মন্দের সাথে দীর্ঘ সংগ্রামের অন্ধকারময় দিনগুলোতে, ঈশ্বরের মণ্ডলীকে যিহোবার চিরস্থায়ী উদ্দেশ্যের প্রকাশপ্রাপ্তি প্রদান করা হয়েছে। তাঁর লোকদেরকে বর্তমানের পরীক্ষা ও দুঃখকষ্ট হতে আরম্ভ করে ভবিষ্যতের বিজয়ের পরেও দেখার অনুমতি প্রদান করেছেন, যখন, সংগ্রাম শেষ হবে, মুক্তিপ্রাপ্তগণ প্রতিজ্ঞাত দেশে তাদের অধিকারে প্রবেশ করবে। ভাবী গৌরবের এসকল দর্শন, দৃশ্যাবলি ঈশ্বরের হস্তকর্তৃক চিত্রিত, অদ্য যা তাঁর মণ্ডলীর কাছে দুর্লভ, যখন যুগসমূহের দ্বন্দ্ব দ্রুত শেষ হচ্ছে এবং প্রতিজ্ঞাত আশীর্বাদসমূহ, তাদের সকল পূর্ণতায় উপলব্ধি করা হবে । PKBeng 616.1
পুরাকালীন ভাববাদিদের দ্বারা মণ্ডলীকে অনেক সান্ত্বনার বার্তা প্রদান করা হয়েছিল। “তোমরা সান্ত্বনা কর, আমার প্রজাদেরকে সান্ত্বনা কর” (যিশাইয় ৪০:১); সেটি ছিল ঈশ্বরের কাছ থেকে যিশাইয়ের আদেশ; এবং এই আদেশের সাথে অতি চমৎকার দর্শন প্রদান করা হয়েছিল পরবর্তী শতাব্দি ব্যাপী বিশ্ববাসীগণের প্রত্যাশা এবং আনন্দ। মনুষ্য কর্তৃক তুচ্ছীকৃত, তাড়িত, ত্যাজ্য, তৎসত্ত্বেও প্রতিটি যুগে ঈশ্বরের সন্তানগণকে তাঁর প্রতিজ্ঞা দ্বারা তুলে ধরা হয়েছে। PKBeng 616.2
বিশ্বাসে তারা সেই সময়ের অপেক্ষা করেছে, যখন তিনি তাঁর মণ্ডলীর প্রতি নিশ্চয়তা পূর্ণ করবেন, “আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষ পরম্পরার আনন্দের পাত্র করিব।” যিশাইয় ৬০:১৫। PKBeng 616.3
প্রায়ই পৃথিবীতে অসত্যের সঙ্গে সংগ্রামরত মণ্ডলীকে পরীক্ষা এবং তাড়না সহ্য করার জন্য আহ্বান করা হয়েছিল; কেননা ভয়াবহ সংগ্রাম ব্যতিরেকে মণ্ডলী জয়ী হতে পারে না। “সংকটের খাদ্য,” “কষ্টের জল” (যিশাইয় ৩০:২০), এসব সকল লোকের সার্বজনীন ভাগ্য, কিন্তু যারা একজন ক্ষমতাশালী মুক্তিদাতার ওপরে তাদের আস্থা রাখে, তারা সে সবে সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে না। “তোমাদের সৃষ্টিকর্তা, হে ইস্রায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার মাঝে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্তে কৃশ ও সেবা দিয়াছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত; আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে জাতিগণকে দিব।” যিশাইয় ৪৩: ১-৪ । PKBeng 616.4
ঈশ্বরের কাছে ক্ষমা রয়েছে; আমাদের ক্রুশারোপিত এবং পুনরুত্থিত প্রভু, যীশুর গুণাবলির মাধ্যমে পূর্ণ এবং অবাধ পরিশ্রম রয়েছে। যিশাইয়, সদাপ্রভুকে তাঁর মনোনীতদের প্রতি এই কথা ঘোষণা করতে শুনেছেন: “আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার ত্রাণসকল মনে রাখিব না । আমাকে স্মরণ করাইয়া দাও; আইস, আমরা পরস্পর বিচার করি; তুমি যেন নির্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বল।” “আর জানিবে যে, আমি সদাপ্রভুই তোমার ত্রাণকর্তা তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর ।” PKBeng 617.1
তিনি “আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন,” ভাববাদী বলেন। আর তাদেরকে বলা যাবে, “পবিত্র প্রজা,” “সদাপ্রভুর মুক্ত লোক।” তিনি তাদেরকে নিযুক্ত করেছেন, যেন তাদেরকে ভষ্মের পরিবর্তে শিলোভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি।” PKBeng 617.2
“জাগ, জাগ, হে সিয়োন বস্ত্র পরিধান কর;
পবিত্র নগরী যিরূশালেম, তোমার রক্ষা বস্ত্র সকল পরিধান কর;
কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত্বক
কি অশুচি লোক আর প্রবেশ করিবে না।’
“গাত্রের ধূলা ঝাড়িয়া ফেল,
হে যিরূশালেম, উঠ, উপবেশন কর; হে বন্দি-সিয়োন-কন্যে,
তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল।”
“অয়ি দুঃখিনি, অয়ি ঝটিকা-ধূলিতে ও সান্ত্বনা বিহীনে,
দেখ, আমি রসাঞ্জন দিয়া তোমার প্রস্তর বসাইব,
নীলমনি দ্বারা তোমার ভিত্তিমূল স্থাপন করিব।”
“তথার পদ্মমনি দ্বারা তোমার আঙ্গিনা
ও সূর্য্যকান্তমণি দ্বারা তোমার পুরদ্বার সকল
ও মনোহর প্রস্তর দ্বারা তোমার
সমস্ত পরিসীমা নির্মাণ করিব।”
“আর তোমার সন্তানেরা সকলে
সদাপ্রভুর কাছে শিক্ষা পাইবে,
আর তোমার সন্তানদের পরম শান্তি হইবে,
তুমি ধার্ম্মিকতায় স্থিরীকৃত হইবে।”
“তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে,
বস্তুতঃ তুমি ভীত হইবে না;
যে তোমার বিরুদ্ধে দল বাঁধে,
সে তোমা হেতু পতিত হইবে।”...
“যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়,
তাহা স্বার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে
তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে।
সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে
তাহাদের এই ধার্ম্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন ।” PKBeng 617.3
যিশাইয় ২৫:৮, ৬২:১২; ৬১:৩; ৫২:১,২; ৫৪:১১-১৭।
খ্রীষ্টের ধার্মিকতার অস্ত্রে সজ্জিত হয়; মণ্ডলী তার শেষ সংগ্রামে প্রবেশ করবে। “চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী,” (পরমগীত ৬:১০), জয় করার জন্য সে সমস্ত পৃথিবীতে যাবে, জয় করতে করতে অগ্রসর হবে। PKBeng 619.1
মন্দের শক্তির সাথে মণ্ডলীর সংগ্রামের ঘোর অন্ধকারের সময়, যা তার চূড়ান্ত মুক্তির পূর্বে আসবে। কিন্তু যারা ঈশ্বরে বিশ্বাস করবে, তাদের ভয়ের কোন কারণ নেই; কেননা তিনি “দরিদ্রদের দৃঢ়দুর্গ, সঙ্কটে দীনহীনের দৃঢ়দুর্গা,” ঈশ্বর তাঁর মণ্ডলীর কাছে “ঝটিকানিবারক আশ্রয়” যিশাইয় ২৫:৪। PKBeng 619.2
সেই দিন কেবলমাত্র ধার্মিকদের কাছে মুক্তির প্রতিজ্ঞা করা হয়েছে। “সিয়োনে পাপীগণ কাপিতেছে, পামরগণ ত্ৰাসাপন্ন হইয়াছে । আমাদের মধ্যে কে সর্বগ্রাসক অগ্নিতে থাকিতে পারে? আমাদের মধ্যে কে চিরকালস্থায়ী অগ্নিশিখা সমূহের কাছে থাকিতে পারে? যে জন ধার্মিকতার পথে চলে ও সরলভাবের কথা বলে, যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হাত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে; সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে, শৈলগণের দুরাক্রম স্থান তাহার দুর্গস্বরূপ হইবে; তাহাকে ভক্ষ্য দেয়া যাইবে, সে নিশ্চয়ই জল পাইবে।” যিশাইয় ৩৩:১৪-১৬। PKBeng 619.3
সদাপ্রভুর বিশ্বস্তদের কাছে তাঁর বাক্য: “হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্যন্ত ক্রোধ অতীত না হয়। কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিয়াছেন, পৃথিবী নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার জন্য । ” যিশাইয় ২৬:২০, ২১। PKBeng 619.4
মহাবিচার দিনের দর্শনের মধ্যে যিহোবার অনুপ্রাণিত যারা তাদের প্রভুর সাথে শান্তিতে সাক্ষাৎ করার জন্য অপ্রস্তুত তাদের আতঙ্কের আভাস প্রদান করা হয়েছিল । PKBeng 619.5
“দেখ, সদাপ্রভু পৃথিবীকে শূণ্য করিয়াছেন, উৎসন্ন করিয়াছেন, উল্টাইয়া ফেলিয়াছেন, ও তাহার নিবাসীদিগকে ছড়াইয়া ফেলিয়াছেন; .... কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিতেছে, তিনি অন্যথা করিয়াছেন, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছেন। এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসীগণ দোষী সাব্যস্ত হইল।... ভস্মের আমোদ নিবৃত্ত হইল, উল্লাসকারীদের কোলাহল শেষ হইল, বীণার আমোদ নিবৃত্ত হইল ।” যিশাইয় ২৪:১-৮। PKBeng 619.6
“সদাপ্রভুর দিন ত্ সন্নিকট; ইহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। ... বীজ সকল আপন আপন ঢেলার নীচে পচিয়া যাইতেছে; গোলা সকল ধ্বংসিত, শস্যাগার সকল উৎপাটিত; কারণ শস্য ম্লান হইয়াছে। পশুগণ কেমন কোঁকাইতেছে; বৃষপাল ব্যাকুল হইতেছে। “দ্রাক্ষালতা শুষ্ক ও ডুমুর বৃক্ষ ম্লান হইয়াছে; বস্তুতঃ মনুষ্য সন্তানদের মধ্যে আমোদ লুকাইয়া গিয়াছে।” যোয়েল ১: ১৫-১৮, ১২। PKBeng 620.1
“আমি হৃদয়ে ব্যথিত,” পৃথিবীর ইতিহাসের অন্তিমকালের শেষ দৃশ্যে ধ্বংসকার্য লক্ষ্য করে যিরমিয় বলছেন, “আমি নীরব থাকিতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ। ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে, সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে।” যিরমিয় ৪: ১৯, ২০। PKBeng 620.2
“লোকের দর্প অধোমুখ হইবে;” ঈশ্বরের প্রতিশোধ নেবার দিন সম্পর্কে যিশাইয় বলেন, “মান্য লোকদের গর্ব্ব খর্ব্ব হইবে; আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন। আর প্রতিমা সকল নিঃশেষে বিলুপ্ত হইবে। ...সেই দিন মনুষ্য প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইঁদুর ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে। আর গিরি-গহ্বরে ও শৈলগণের ফাটলে পচিবে। সদাপ্রভু প্রযুক্ত ও তাঁহার মহিমার আদরণীয় প্রযুক্ত যখন তিনি পৃথিবীকে বিকম্পিত করিতে উঠিবেন।” যিশাইয় ২:১৭-২১। PKBeng 620.3
ঐ সকল সংক্রমণের সময়ে; মানুষের অহঙ্কার নমনীয় হবে, যিরমিয় সাক্ষ্য দেন: “আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখ তাহা ঘোর ও শূন্য ছিল; আমি আকাশমণ্ডলে [দৃষ্টিপাত করিলাম] তাহার দীপ্তি ছিল না । আমি পর্বতগণের উপরে দৃষ্টিপাত করিলাম, আর দেখ সে সকল কাঁপিতেছে ও উপ- পর্বত সকল টলটলায়মান হইতেছে। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মনুষ্য মাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে । আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর সম্মুখে ও তাঁহার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়া পড়িয়াছে, ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে। “হায়! সেই দিন মহৎ, তাহার তুল্য দিন আর নাই; এ যাকোবের সংকটকাল, কিন্তু ইহা হইতে সে নিস্তার পাইবে।” যিরমিয় ৪:২৩-২৬; ৩০:৭। PKBeng 620.4
ঈশ্বরের শত্রুদের প্রতি ক্রোধের দিনই তাঁর মণ্ডলীর কাছে চূড়ান্ত মুক্তির দিন। ভাববাদী বলেন: PKBeng 621.1
“দুর্বল হস্ত সবল কর, কম্পিত জানু সুস্থির কর ।
চপল চিত্তদিগকে বল, সাহস কর, ভয় করিও না;
দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ
ঈশ্বরীয় প্রতীকারসহ আসিতেছেন,
তিনিই আসিয়া তোমাদিগকে পরিত্রাণ করিবেন।” PKBeng 621.2
“তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু, সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন; এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন; কারণ সদাপ্রভুই কথা বলিয়াছেন।” যিশাইয় ৩৫:৩, ৪; ২৫:৮। আর ভাববাদী দেখলেন পৃথিবীর জাতিগণের মধ্য থেকে অবশিষ্ট মণ্ডলীকে সংগ্রহ করতে প্রতাপের প্রভু সমস্ত পবিত্র দূতগণকে সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসছেন; তিনি শুনতে পাচ্ছেন অপেক্ষমান জনতা সমস্বরে প্রশংসা-রব করছে: PKBeng 621.3
“এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর;
আমরা ইঁহারই অপেক্ষায় ছিলাম,
ইনি আমাদিগকে ত্রাণ করিবেন,
ইনিই সদাপ্রভু;
আমরা ইঁহারই অপেক্ষায় ছিলাম,
আমরা ইঁহার কৃত পরিত্রাণে
উল্লাসিত হইব, আনন্দ করিব।” PKBeng 621.4
যিশাইয় ২৫:৯।
ঈশ-পুত্র নিদ্রাগত সাধুদের ডাকছেন, এবং ভাববাদী তাদেরকে মৃত্যুর কারাগার থেকে বাইরে আসতে দেখে বলছেন, “তোমরা মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ট করিবে।” PKBeng 621.5
“তকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে,
আর বধিরদের কর্ণ মুক্ত হইবে ।
তকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে,
ও গোঙ্গাদের জিহ্বা আনন্দ গান করিবে।” PKBeng 622.1
যিশাইয় ২৬: ১৯; ৩৫:৫, ৬।
ভাববাদীর দর্শনে, যারা পাপ এবং কবরের ওপরে বিজয়ী হয়েছে, এখন তাদেরকে তাদের স্রষ্টার সামনে সুখী দেখাচ্ছে, তারা খোলাখুলিভাবে কথা বলছে যেমন মনুষ্য আদিতে ঈশ্বরের সাথে কথা বলতো। “তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস কর,” সদাপ্রভু তাদেরকে বলেন, “আমি যিরূশালেমকে উল্লাস ভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ ভূমি করিয়া সৃষ্টি করি। আমি যিরূশালেমে উল্লাস করিব। আমার প্রজাগণে আমোদ করিব; এবং তাহার মধ্যে রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শোনা যাইবে না।” “আর নগরবাসী বলিবে না, আমি পীড়িত; তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে।” PKBeng 622.2
“কেননা প্রান্তরে জল উসারিত হইবে,
ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে ।
আর মরীচিকা জলাশয় হইয়া যাইবে,
ও শুষ্ক-ভূমি জলের উচুঁইতে পরিপূর্ণ হইবে।”
“কন্টকবৃক্ষের পরিবর্তে দেবদারু
শ্যাকুলের পরিবর্তে গুলমেঁদি উপন্ন হইবে।” PKBeng 622.3
“আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;
ভাবী গৌরব সম্পর্কিত দর্শনসমূহ
তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;
তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,
কিন্তু তাহা উহাদের জন্য হইবে;
সে পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না।” PKBeng 623.1
“যিরূশালেমে চিত্ততোষক কথা বল; আর তাহার কাছে ইহা প্রচার কর যে, তাহার সৈন্য বৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে, তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে।” যিশাইয় ৬৫:১৮, ১৯; ৩৩:২৪; ৩৫:৬, ৭; ৫৫:১৩; ৩৫:৮; ৪০:২। PKBeng 623.2
ভাববাদী দেখলেন, মুক্তিপ্রাপ্তগণ ঈশ্বরের রাজ্যে বসবাস করছে, তারা পাপমুক্ত এবং তাদের শরীরে অভিশাপের কোন চিহ্ন নেই, তারা উচ্চরবে বলছে, “তোমরা যাহারা যিরূশালেমকে ভালবাস, তোমরা সকলে তাহার সাথে আনন্দ কর ।” PKBeng 623.3
“তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা
কিন্তু তুমি আপন প্রাচীরের নাম ‘পরিত্রাণ’ রাখিবে,
আপন পুরদ্বারের নাম ‘প্রশংসা’ রাখিবে।
“সূর্য আর দিবসে তোমার জ্যোতি হইবে না,
আলোকের জন্য চন্দ্রও তোমাকে জ্যোস্না দিবে না,
কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতিঃ হইবেন,
তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন।”
“তোমার সূর্য আর অস্তমিত হইবে না,
তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না;
কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতিঃ হইবেন,
এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে। PKBeng 623.4
“আমরা তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে,
তাহারা চিরকালের তরে দেশ অধিকার করিবে,
তাহারা আমার রোপিত তরুর শাখা,
আমার হস্তের কাজ, যেন আমি বিভূষিত হই । PKBeng 624.1
যিশাইয় ৬৬:১০; ৬০:১৮-২১।
ভাববাদী সংগীতের রব শুনতে পেলেন; যে গান কেউ কখনও শুনেনি এবং মনে চিন্তাও করতে পারেনি। PKBeng 624.2
“আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পুরঃসর সিয়োনে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।” “তাহার মধ্যে আমোদ ও আনন্দ, স্তবগান ও সঙ্গীতের ধ্বনি পাওয়া যাইবে।” “গায়কগণ ও নর্তকীগণ [বলিবে}, আমার সমস্ত উনুই তোমার মধ্যে।” “ইহারা উচ্চরব করিবে, আনন্দগান করিবে, সদাপ্রভুর মহিমা প্রযুক্ত।” যিশাইয় ৩৫:১০; ৫১:৩; গীত ৮৭:৭; যিশাইয় ২৪:১৪ । PKBeng 624.3
নূতন পৃথিবীতে, মুক্তিপ্রাপ্তগণ এমন এমন পেশা ও আমোদে ব্যস্ত থাকবেন, যা আদিতে আদম এবং হবার কাছে সুখ আনয়ন করত। এদনের জীবন, হবে উদ্যান এবং ক্ষেত্রের জীবন। “আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপন করিলে অন্যে ভোগ করিবে না; বস্তুতঃ আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে।” যিশাইয় ৩৫:২১, ২২ । PKBeng 624.4
সেখানে প্রতিটি শক্তির ক্রমোন্নতি হবে, প্রতিটি দক্ষতা বৃদ্ধি পাবে। শ্রেষ্ঠ ব্যবসা-বাণিজ্যসমূহ চলবে, উচ্চাকাঙ্খাসমূহ পূর্ণ হবে; সর্বোচ্চ বাসনা পূর্ণ হবে। তথাপি উচ্চ শিখরে আরোহণ করা যাবে, নূতন আশ্চর্য বিষয়ের প্রশংসা করা হবে, নূতন সত্যসমূহ বোধগম্য হবে, অধ্যয়নের জন্য নূতন নূতন বিষয় সমূহ অধ্যয়নে দেহ, মন ও আত্মার শক্তিসমূহ নিয়োগ করা হবে। PKBeng 624.5
যে ভাববাদীদের কাছে এসকল মহান দৃশ্যাবলী প্রকাশিত হয়েছিল, তারা তাদের পূর্ণ অর্থ বুঝবার বাসনা করেছিল । তাঁরা “সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন.... তাঁহারা এই বিষয় অনুসন্ধান করিতেন, খ্রীষ্টের আত্মা, যিনি তাহাদের অন্তরে ছিলেন। ...তাঁহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে, তাঁহারা আপনাদের জন্য নয়, কিন্তু তোমাদেরই জন্য ঐ সকল বিষয়ের পরিচালক ছিলেন; সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছে।” ১ পিতর ১: ১০-১২। PKBeng 625.1
আমাদের কাছে যারা আমাদের পূর্ণতার দোর গোড়ায় দণ্ডায়মান রয়েছে তাদের কি এক নিগূঢ় সন্ধিক্ষণের কি এক জীবন্ত আগ্রহ, এসকল বিষয়ের চিত্রানুরাগ বর্ণনা প্রদানের সময় আসবে, আমাদের সর্ব প্রথম পিতামাতা এদন থেকে বহিষ্কৃত হবার সময় হতে যে সকল ঘটনার জন্য ঈশ্বরের সন্তানগণ লক্ষ্য রেখেছেন এবং অপেক্ষা করেছেন, আকাঙ্খা করেছেন এবং প্রার্থনা করেছেন । PKBeng 625.2
সহযাত্রীগণ, আমরা এখনও পার্থিব কর্মকাণ্ডের গভীর ছায়া এবং কোলাহলের মধ্যে রয়েছি; কিন্তু অতি সত্ত্বর আমাদের ত্রাণকর্তা মুক্তি এবং বিশ্রাম আনয়ন করার জন্য প্রকাশিত হবেন। আসুন, আমরা বিশ্বাসে ঈশ্বরের হস্ত কর্তৃক চিত্রিত ভাবী আশীর্বাদের দিকে দৃষ্টিপাত করি। যিনি পৃথিবীর পাপের জন্য, যারা তাঁকে বিশ্বাস করে তাদের সকলের জন্য স্বর্গের প্রবেশ দ্বার প্রসারিত করে খুলে দিচ্ছেন। অতি সত্ত্বর যুদ্ধ সংঘটিত হবে, বিজয় লাভ হবে। আমরা অতি সত্ত্বর তাঁকে দেখব যাতে আমাদের অনন্ত জীবনের প্রত্যাশাসমূহ কেন্দ্রীভূত। তাঁর সান্নিধ্যে ইহ জীবনের পরীক্ষা এবং দুঃখ কষ্ট কিছুরই সাথে গণ্য নহে। “পূর্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।” “অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করিও না, যাহা মহা পুরষ্কারযুক্ত। কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও । কারণ আর অতি অল্পকাল বাকী আছে, যিনি আসিতেছেন, তিনি আসিতেছেন, তিনি আসিবেন, বিলম্ব করিবেন না।” “কিন্তু ইস্রায়েল... অনন্তকাল স্থায়ী পরিত্রাণ প্রাপ্ত” হবে “তোমরা অনন্তকালেও কখনও লজ্জিত কি বিষণ্ণ হইবে না।” যিশাইয় ৬৫:১৭; ইব্রীয় ১০:৩৫-৩৭; যিশাইয় ৪৫:১৭। PKBeng 625.3
ঊর্ধ্ব দৃষ্টি কর, ঊর্ধ্ব দৃষ্টি কর, আর অবিরত তোমার বিশ্বাস বৃদ্ধি কর। এই বিশ্বাস তোমাকে সংকীর্ণ পথে পরিচালনা দান করবে, যে পথ নগরীর দ্বারসমূহের মধ্য দিয়ে পরমোকৃষ্ট প্রশস্থ প্রতাপের অসীমাবদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করবে, যা মুক্তি প্রাপ্তদের নিমিত্ত নির্ধারিত। “অতএব হে ভ্রাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘসহিষ্ণু থাক । দেখ, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘসহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘসহিষ্ণু থাক, আপন আপন হৃদয় সুস্থির কর; কেননা প্রভুর আগমন সন্নিকট।” যাকোব ৫:৭, ৮ । PKBeng 626.1
পরিত্রাণপ্রাপ্ত জাতিগণ, স্বর্গের ব্যবস্থা ব্যতিরেকে অন্য কিছু জানবে না । সকলেই সুখি, সম্মিলিত পরিবার হবে, প্রশংসা এবং ধন্যবাদের বসন পরিহিত হবে । মঞ্চের ওপরে প্রভাতি তারাগণ এক সঙ্গে গান করবে, এবং ঈশ্বরের পুত্রগণ জয়ধ্বনি করবে, আর ঈশ্বর এবং খ্রীষ্ট একসঙ্গে ঘোষণা করবেন, “পাপ আর থাকিবে না, মৃত্যুও আর হইবে না।” PKBeng 626.2
“আর প্রতি অমাবশ্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত্য আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।” “আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত্য একসঙ্গে তাহা দেখিবে।” তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।” “সেই দিন বাহিনীগণের সদাপ্রভুই আপন প্রজাদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট ও তেজের কিরীট হইবেন। PKBeng 626.3
“বস্তুতঃ সদাপ্রভু সিয়োনকে সান্ত্বনা করিয়াছেন, তিনি তাহার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা করিয়াছেন এবং তাহার প্রান্তরকে এদোনের ন্যায়, ও তাহার শুষ্ক ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করিয়াছেন।” “তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা।” PKBeng 626.4
“লোকে তোমাকে আর পরিত্যাক্তা বলিবে না, এবং তোমার ভূমিকে আর ধ্বংস স্থান বলিবে না; কিন্তু তুমি হিসীবা [ইহাতে আমার প্রীতি] ও তোমার ভূমি বিয়ূলা [বিবাহিতা] নামে আখ্যাত হইবে । ...এবং বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন।” যিশাইয় ৬৬:২৩: ৪০:৫; ৬১:১১; ২৮:৫; ৫১:৩; ৩৫:২, ৬২:৪, ৫। PKBeng 626.5