Go to full page →

বিলিয়ম ইস্রায়েলদের উপর ঈশ্বরের অনুগ্রহ দেখতে পান PPBeng 316

কালের শেষে ঈশ্বরের সত্যিকার ইস্রায়েলদের বৃদ্ধি ও অগ্রগতি এবং যারা তাঁকে প্রেম ও ভয় করে তাদের প্রতি সর্বশক্তিমানের বিশেষ অনুগ্রহ বিলিয়ম দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে যখন তারা মৃত্যুর অন্ধকার উপত্যকায় প্রবেশ করে তখন তাঁর হাত দ্বারা তিনি তাদের ধরে রাখলেন । এবং তিনি দেখতে পেলেন যে তারা গৌরব, সম্মান, ও অমরত্বের মুকুটে ভূষিত হয়ে কবর হতে উঠে আসছে। তিনি আরো দেখতে পেলেন যে নূতন পৃথিবীর অম্লান আলোতে মুক্তিপ্রাপ্তরা আনন্দ করছে। যখন তিনি প্রত্যেকের মস্তকে গৌরবের মুকুট দেখতে পেলেন, এবং আনন্দঘন অসীম জীবনের দিকে যখন তিনি তাকালেন, তখন তিনি এই আকুল প্রার্থনা করলেন, “ধার্মিকদের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির মত আমার শেষ গতি হউক।” PPBeng 316.2

ঈশ্বর যে আলো তাকে দিয়েছিলেন তা গ্রহণ করার মত প্রবণতা যদি বিলিয়মের থাকত, তা হলে মোয়াবের সহিত সকল সম্পর্ক তিনি তক্ষণা ছিন্ন করতেন। গভীর অনুতাপ সহকারে তিনি ঈশ্বরের নিকট ফিরে যেতেন। কিন্তু বিলিয়ম অধার্মিকতার বেতন ভালবাসতেন । PPBeng 317.1

বালাক আশা করেছিলেন যে, একটি বিলায়মান হাসির মতই ইস্রায়েলদের উপর শাপ নেমে আসবে, তাই আকুল স্বরে তিনি চিৎকার করে উঠলেন, “আপনি আমার প্রতি এ কি করিলেন? আমার শত্রুগণকে শাপ দিতে আমি আপনাকে আনাইলাম; আর দেখুন, আপনি তাহাদিগকে সর্বোতভাবে আশীর্বাদ করিলেন।” যে বাক্যগুলি বলতে স্বর্গীয় শক্তি তাকে বাধ্য করেছিল সেগুলি ঈশ্বরের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধকারী বিবেকের সাড়া বলে বিলিয়ম প্রকাশ্যে জ্ঞাত করলেন। “সদাপ্রভু আমার মুখে যে কথা দেন, সতর্ক হইয়া তাহাই বলা কি আমার উচিত নহে ?” PPBeng 317.2