Go to full page →

(৯) “তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।” PPBeng 216

প্রতারণা করার ইচ্ছাই মিথ্যা সাক্ষ্য বলে গন্য করা হয়। ঠিক মুখের কথায় যে ভাবে মিথ্যা বলা হয়, ঠিক তদ্রূপই চোখের অথবা হাতের ঈশারায় এবং মুখের চেহারা পরিবর্তনের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দেয়া সম্ভব। এমন কি এমন ভাবে বক্তব্য পেশ করা যার বিভিন্ন ব্যাখ্যা সম্ভব তাও মিথ্যা কথা। বক্তব্য বিকৃত করে প্রতিবাসীর সুনামের হানি করার সকল প্রচেষ্টা, দুর্ণাম করা বা মিথ্যা রটানো, ইচ্ছা করে সত্য চেপে যাওয়া যাতে অন্যের ক্ষতি হয়, এই সকলই নবম আজ্ঞা লঙ্ঘন করা । PPBeng 216.4