Go to full page →

মোশি ঈশ্বরের উপর আস্থা রাখেন PPBeng 308

জয়লাভের বিষয়ে নিশ্চিত হয়ে, রাজা এক বৃহ সৈন্যদল নিয়ে খোলা সমতলে নেমে এলেন। যখন যিহূদীরা ঐ দৈত্যদলের মধ্যের দৈত্যকে তার সৈন্যদলের মাথার উপরে দেখতে পেল, যখন তারা তার পেছনের অভেদ্য দূর্গ দেখতে পেল যেখানে অদৃশ্য আরও সহস্র-সহস্র সৈনিক অপেক্ষারত ছিল, তখন তাদের অনেকের হৃদয়ে ভূমিকম্প উপস্থিত হল। কিন্তু মোশি শান্ত ও দৃঢ় থাকলেন; বাশনের রাজা সম্বন্ধে সদাপ্রভু বলেছিলেন, “তুমি উহাকে ভয় করিও না, কেননা আমি উহাকে, উহার সমস্ত প্রজাকে ও উহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি যেমন হিষবোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করিয়াছ, তেমনি উহার প্রতিও করিবে।” PPBeng 308.3

শক্তিশালী দৈত্যকায় ব্যক্তিরা, অথবা দেয়ালঘেরা শহর, সশস্ত্র সৈন্যদল, অথবা পাথর-নির্মিত দূর্গ, কোন কিছুই সদাপ্রভুর বাহিনীর অধিনায়কের সামনে দাঁড়াতে পারে না। সদাপ্রভুই সৈন্যদল পরিচালনা করলেন, PPBeng 309.1

সদাপ্রভুই ইস্রায়েলদের বিজয় দান করলেন। দৈত্যকায় রাজা ও তার সৈন্যরা ধ্বংস হল, এবং ইস্রায়েলরা সমস্ত দেশ দখল করে নিল। এই ভাবে পৃথিবী হতে সেই অদ্ভুত জাতিকে মুছে ফেলা হল, যারা ঘৃণ্য পৌত্তলিকতায় মত্ত ছিল । PPBeng 309.2