরের মধ্যে আশ্রয় নেবার পরামর্শ দিল। “আর সে বলিল, আইস, আমরা ঈশ্বরের গৃহে মন্দিরের ভিতরে একত্র হই, ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাতেই তোমাকে বধ করিতে আসিবে। ” PKBeng 553.3
নহিমিয় যদি এই বিশ্বাসঘাতকতাপূর্ণ পরামর্শ অনুসারে কাজ করতেন তাহলে, তিনি ঈশ্বরে তাঁর বিশ্বাসকে জলাঞ্জলি দিতেন, এবং লোকদের দৃষ্টিতে ভীরু এবং অবজ্ঞার পাত্র হতেন। তিনি যে গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়েছেন এবং তিনি যে ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস রেখেছেন, এই দৃষ্টি ভঙ্গীতে, এটি প্রমাণিত হবে যে, তার দৃঢ়তার অভাব রয়েছে, তিনি ভয়ে পলায়ন করছেন। সর্বস্থানে বিপদ সংকেত ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকে তার নিজ নিজ নিরাপদ স্থান খুঁজে নেবার চেষ্টা করবে; আর নগরটি শত্রুর শিকার হবার জন্য অরক্ষিত পড়ে থাকবে। নহিময়ের পক্ষ থেকে ঐ অদূরদর্শিতাপূর্ণ স্থান ত্যাগ হবে- যা অর্জিত হয়েছে সমস্ত কিছুর একটি স্বেচ্ছাকৃত নতিস্বীকার। PKBeng 554.1
নহিমিয়ের পরামর্শদাতার প্রকৃত চরিত্র এবং তার অভিপ্রায় বুঝতে খুব বেশী সময় লাগেনি। তিনি বললেন, “আর আমি টের পাইলাম, দেখ, ঈশ্বর তাহাকে পাঠান নাই, সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সবলট তাহাকে ঘুষ দিয়াছে। তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কর্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিটকারী দিতে পারে।’ PKBeng 554.2
শমরিয় কর্তৃক প্রদত্ত কলঙ্কপূর্ণ পরামর্শটি উচ্চ সুখ্যাতিপূর্ণ একাধিক ব্যক্তি দ্বারা প্রস্তাবিত হয়েছিল যারা নহিমিয়ের বন্ধু বলে পরিচিত ছিল, এবং গোপনে তার শত্রুর সাথে মৈত্রী স্থাপন করেছিল। কিন্তু তাদের ফাদে শিকার ধরা পড়ল না। নহিমিয়ের নির্ভিক উত্তর ছিল: “আমার মত লোক কি পলায়ন করিবে? আপনার মত লোক কি প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় নিবে? আমি সেখানে প্রবেশ করিব না।” PKBeng 554.3
শত্রুর প্রকাশ্য এবং গোপন চক্রান্ত সত্ত্বেও নির্মাণকার্য সাবলীল গতিতে অগ্রসর হতে লাগল, এবং নহিমিয়ের যিরূশালেমে এসে উপস্থিত হবার দুই মাসেরও কম সময়ের মধ্যে নগরটির প্রতিরোধী রক্ষিবাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করা হল এবং নির্মাতাগণ প্রাচীরের ওপর দিয়ে হাটতে লাগল এবং নিচে তাদের পরাজিত এবং অবাক শত্রুদের দিকে চেয়ে দেখতে লাগল । নহিমিয় লিখছেন, “আমাদের সমস্ত শত্রু যখন তাহা শুনিল, তখন আমাদের চারদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল; কেননা এই কাজ যে আমাদের ঈশ্বর হইতে হইল, ইহা তাহারা বুঝিল ।” PKBeng 555.1
তথাপি, সদাপ্রভুর নিয়ন্ত্রণকারী হাত ইস্রায়েল সন্তানদের মধ্যে অসন্তোষ, বিদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার কাজ থেকে বিরত রাখতে পর্যাপ্ত ছিল না। “আবার ঐ সময় যিহুদার প্রধান লোকেরা টোবিয়ের পক্ষেও তাহাদের কাছে আসিত। কারণ যিহূদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল; কারণ সে আরহের পুত্র সফনিয়ের জামাতা ছিল।” এই স্থানে প্রতিমাপূজকদের সাথে অন্তর্বিবাহের কু-ফল দৃষ্ট হয়। যিহূদার একটি পরিবার ঈশ্বরের শত্রুদের সাথে সংযুক্ত হয়েছে এবং সম্পর্কটি একটি ফাঁদ স্বরূপ প্রমাণিত হয়েছে। অনেকে একইরূপ কর্ম করেছে। এসকল মিশ্র জনতার ন্যায়, যারা মিসর হতে এসেছিল, তারাই অবিরত সমস্যার উস স্বরূপ ছিল। তারা সর্বান্তঃকরণে তাঁর সেবায় আত্মনিয়োগ করেনি; এবং যখন ঈশ্বরের সেবায় একটি ত্যাগ স্বীকারের দাবী এল, আর তখনই তারা সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার পবিত্র অঙ্গীকার অমান্য করতে প্রস্তুত । PKBeng 555.2
যারা সর্বপ্রথম যিহূদীদের বিরুদ্ধে সঙ্কট সৃষ্টির ষড়যন্ত্র করেছিল, তাদের কেউ কেউ এখন তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করল । যিহূদীয়ার প্রধান ব্যক্তিগণ যারা পৌত্তলিকতার বিবাহে জড়িত হয়েছিল, এবং যারা টোবিয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতামূলক যোগাযোগ স্থাপন করেছিল এবং তার সেবা করার প্রতিজ্ঞা করেছিল, এখন তারা তাকে একজন দক্ষ এবং দূরদৃষ্টিসম্পন্ন, তার সাথে একজন মিত্ররূপে উপস্থাপন করল যে, সে যিহুদীদের মহা উপকারে আসবে। একই সময়ে তার কাছে নহিমিয়ের পরিকল্পনা এবং গতিবিধি ফাঁস করেছিল। এরূপে ঈশ্বরের কাজ তাদের শত্রুদের আক্রমণের সম্মুখীন হল, এবং নহিমিয়ের বাক্য এবং কাজের ভুল ব্যাখ্যা করা হল এবং তার কাজে বাধা সৃষ্টি করা হল । PKBeng 555.3
যখন দরিদ্র এবং নিপীড়িত লোকেরা নহিমিয়ের কাছে তাদের অন্যায় এবং ভুল সংশোধন করতে আসত তখন তিনি দৃঢ়তার সাথে তাদের প্রতিরোধ দূর্গরূপে দণ্ডায়মান হতেন এবং উপদ্রবীদের সাহায্য করতেন তাদের গ্লানি দূর করতেন। কিন্তু তিনি তার পদদলিত দেশবাসীর পক্ষে যে ক্ষমতা প্রয়োগ করতেন, তিনি তা তার নিজের পক্ষে ব্যবহার করতেন না। তার প্রচেষ্টা অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতার সাথে মুকাবিলা করা হয়েছিল; কিন্তু তিনি তার ক্ষমতা বিশ্বাসঘাতকদের শাস্তিস্বরূপ প্রয়োগ করেননি। তিনি নীরবে এবং নিঃস্বার্থভাবে লোকদের সেবায় অগ্রসর হয়েছেন। কখনও তার প্রচেষ্টায় শিথিলতা প্রদর্শন করেননি বা তার আগ্রহ নিষ্প্রভ করেননি। PKBeng 556.1
যারা ঈশ্বরের কাজের অগ্রগতির চেষ্টা করেছে, শয়তান তাদেরই বিরুদ্ধে আক্রমণ পরিচালনা দিয়েছে। যদিওবা প্রায়ই ব্যর্থ হয়েছে, সে প্রায়ই নব-উদ্যামে তার আক্রমণ নবায়ন করছে, এবং এই যাব তা পরিক্ষীত। কিন্তু যারা ঈশ্বরের কাজের বন্ধুরূপে প্রতিজ্ঞাবদ্ধ হয় তাদের দ্বারা অধিক ভীত হতে হবে। প্রকাশ্য বিরোধিতা প্রচণ্ড এবং নিষ্ঠুর নির্মম হতে পারে কিন্তু এটি ঈশ্বরের কাজে অনেক অল্প সঙ্কটপূর্ণ, তবে, যারা মুখে স্বীকার করে যে, তারা ঈশ্বরের সেবা করে, তারা অন্তরে শয়তানের দাস। তারা ঈশ্বরের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ঈশ্বরের দাসদের আহত করে। PKBeng 556.2
অন্ধকারের অধিপতির প্রতিটি পরিকল্পনা নক্শা ঈশ্বরের দাসগণকে শয়তানের প্রতিনিধিগণের সাথে একটি মিত্র সংঘ গঠনে পরামর্শ দেবে। পুনঃ পুনঃ নীতিবর্জিত আহ্বান তাদেরকে কর্মস্থল ত্যাগ করার আহ্বান জাগাবে; কিন্তু নহিমিয়ের ন্যায় তারা দৃঢ়তার সাথে উত্তর দেবে, “আমি একটি মহান কাজ করিতেছি, সুতরাং আমি নামিয়া আসিতে পারি না।” ঈশ্বরের কার্যকারীগণ নিরাপদে তাদের কাজে ব্যতিব্যস্ত থাকতে পারে তাদের প্রচেষ্টা মিথ্যাকে খণ্ডন করবে যেন অপকারের ইচ্ছা তাদের ক্ষত স্থানের নিরাময় দান করতে পারে। যিরূশালেমের প্রাচীরের ওপরে নির্মাতাগণের ন্যায় মৃত্যুর ভয় অথবা বিদ্রূপ অথবা মিথ্যা দ্বারা তাদের কার্য থেকে অন্য মনস্ক হওন তাদেরকে অস্বীকার করতে হবে। প্রতি মূহূর্তের জন্য তাদেরকে সজাগ ও সচেতন থাকতে হবে, বিরতি গ্রহণ করতে পারবে না, কেননা শত্রু অবিরত তাদের প্রতি লক্ষ্য রাখছে। তাদেরকে সর্বক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে “ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরীগণকে রাখিতে হইবে।” নহিমিয় ৪:৯। PKBeng 556.3
যেমন শেষকাল সন্নিকট হবে, শয়তানের প্রলোভনও আনীত হবে, যা ঈশ্বরের কার্যকারীগণকে মহা শক্তির সাথে সহ্য করতে হবে। যারা “প্রাচীর নির্মাণ করে” তাদের ওপরে সে মানব প্রতিনিধি নিযুক্ত করবে তাদেরকে উপহাস ও গালাগালি করার জন্য। যদি নির্মাতাগণ তাদের শত্রুদেরকে আক্রমণ করার জন্য নিচে নেমে আসে, তবে এটি তাদের কার্য বিলম্বিত করবে। তাদের শত্রুদেরকে পরাভূত করার উদ্দেশে প্রাণপণ চেষ্টা করতে হবে, কিন্তু তারা কোন কিছুকে সুযোগ দেবে না, যা তাদেরকে তাদের কাজ হতে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারে। মিথ্যা অপেক্ষা সত্য মহাশক্তিশালী, এবং ন্যায় অন্যায়ের ওপরে রাজত্ব করবে। PKBeng 557.1
তারা শত্রুগণকে তাদের সাথে বন্ধুত্ব স্থাপনে, এবং সহানুভূতি লাভের কোন সুযোগ দেবে না, আর এরূপে তাদেরকে তাদের পরবর্তী কাজ হতে প্রলোভিত করবে। যে ব্যক্তি কোন অসাবধানতার কাজ দ্বারা ঈশ্বরের কাজের ওপরে গ্লানি আনয়ন করে, অথবা তার সহ-কার্যকারীদের হাত দুর্বল করে, তার নিজ চরিত্রের ওপরে কলঙ্ক আনয়ন করে যা সহজে মুছে ফেলা যায় না, এবং তার ভাবী উপকারের পথে বিপজ্জনক বাধা সৃষ্টি করে। PKBeng 557.2
“ব্যবস্থা ত্যাগীরা দুষ্টের প্রশংসা করে।” হিতোপদেশ ২৮:৪। যখন, যারা জগতের সাথে হাত মিলাচ্ছে, একই সময় মহা পবিত্রতার দাবি PKBeng 557.3
করছে, চিরদিন সত্যের কাজের বিরোধীতাকারীদের সাথে যোগ দেবার জন্য অনুরোধ করছে, নহিমিয়ের ন্যায় আমাদেরকে তাদের ভয় করতে হবে এবং তাদেরকে ত্যাগ করতে হবে। সকল মঙ্গলের শত্রু কর্তৃক এরূপ পরামর্শ প্রদান করা হয়েছে। এটি সময় নির্ধারণের বক্তব্য, এবং তখনকার ন্যায় অদ্য-অটলভাবে প্রতিরোধ করতে হবে। তাঁর পরিচালনার শক্তিতে ঈশ্বরের লোকদের বিশ্বাসকে বিচলিত করতে যে কোন প্রভাব চেষ্টা করবে, তা দৃঢ়রূপে প্রতিরোধ করতে হবে । PKBeng 558.1
ঈশ্বরের কাজে নহিমিয়ের কঠোর আত্ম নিবেদন এবং ঈশ্বরের ওপরে তারা অটল নির্ভরশীলতা তাকে শত্রুর ক্ষমতাধীনে আকর্ষণ করার ব্যর্থতা প্রকাশিত হয়েছে। শ্রম বিমুখ আত্মা সহজে প্রলোভনে পতিত হয়; কিন্তু যার জীবনে শ্রেষ্ঠ লক্ষ্য রয়েছে, একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, মন্দতা সেখানে পদচারণ করার স্থান পায় না। যে ব্যক্তি বিরামহীন অগ্রসর হচ্ছে, তার বিশ্বাস দুর্বল হয় না; কেননা ঊর্দ্ধে, নিচে, দূরে, সে অসীম প্রেম উপলব্ধি করে যা তাঁর সৎ উদ্দেশ্য সম্পন্ন করার জন্য কিছু কাজ করছে। ঈশ্বরের প্রকৃত দাসগণ এক দৃঢ়তার সাথে কাজ করছে যা ব্যর্থ হবে না কেননা অনুগ্রহ সিংহাসন তাদের বিরামহীন ভরসা। PKBeng 558.2
সকল জরুরী অবস্থায় ঈশ্বর স্বর্গীয় সাহায্যের ব্যবস্থা করে রেখেছেন, যার সাথে আমাদের মানব সম্পদের তুলনা হয় না। প্রতি দুর্দশায় সাহায্য করার জন্য, আমাদের প্রত্যাশা নিশ্চয়তাকে শক্তিশালী করার জন্য অন্তঃকরণ পবিত্র করেন। আমাদের মনকে আলোকিত করার জন্য এবং তিনি সুযোগ করে দেন এবং কাজের পথ করে দেন। যদি তার লোকবৃন্দ তাঁর দূরদর্শীতার লক্ষণসমূহ লক্ষ্য করে থাকে, এবং তাঁর সাথে সহযোগিতা রক্ষা করতে প্রস্তুত থাকে, তবে তারা মহা ক্ষমতার ফলাফল দেখতে পাবে । PKBeng 558.3