ঐ বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায়শ্চিত্ত সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ সত্য শিক্ষা দেয়া হত। সারা বৎসর পাপের বলির মাধ্যমে, পাপীদের স্থলে একটি প্রতিকল্প গ্রহন করা হত, কিন্ত বলির রক্ত পাপের জন্য পূর্ণ প্রায়শ্চিত্ত দিতে পারত না। এটা ধর্মধামে পাপকে স্থানান্তরের একটি উপায় ছিল মাত্র। রক্ত দানের মাধ্যমে পাপী তার অবাধ্যতার দোষ স্বীকার করত এবং যিনি পৃথিবীর সমস্ত পাপ বহন করে নিয়ে যাবেন তাঁর উপর সে তার বিশ্বাস প্রকাশ করত। কিন্তু সে ব্যবস্থার শাস্তি হতে সম্পূর্ণ মুক্ত হত না। মন্ডলীর নিকট হতে বলি গ্রহণ করার পর, প্রায়শ্চিত্তের দিনে মহা-যাজক রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন এবং ঐ রক্ত ব্যবস্থার ফলকের উপরে অনুগ্রহের আসনের উপরে ছিটিয়ে দিতেন। PPBeng 249.1
এ ভাবে পাপীর জীবনের উপরে ব্যবস্থার যে দাবী তা পূরণ করা হত । মধ্যস্থকারীর ভূমিকায় যাজক পাপের বোঝা নিজের উপরে নিয়ে নিতেন, এবং ধর্মধাম ত্যাগের সময় সমস্ত ইস্রায়েলদের পাপ বহন করে বেরিয়ে আসতেন । তিনি শয়তানের জন্য যে ছাগ বস তার উপর হাত রেখে “ইস্রায়েল সন্ত নিদিগের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থা তাহাদের সর্ববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সে সমস্ত ঐ ছাগের মাথায় অর্পণ” করতেন। তখন ঐ সকল পাপ লোকদের মধ্য হতে চিরদিনের জন্য দূর হয়ে গেল বলে ধরে নেয়া হত। এইরূপে “স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া” ঐ সকল দয়ার কাজ পরিচালিত হত । ইব্রীয় ৮:৫। PPBeng 249.2