কিন্তু দুঃখ ও ভয়ে ঈশ্বরের সন্তান তার এখন তার কথা বলার অক্ষমতাকে বাধারূপে তুলে ধরলেন: “হায় প্রভু! আমি বাকপটু নহি।...কারণ আমি জড়মুখ ও জড়জিহবা।” তিনি মিসর থেকে এতকাল অনুপস্থিত যে তাদের ভাষাও তিনি আর আগের মত বলতে পারেন না। PPBeng 178.3
মোশি মিনতি করলেন যে তার থেকে যোগ্য কোন ব্যক্তিকে এই দায়িত্ব দেয়া হোক । কিন্তু যখন ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে তার সকল অন্তরায় দূর করা হবে ও তাকে কৃতকার্য্য করা হবে, তার অযোগ্যতার আর কোন অভিযোগ ঈশ্বরের প্রতি অবিশ্বাস প্রকাশ করা হবে। এতে মনে হবে যে ঈশ্বর তাকে যোগ্য করে তুলতে অক্ষম, অথবা তিনি লোক মনোনয়নে ভুল করেছেন । PPBeng 178.4
তার বাড় ভাই, হারোণ মিস্ত্রীয়দের ভাষা দৈনন্দিন জীবনে ব্যবহারের মাধ্যমে তা যথেষ্ট ভাল ভাবে বলতে পারেন। তাকে বলা হল যে হারোণ তার সাথে দেখা করতে আসছেন। সদাপ্রভূর পরের কথা ছিল নির্ভুল আদেশ। PPBeng 179.1
“তুমি তাহাকে বলিবে, ও তাহার মুখে বাক্য দিবে।...তোমার পরিবর্তে সে লোকদের কাছে বক্তা হইবে; ফলতঃ সে তোমার মুখস্বরূপ হইবে, এবং তুমি তাহার ঈশ্বর স্বরূপ হইবে। আর তুমি এই যষ্টি হস্তে করিবে, ইহা দ্বারাই তোমাকে সেই সকল চিহ্ন-কার্য্য করিতে হইবে।” তার আর কোন আপত্তি করার উপায় ছিল না, কারণ সকল আপত্তির কারণ দূর করা হয়েছিল। PPBeng 179.2
কাজটি গ্রহণ করার পর, মোশি ঈশ্বরের উপর পূর্ণ আস্থা ন্যাস্ত করলেন এবং সমস্ত হৃদয় দিয়ে কাজ শুরু করলেন। ঈশ্বর তার বাধ্যতাকে আশীর্বাদযুক্ত করলেন এবং কোন মানুষকে আর কখনও যে মহান কাজ দেয়া হয়নি সেই মহান কাজে মোশি পূর্ণ দক্ষতা প্রদর্শনের জন্য বাগ্মীতা, ও আত্ম-নিয়ন্ত্রণ ক্ষমতা লাভ করলেন । PPBeng 179.3
যখন ঈশ্বর মানুষের উপর কোন দায়িত্ব অর্পণ করেন এবং যখন ঐ ব্যক্তি তা গ্রহণ করেন তখন তিনি প্রয়োজনীয় ক্ষমতা ও দক্ষতা লাভ করবেন। তার কাজ যতই ছোট হোক, অথবা তার ক্ষমতা যতই সীমিত হোক, যে ব্যক্তি তার কর্তব্য পূর্ণ বিশ্বস্ততার সাথে সম্পন্ন করে সে মহত্ব লাভ করবে। মানুষটি যখন নিজকে দুর্বল মনে করে তার অর্থ হলো যে সে তার কাজের গুরুত্ব অনুধাবন করছে; তাতে সে ঈশ্বরকে তার পরামর্শদাতা ও তার নির্ভরস্থলে পরিণত করে । PPBeng 179.4
চল্লিশ বৎসর আগে তার প্রতি ফরৌণের ও তার নিজের লোকদের যে ক্রোধ প্রজ্জ্বলিত হয়েছিল, তার গোপন ভয়ে মোশি মিসর দেশে ফিরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন; তিনি যখন ঈশ্বরের আদেশের বাধ্য থাকতে সিদ্ধান্ত নিলেন, তখন সদাপ্রভু তার কাছে প্রকাশ করলেন যে তার শত্রুরা সকলেই মৃত্যুবরণ করেছে। PPBeng 179.5
মিদিয়োনের পথে একজন ক্রুদ্ধ দূত মোশির সামনে ভীতিকর ভাবে উপস্থিত হলেন, যেন তিনি তাকে ধ্বংস করে ফেলবেন। এর কোন কারণ দেয়া হয়নি; কিন্তু মোশির মনে পড়ল যে তিনি ঈশ্বর প্রদত্ত একটি আদেশ অমান্য করেছেন। তিনি তার ছোট ছেলের পদ্ধতিগত ভাবে ত্বকচ্ছেদ করানোর প্রতি অবহেলা প্রদর্শন করেছেন। ইস্রায়েলের মনোনীত নেতার এ ধরণের অবহেলা প্রদর্শন মানুষের প্রতি ঈশ্বরের সমস্ত আদেশই দুর্বল হয়ে পড়বে। তার স্বামীকে হত্যা করা হবে এই ভয়ে ভীত হয়ে সিপ্পোরা এই প্রথা নিজেই আদায় করলেন PPBeng 179.6
এবং তখন দূত মোশিকে তার যাত্রা অব্যাহত রাখতে দিলেন। শুধু পবিত্র দূত দ্বারা নিরাপত্তা বিধানেই তার জীবন রক্ষা পেতে পারে। কিন্তু জানা কোন কর্তব্যে অবহেলা দেখালে তিনি নিরাপদ থাকতে পারবেন না, কেননা তখন ঈশ্বরের দূতগণ তাকে রক্ষা করবেন না। PPBeng 180.1
খ্রীষ্টের আগমনের অব্যাবহিত পূর্বের কষ্টের সময় পবিত্র দূতগণের পরিচর্যার মাধ্যমে রক্ষা পাবেন; কিন্তু ব্যবস্থা অমান্যকারীদের জন্য কোন নিরাপত্তাই থাকবে না । যারা ঈশ্বরের আদেশ অমান্য করে, দূতগণ তাদের রক্ষা করতে পারে না। PPBeng 180.2