Go to full page →

৪—পরিত্রাণ পরিকল্পনা উন্মোচিত PPBeng 33

মানুষের পতন স্বর্গে দুঃখের ছায়া বয়ে আনল। যারা আজ্ঞা অমান্য করেছে তাদের জন্য কোন উদ্ধারের উপায় নেই বলে মনে হল । দূতগণ তাদের প্রশংসা গান থামিয়ে দিলেন । PPBeng 33.1

যখন হারানো পৃথিবীর যন্ত্রণা তাঁর কাছে পৌছাল তখন ঈশ্বরের পুত্র পতিত মানবের জন্য করুণা বিগলিত হলেন। স্বর্গীয় প্রেমে মানুষের পাপের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছিলেন । ঈশ্বরের লঙ্ঘীত আজ্ঞা লঙ্ঘনকারীর (পাপীর) মৃত্যু দাবী করে। শুধু মাত্র ঈশ্বরের সমতুল্য যিনি তিনিই এই অবাধ্যতার প্রায়শ্চিত্ত করতে পারেন। খ্রীষ্ট ছাড়া আর কেউই পতিত মানবকে আজ্ঞা লঙ্ঘীত পাপ থেকে মুক্তি দিয়ে স্বর্গের ঐক্যতানের সহিত একীভূত করতে পারেন না। ধ্বংস প্রাপ্ত জাতিকে রক্ষা করার জন্য খ্রীষ্ট নিজেই পাপের শাস্তি ও লজ্জা বহন করবেন। PPBeng 33.2

পরিত্রাণের পরিকল্পনা পৃথিবী সৃষ্টির আগেই হয়েছিল, কেননা খ্রীষ্ট হলেন “জগৎপত্তনের সময়াবধি হত মেষশাবক” (প্রকাশিত বাক্য ১৩৪৮); তথাপি দোষী মানুষের জন্য তার পুত্রকে দান করতে এই নিখিল বিশ্বের রাজার অনেক আত্ম-দ্বন্দ্ব করতে হয়। কিন্তু “ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” যোহন ৩:১৬। ওহ! পরিত্রাণের কি রহস্য! সেই পৃথিবীর জন্য ঈশ্বরের কি প্রেম যে পৃথিবী তাকে প্রেম করে নাই! PPBeng 33.3

ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে “নিজের সহিত জগতের সম্মিলন করিয়াছেন।” ২ করিন্থীয় ৫:১৯। মানুষ পাপের দ্বারা এত কলুষিত হয়েছিল যে সে নিজে তাঁর সহিত সম্মিলিত হতে পারত না, যাঁর প্রকৃতি হলো পবিত্র ও অত্যন্ত উত্তম । কিন্তু মানুষের প্রচেষ্টার সহিত খ্রীষ্ট স্বর্গীয় ক্ষমতা একত্র করতে সক্ষম। তাই ঈশ্বরের নিকট অনুতপ্ত হয়ে এবং খ্রীষ্টে বিশ্বাস এনে, আদমের পতিত সন্তানেরা আর একবার “ঈশ্বরের সন্তানে” পরিণত হতে পারে। ১ যোহন ৩:২ । PPBeng 33.4

যখন খ্রীষ্ট তাদের নিকট পরিত্রাণের পরিকল্পনা উন্মোচীত করলেন তখন দূতগণ আনন্দিত হতে পারলেন না। কিভাবে তাঁকে দুঃখ, অপমান, এবং মৃত্যু সহ্য করে অবক্ষয়ের সান্নিধ্যে আসতে হবে। এসব যখন তিনি তাদের বললেন, তখন তারা দুঃখে ও বিস্ময়ে বিমোহীত হয়ে সে সব শুনলেন । যেন যারা প্রলোভনে পড়ে তাদের তিনি সাহায্য দিতে পারেন সে জন্য তিনি নিজেকে একজন মানুষ রূপে নত করবেন এবং যে সমস্ত দুঃখ ও প্রলোভন মানুষকে ভোগ করতে হয় সে সমস্ত দুঃখ ও প্রলোভনের সহিত পরিচিত হবেন। ইব্রীয় ২:১৮। যখন শিক্ষক হিসেবে তার কাজ পরিসমাপ্ত হবে তখন যে সমস্ত অপমান ও অত্যাচার শয়তান প্ররোচিত করতে পারে সবকটিই তাঁকে সহ্য করতে হবে। একজন অপরাধী পাপীরূপে তিনি নিষ্ঠুরতম মৃত্যু বরণ করবেন। যখন সমস্ত পৃথিবীর পাপের বোঝা তাঁর উপর ন্যস্ত করা হয় তখন তাকে আত্মার যাতনা, ও স্বীয় পিতার মুখ আড়াল করা সহ্য করতে হবে । PPBeng 33.5

দূতগণ মানুষের জন্য বলি হতে রাজী হলেন। কিন্তু যিনি তাদেও সৃষ্টি করেছেন শুধু তিনিই তাদের রক্ষা করার ক্ষমতা রাখেন। খ্রীষ্টকে মৃত্যু ভোগ করার কারণে দূতগণ হইতে অল্প খাট হতে হবে। ইব্রীয় ২:৯। যখন তিনি মানুষের প্রকৃতি গ্রহণ করবেন তখন তাঁর শক্তি তাদের সমান থাকবে না, তখন তার কষ্ট ভোগের সময় তারা তাঁকে শক্তিশালী করবেন। আর মন্দের ক্ষমতা হতে অনুগ্রহের বিষয় সমূহকেও তারা রক্ষা করবেন । PPBeng 34.1

যখন দূতগণ তাদের প্রভুর অপমান ও কষ্ট অবলোকন করবেন তখন তারা তাঁকে তাঁর হত্যাকারীদের হাত থেকে রক্ষা করতে চাইবে, কিন্তু তারা যেন কোন বাধার সৃষ্টি না করে। পরিকল্পনার একটি অংশ হল খ্রীষ্ট দুষ্ট লোকদের নিকট হতে ঠাট্টা বিদ্রূপ ও দুর্ব্যবহার সহ্য করবেন । PPBeng 34.2

খ্রীষ্ট দূতগণকে নিশ্চয়তা দিলেন যে, তাঁর মৃত্যু দ্বারা তিনি অনেককে রক্ষা করবেন। যে রাজত্ব মানুষ অবাধ্যতার মাধ্যমে হারিয়েছে, সে রাজত্ব তিনি আবার উদ্ধার করবেন। আর রক্ষাপ্রাপ্তরা তাঁর সহিত একত্রে ঐ রাজত্বের অধিকারী হবে। পাপ এবং পাপীদের মুছে ফেলা হবে, যেন স্বর্গ অথবা পৃথিবীর শান্তি বিনষ্ট না হয় । PPBeng 34.3

তখন অবর্ণনীয় আনন্দে স্বর্গ পরিপূর্ণ হলো। আর বেথলেহেমের পাহাড়ে যে প্রশংসা গীতের ধ্বনি প্রকম্পিত হবার কথা ছিল, সেই একই প্রশংসা গীতের ধ্বনি স্বর্গীয় আদালতে ধ্বনিত হলো, “ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে (তাহার) প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি” লূক ২:১৪। “তৎকালে প্রভাতীয় নক্ষত্রগণ একসঙ্গে আনন্দরব করিল, ঈশ্বরের পুত্রগণ সকলে জয়ধ্বনি করিল ৷” ইয়োব ৩৮:৭ । PPBeng 34.4