Go to full page →

নূতন নিয়ম ও বিশ্বাসের মাধ্যমে নির্দোষীতা/মুক্তি PPBeng 262

পুরাতন চুক্তির শর্ত ছিল, বাধ্য হও ও জীবন লাভ কর: “যাহা পালন করিলে তদ্বারা মনুষ্য বাচে।” যিহিষ্কেল ২০:১১। কিন্তু “যে কেহ এই ব্যবস্থার কথা সকল পালন করিবার জন্য সেই সকল অটল না রাখে, সে শাপগ্রস্ত।” দ্বিতীয় বিবরণ ২৭:২৬। নূতন চুক্তি আরো উত্তম প্রতিজ্ঞার উপর স্থাপিত হয়েছিল, ঈশ্বরের ক্ষমা করার প্রতিজ্ঞা এবং ঈশ্বরের ব্যবস্থার সহিত ঐক্যতানে আনার জন্য হৃদয়কে নূতন করার জন্য ঈশ্বরের অনুগ্রহ। “কিন্তু সেই সকল দিনের পর আমি ইস্রায়েল-কুলের সহিত এই চুক্তি স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব, ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব;...আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব, এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। যিরমিয় ৩১:৩৩, ৩৪ । PPBeng 262.2

যে আজ্ঞা প্রস্তর ফলকে লেখা হয়েছিল সেই একই আজ্ঞা পবিত্র আত্মা হৃদয়ের উপর লিখেন। আমরা খ্রীষ্টের ধার্মিকতা গ্রহণ করি । তাঁর রক্ত আমাদের পাপের প্রায়শ্চিত্ত প্রদান করে। তাঁর বাধ্যতা আমাদের বাধ্যতা-স্বরূপ গন্য হয়। তার পর খ্রীষ্টের অনুগ্রহে আমরা তাঁর পদাঙ্ক অনুসরণ করব। ভাববাদীর মাধ্যমে তিনি তাঁর নিজের সম্পর্কে এই ঘোষণা দেন, “হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। গীতসংহিতা ৪০:৮। PPBeng 262.3

নূতন চুক্তির আওতায় বিশ্বাস ও ব্যবস্থার মধ্যে সম্পর্কটি পৌল পরিস্কার ভাবে ব্যাখ্যা করেনঃ “অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমবা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি।’ PPBeng 263.1

“তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি? তাহা দূরে থাকুক; বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি।” “কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই” ইহা ব্যবস্থা পালন করিতে পারে নাই “ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দন্ডাজ্ঞা করিয়াছেন, যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয়।” রোমীয় ৫:১; ৩:৩১; ৮:৩, ৪। PPBeng 263.2

প্রথম সুখবরের প্রতিজ্ঞার মাধ্যমে আরম্ভ হয় ঈশ্বর ও যিহূদীদের মাধ্যমে বর্তমান কাল পর্য্যন্ত আগত পরিত্রাণের পরিকল্পনাতে ঈশ্বরের যে উদ্দেশসমূহ তা ধীরে ধীরে উন্মোচিত হয়েছে। মেঘ দূর হয়েছে, কুয়াশা কেটে গেছে, এবং পৃথিবীর মুক্তিদাতা যীশু প্রকাশিত হয়েছেন। যিনি সীনয় পর্বতে উচ্চারণ করেছিলেন । ব্যবস্থা দান করেছিলেন তিনিই পর্বতে দত্ত উপদেশ সমূহ মোশির মাধ্যমে ঈশ্বর যা প্রদান করেছিলেন তারই পুনরুক্তি ছিল প্রেমের এই মহান নীতি সমূহ । উভয় শিক্ষাদানের শিক্ষক একই। PPBeng 263.3