আপন লোকদের সহিত ব্যবহারে, ঈশ্বর তার প্রেমে ও অনুগ্রহের সাথে কঠোর ও নিরপেক্ষ বিচার মিশ্রিত করে থাকেন। সকল জাতির রাজা ঘোষণা করেছিলেন যে মোশি ইস্রায়েলদের ঐ উত্তম দেশে নিয়ে যেতে পারবেন না, এবং ঈশ্বরের সেবকের একান্ত মিনতি তার দন্ডাদেশের কোন পরিবর্তন কার্য্যকর করতে সক্ষম হয় নি ৷ তথাপি তিনি বিশ্বস্ততার সহিত সকল সমাজকে প্রতিজ্ঞাত উত্তরাধিকারে প্রবেশ করার জন্য প্রস্তুত করেন। স্বর্গীয় আদেশে মোশি ও যিহোশূয় সমাগম তাম্বুতে প্রবেশ করলেন, আর মেঘস্তম্ভ নেমে এসে দরজার সম্মুখে স্থির হল । এখানে সকল লোকদের যিহোশূয়ের অধীনে সমর্পণ করা হল । ইস্রায়েলদের নেতারূপে মোশির কাজ পরিসমাপ্তি হল। PPBeng 333.1
তথাপি আপন লোকদের স্বার্থ চিন্তা করতে গিয়ে তিনি নিজের স্বার্থ ভুলে গেলেন। জনতার উপস্থিতিতে তিনি তার উত্তরাধিকারীকে, ঈশ্বরের নামে, এই উসাহজনক উপদেশ দিলেন, “তুমি বলবান হও, ও সাহস কর, কেননা আমি ইস্রায়েলদিগকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সঙ্গে থাকিব।” তারপর তিনি প্রাচীনদের প্রতি ও কর্মকর্তাদের প্রতি এই মহান আদেশ দিলেন যে তিনি যেরূপ বিশ্বস্তভাবে যে সকল আদেশ ঈশ্বরের নিকট হতে তাদের দিয়েছেন তারা যেন সেসব সেরূপ বিশ্বস্ত ভাবে মেনে চলে । PPBeng 333.2
যে বৃদ্ধকে তাদের নিকট হতে শীঘ্রই নিয়ে যাওয়া হবে, তার দিকে যখন লোকেরা একান্ত ভাবে দৃষ্টি দিল তখন তারা নূতন ভাবে তার পিতৃ-মাতৃ সুলভ যত্ন, তার জ্ঞানগর্ভ পরামর্শ ও তার ক্লান্তিহীন পরিশ্রমের কথা স্মরণ করল। তাদের মনে পড়ল যে তাদের দৌরাত্মই মোশির ক্রোধের সঞ্চার করেছিল, যার ফলে এখন তার মৃত্যু বরণ করতে হবে। মোশির জীবনকে তারা যত কষ্টদায়ক করে তুলেছিল ঈশ্বর চাচ্ছিলেন যে তারা যেন তাদের ভবিষ্য নেতার জীবন এত কষ্টদায়ক করে না তুলে । ঈশ্বরের অনুগ্রহ দানের মাধ্যমে তার লোকদের সাথে কথা বলেন, আর যদি এটি যথাযথ ভাবে উপলব্ধি করা না হয়, তখন তিনি আশীর্বাদ দূর করার মাধ্যমে তাদের সাথে কথা বলেন। PPBeng 333.3
সেই দিনই মোশির নিকট আদেশ আসল, “তুমি এই...নবো পর্বতে উঠ, এবং আমি অধিকার করিবার জন্য ইস্রায়েলদিগকে যে দেশ দিতেছি, সেই কনান দেশ দর্শন কর।...তুমি যে পর্বতে উঠিবে, তোমাকে সেখানে মরিয়া আপন লোকদের নিকট সংগৃহীত হইতে হইবে।” মোশিকে এখন আরেকটি নূতন ও রহস্যজনক কাজে যাত্রা করতে হবে। এখন তার জীবন তার স্রষ্টার হস্তে তুলে দিতে হবে। তিনি জানতেন যে তাকে একা একাই মরতে হবে; তার শেষ মুহূর্তে পৃথিবীর কোন বন্ধু-বান্ধব তার সেবা যত্ন করার অনুমতি পাবে না । সেই দৃশ্য এক রহস্যে ও গভীরতায় আবৃত ছিল যা তার হৃদয় সঙ্কুচিত বোধ করল। যে লোকদের সাথে তার জীবন এতকাল জড়িত ছিল, তার সেই লোকদের নিকট হতে তাকে আলাদা হবার পরীক্ষা অত্যন্ত কঠোর ছিল। কিন্তু দ্বিধাহীন বিশ্বাসে তিনি নিজকে ও তার লোকদের ঈশ্বরের হস্তে সঁপে দিলেন। PPBeng 334.1