Go to full page →

৩২—খ্রীষ্টের অনুগ্রহ ও নূতন আজ্ঞা PPBeng 255

সৃষ্টির মুহূর্ত্তে আদম ও হবার ঈশ্বরের ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ছিল; তারা এর দাবী সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন; এর শিক্ষামালা তাদের হৃদয়ে অঙ্কিত ছিল । অবাধ্যতার জন্য মানুষের পতনের পর ব্যবস্থা পরিবর্তন করা হয়নি, কিন্তু একজন মুক্তিদাতার প্রতিজ্ঞা করা হয়েছিল। বলির মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত হিসাবে খ্রীষ্টের মৃত্যুর প্রতি ইঙ্গিত করা হত । PPBeng 255.1

বংশ পরম্পরায় পিতা হতে পুত্রের নিকট ঈশ্বরের ব্যবস্থা পৌঁছে দেয়া হত। কিন্তু অতি অল্প লোকই এর প্রতি বাধ্যতা প্রদর্শন করত। পৃথিবী এত অপবিত্র হয়ে পড়েছিল যে বন্যা দ্বারা ইহাকে মন্দ হতে পরিষ্কার করা প্রয়োজন হয়ে পড়ে। নোহ তার বংশধরদের দশ আজ্ঞা শিক্ষা দেন। যখন মানুষ আবারও ঈশ্বরের নিকট হতে দূরে সরে গেল, তখন প্রভু অব্রাহামকে মনোনীত করলেন, যার সম্বন্ধে তিনি ঘোষণা করলেন, “কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে।” আদিপুস্তক ২৬৪৫। তাকে ত্বকচ্ছেদ অনুষ্ঠান দান করা হয়েছিল, ইহা ছিল পৌত্তলিকতা থেকে পৃথক থাকার ও ঈশ্বরের ব্যবস্থা মানার একটি প্রতিজ্ঞা। আব্রাহামের বংশধররা তাদের প্রতিজ্ঞা রক্ষা করতে ব্যর্থ হবার জন্যই তারা মিসরে PPBeng 255.2

দাসত্ব বরণ করেছিলেন । পৌত্তলিকদের সাথে সংমিশ্রণের ও মিস্ত্রীয়দের অধীনতা স্বীকার করার ফলে স্বর্গীয় শিক্ষা পৌত্তলিক শিক্ষা দ্বারা আরো বেশী প্রভাবিত হয়। তাই সদাপ্রভু সীনয় পর্বতে নেমে এসেছিলেন এবং সকলের শ্রুতিতে গম্ভীর কন্ঠে তাঁর ব্যবস্থা তিনি উচ্চারণ করেছিলেন। PPBeng 255.3

তার পরও তিনি তাঁর শিক্ষামালা সহজে ভুলে যায় এমন লোকদের স্মরণে ক্ষমতার উপর ছেড়ে দেন নি, কিন্তু পাথরের ফলকে লিখে দিয়েছিলেন। আর তিনি শুধু দশ আজ্ঞা দিয়েই ক্ষান্ত হন নি। মোশিকে আদেশ করা হয়েছিল যেন তিনি প্রত্যেক খুটিনাটি বিষয়ের জন্যও নিয়ম-কানুন ও বিচার ব্যবস্থা লিখে রাখেন। এই সকল নির্দ্দেশ দশ আজ্ঞার পবিত্রতা রক্ষার জন্য বিশেষ বিশেষ অতিরিক্ত নীতিমালা ছিল। ত্বকচ্ছেদ যে নিয়মের চিহ্ন ছিল, অব্রাহামের বংশধরেরা যদি সেই নিয়ম মেনে চলতেন তবে সীনয় পর্বতে ঈশ্বরের ব্যবস্থা দেবার ও প্রস্তর ফলকে সেগুলি লিখে রাখার প্রয়োজন হত না ৷ PPBeng 255.4

বলিদান প্রথাও সংমিশ্রণ দ্বারা দূষিত হয়ে পড়েছিল। পৌত্তলিকদের সহিত দীর্ঘকাল ধরে আদান প্রদানের ফলে ইস্রায়েলরা তাদের প্রার্থনা পদ্ধতিতে বিজাতীয় রীতিনীতি মিশ্রিত করে ফেলে। সুতরাং বলিদানের মাধ্যমে প্রার্থনার বিষয়ে সদাপ্রভু সুনির্দিষ্ট উপদেশ দান করেছিলেন। মোশিকে প্রার্থনা পদ্ধতির নিয়মাবলী দেয়া হয়েছিল, এবং তিনি সেগুলি একটি বইতে লিখে রাখেন। কিন্তু দশ আজ্ঞা ঈশ্বর নিজেই একটি প্রস্তর ফলকে লিখে দেন এবং তা সিন্দুকে সংরক্ষণ করা হয় । PPBeng 256.1