পর্বত হতে অবতরণ করার পর মোশি লোকদিগকে সদাপ্রভুর সকল কথা ও সকল আজ্ঞা বলিলেন, “তাহাতে সমস্ত লোক মিলিত কণ্ঠে উত্তর দিল, সদাপ্রভু যে কথা বলিলেন, আমরা সমস্তই পালন করিব।” PPBeng 219.1
তারপর চুক্তি অনুসমর্থন করা হল। পাহাড়ের পাদদেশে একটি যজ্ঞবেদি তৈরি করা হল এবং “ইস্রায়েলের বারো বংশানুসারে” ও তাদের চুক্তি অনুসমর্থন করার স্মারক হিসাবে যজ্ঞবেদির পাশে বারোটি স্তম্ভ স্থাপন করা হল। মোশি “নিয়মের পুস্তকখানা লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন।” এই সকলই তারা পালন করবে কি না এ বিষয়ে সিন্ধান্ত নেবার পূর্ণ স্বাধীনতা প্রত্যেকেরই ছিল। তারা ঈশ্বরের আজ্ঞার ঘোষণা শুনতে পেলেন, এবং এর নীতিসমূহ বিষদ ভাবে ব্যাখ্যা করা হয়েছিল যেন সকলেই জানতে পারে যে প্রতিটি চুক্তি নামায় কতটুকু দাবী করা হচ্ছে। আবারও সমবেত কণ্ঠে উত্তর করলেন, “সদাপ্রভু যাহা যাহা বলিলেন, আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব।” “কারণ লোকদের কাছে মোশি দ্বারা আজ্ঞা সকল পালনের প্রস্তাব শেষ হইলে পর তিনি ...রক্ত লইয়া পুস্তকখানিতে ও সমস্ত লোকদের গাত্রে ছিটাইয়া দিলেন, বলিলেন, ‘এ সেই নিয়মের রক্ত, যে নিয়ম ঈশ্বর তোমাদের উদ্দেশে করিলেন।’ ইব্রীয় ৯:১৯, ২০। মোশি আদেশ পেলেন, “তুমি ও হারোণ, নাদব ও অবীহূ এবং ইস্রায়েলের প্রাচীনগণের সত্তর জন তোমরা সদাপ্রভুর নিকট উঠিয়া আস।” সত্তরজন প্রাচীন ইস্রায়েলদের মধ্যে প্রশাসন পরিচালনার কাজে মোশিকে সাহায্য করতেন, এবং ঈশ্বর তাঁর আত্মাকে তাদের উপর আসতে দিলেন।” “আর তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন; তাঁহার চরণতলের স্থান নীলকান্তমনি নির্মিত শিলাস্তরের কার্য্যবং, এবং নির্মলতায় সাক্ষাৎ আকাশের তুল্য ছিল।” তারাতো ঈশ্বরকে দেখেন নাই কিন্তু তারা শুধু তাঁর উপস্থিতির জ্যোতি দেখতে পেলেন। তাঁর নিকটবর্তী হওয়ার পূর্ব পর্য্যন্ত তারা তাঁর জ্যোতি, পবিত্রতা, ও দয়ার বিষয়ে ধ্যান করতেন। PPBeng 219.2
এখন মোশি ও “তাঁহার সাহায্যকারী যিহোশূয়কে ঈশ্বরের সহিত সাক্ষৎ করতে আদেশ দেয়া হল। তখন নেতা হারোণ ও হূরকেও তাদের সহায়ক হিসেবে প্রাচীনদের, নিজের স্থলাভিষিক্ত করলেন। সর্বশক্তিমানের সন্নিকটবর্তী হওয়ার জন্য মোশি আদেশের অপেক্ষা করলেন। যদিও তার ধৈর্য্য ও বাধ্যতার পরীক্ষা করা হয়েছিল, তথাপি তিনি তার স্থান পরিত্যাগ করলেন না । তিনি নিজের হৃদয়ের অনুসন্ধান করার জন্য ছয়দিন পর্য্যন্ত ধ্যানে ও প্রার্থনাতে মগ্ন থাকলেন। PPBeng 219.3
সপ্তম দিনে, যেটা বিশ্রামদিন ছিল, মোশিকে মেঘের মধ্যে ডেকে নিয়ে যাওয়া হল । “আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্বতে উঠিলেন । মোশি চল্লিশ দিবারাত্র সেই পর্বতে অবস্থিতি করিলেন।” এই চল্লিশ দিনই তিনি উপবাস থাকলেন । PPBeng 220.1