যিহূদীরা যখন প্রলোভনের নিকট আত্ম-সমর্পণ করে ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করল, তখন তাদের রক্ষক তাদের নিকট হতে দূরে সরে গেলেন । যখন ঈশ্বরের লোক ঈশ্বরের ব্যবস্থার বাধ্য হয়, তখন “যাকোবে মায়া শক্তি নাই, ইস্রায়েলে মন্ত্র নাই।” সুতরাং শয়তানের সমস্ত কলা-কৌশল তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হয় যেন তাদের পাপের পথে প্ররোচিত করতে পারে। যারা ঈশ্বরের ব্যবস্থার পালনকারী তারাই যদি ব্যবস্থা লঙ্ঘন করতে আরম্ভ করে দেয়, তাহলে তারা তাদের শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। PPBeng 324.3
যে ইস্রায়েলরা অস্ত্রের নিকট পরাজিত হল না অথবা মিদিয়নীদের যাদু-বিদ্যা দ্বারা বশীভূত হল না তারা শেষ পর্য্যন্ত মিদিয়নীয় বেশ্যাদের শিকারে পরিণত হল। যে নারীরা শয়তানের দলভূক্ত হয়ে পড়ে, আত্মার ধ্বংসে তারা ঐ ধরণের ক্ষমতা ব্যবহার করে। “সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকেরা বৃহৎ দল।” হিতোপদেশক ৭:২৬। এই ভাবেই যোষেফ প্রলোভিত হয়েছিলেন। এই ভাবেই শিমশোন্ পলেষ্টীয়দের নিকট শক্তি হারিয়ে ফেলেছিলেন। এখানেই দায়ূদের পদস্খলন হয়। এবং রাজাদের মধ্যে জ্ঞানীতম শলোমনও এই ধরনের গভীর প্রণয়ে আসক্ত হয়েছিলেন আর ঐ যাদুকরী ক্ষমতার নিকট নিজ চরিত্রকে বলি দিয়েছিলেন । PPBeng 324.4
বাল-পিয়োরে যে প্রলোভন এত কার্যকরী হয়েছিল, শয়তান হাজার হাজার বছর ধরে প্রচন্ড একাগ্রতার সাথে এর চর্চা করেছে এবং বংশপরম্পরায় ইস্রায়েলদের শাসনকর্তাদের এই একই প্রলোভন দ্বারা পরাস্ত করেছে। আমরা কালের পরিসমাপ্তিতে যখন স্বর্গীয় কনানের সীমায় এসে উপস্থিত হব, তখন ঈশ্বরের লোকদের সেই উত্তম দেশে প্রবেশ করতে না দেয়ার জন্য শয়তান তার প্রচেষ্টা দ্বিগুণ করবে। যারা পবিত্র দায়িত্ব পালনে রত আছেন তাদের জন্য সে তার প্রলোভনের ফাঁদ তৈরী করে রাখবে; যদি সে তাদের আত্মাকে অপবিত্র করে ফেলতে পারে, তাহলে তাদের মাধ্যমে সে আরো অনেককে ধ্বংস করতে পারবে। পৃথিবীর দোস্তী, সৌন্দর্য্যের মোহ, আনন্দের অভিলাস, উল্লাস, পানাহার, অথবা মদের পেয়ালা ইত্যাদি দ্বারা সে সপ্তম আজ্ঞা লঙ্ঘনে প্ররোচিত করে থাকে। PPBeng 325.1
যারা ঈশ্বরের চেহারাকে অসম্মান করেন এবং নিজ দেহের মধ্যে ঈশ্বরের যে মন্দির, তা অপবিত্র করেন তাদের কলুসিত হৃদয়ের আকাঙ্খা পূর্ণ করার জন্য ঈশ্বরের নামের যে কোন ধরণের অসম্মান করতে তাদের বিবেকে বাঁধবে না। যারা মোহের দাস ঈশ্বরের ব্যবস্থার প্রতি যে পবিত্র কর্তব্য রয়েছে তার গুরুত্ব হৃদয়ঙ্গম করা, পাপের ঈশ্বর প্রদত্ত প্রায়শ্চিত্তের মর্ম উপলব্ধি করা, অথবা একটি আত্মার যথার্থ মূল্যায়ন করা তাদের জন্য অসম্ভব। উত্তমতা, পবিত্রতা, সত্য, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং পবিত্র জিনিসের প্রতি প্রেম এই সমস্ত ই কাম ও মোহের আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আত্মা তখন এক নির্জন অন্ধকার প্রান্তরে পরিণত হয়। ঈশ্বরের চেহারায় তৈরী প্রাণী তখন নিকৃষ্টতম পশুতে পরিণত হয় । PPBeng 325.2