“আর লোকেরা ঈশ্বরের প্রতিকুলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটিও নাই, জলও নাই; আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ্য ঘৃণা করে।” PPBeng 302.1
মোশি বিশ্বস্ততার সহিত লোকদের তাদের মহা পাপ সম্বন্ধে বললেন । “যিনি সেই ভয়ানক মহাপ্রান্তর দিয়া, জ্বালাদায়ী বিষধর ও বৃশ্চিকে পরিপূর্ণ নির্জল মরুভূমি দিয়া” (দ্বিতীয় বিবরণ ৮:১৫) তাদের পরিচালনা দিচ্ছিলেন, একমাত্র সেই ঈশ্বরের ক্ষমতাই তাদের রক্ষা করতে সক্ষম। সমস্ত পথেই তারা জল, স্বর্গ হতে রুটি পেয়েছিলেন এবং দিনে ছায়াদানকারী মেঘস্তম্ভে ও রাত্রে আগুনের স্তম্ভে শান্তি ও নিরাপত্তা ভোগ করেছিলেন। যখন তারা প্রস্তরময় চড়াই অথবা আঁকা-বাঁকা কঠিন পথে চলেছিলেন, তখন দূতগণ তাদের সেবা করেছিলেন। তাদের দল সমূহের মধ্যে কেহই দুর্বল ছিল না। ভ্রমণের ফলে তাদের পা ফুলে যায় নি; অথবা তদের কাপড়-চোপড়ও পুরানো হয় নি। তাদের সামনে ঈশ্বর বনের হিংস্র পশুকে ও মরুভূমির বিষাক্ত সর্পকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন । PPBeng 302.2