Go to full page →

কোরহের পদ্ধতি : জনগণের প্রসংশা করা PPBeng 279

কোরহ ও তার সাথীরা জনতার সমর্থন লাভ করতে সক্ষম হল। জনতার অভিযোগ যে ঈশ্বরের ক্রোধ সঞ্চার করেছিল এই দাবী ভ্রান্ত বলে ঘোষণা দেয়া হল। তারা বলল যে জনতার কোন দোষ ছিল না কেননা তারা তো শুধু নিজ নিজ অধিকারের বাইরে কোন দাবী উঠায় নি, কিন্তু মোশি একজন একনায়ক ছিলেন; তিনিই লোকদের পাপীরূপে ভর্ৎসনা করছেন, কিন্তু লোকেরা ত একটি পবিত্র জাতি। PPBeng 279.3

কোরহের শ্রোতারা চিন্তা করল যে তাদের বিপদ এড়ানো সম্ভব হত যদি মোশি একটি ভিন্ন কার্য্য পদ্ধতি অবলম্বন করতেন। তাদের কনান দেশের বাইরে থাকার একমাত্র কারণ হল মোশি ও হারোণের ভুল ব্যবস্থাপনা। যদি কোরহ তাদের নেতা হয় এবং তাদের পাপের জন্য তাদের শুধু তিরস্কার করার পরিবর্তে যদি তাদের ভাল কাজের জন্য উৎসাহ দেয়, তবে তারা খুব ভাল যাত্রা করতে পারবে; মরুপ্রান্তরে ইতঃস্তত ভ্রমণের পরিবর্তে তারা সোজা প্রতিজ্ঞাত দেশে উপস্থিত হতে পারবে । PPBeng 279.4

লোকদের সমর্থন লাভে কৃতকার্য্য হওয়ায় কোরহের আত্ম-বিশ্বাস বৃদ্ধি পেল। সে দাবী করল যে ঈশ্বর তাকে কর্তত্ব দিয়েছেন যেন অতিরিক্ত দেরী হওয়ার আগেই সে প্রশাসনে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে। PPBeng 280.1