Go to full page →

শিশোনের শেষ পরিতাপ ও অনুতাপ এবং দুঃখজনক বিজয় PPBeng 409

পলেষ্টীয়রা উল্লাসিত হয়ে ইস্রায়েলের ঈশ্বরকে অগ্রাহ্য করল। মাছের দেবতা, দাগোনের সম্মানে একটি ভোজের আয়োজন করা হল। বিশাল মন্দিরটি অগণিত পলেষ্টীয় জনগণ দ্বারা পরিপূর্ণ হয়ে উঠল এবং তারা ছাদের চতুর্দিকের দরদালানও পূর্ণ করে ফেলল। একটি উৎসব ও আনন্দের দৃশ্যে সবাই মেতে উঠল । PPBeng 409.3

তারপর দাগোনের শক্তির গৌরবময় স্মারক হিসাবে শিশোনকে আনা হল । জনগণ ও প্রশাসকরা তার যাতনাতে ঠাট্ট বিদ্রোপ করল আর যে দেবতা তাদের “দেশ ধ্বংসকারীকে” পরাজিত করেছে তার সম্মান করতে লাগল । কিছুকাল পরে, ক্লান্তির ভান করে শিশোন, যে দুটি কেন্দীয় থাম মন্দিরটির ভার বহন করত, তাতে হেলান দিয়ে বিশ্রাম নেবার অনুমতি চাইল । PPBeng 409.4

তারপর নীরবে সে প্রার্থনা করল, “হে প্রভু সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন, হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটি বার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয়দিগকে...একেবারেই প্রতিশোধ দিতে পারি।” এই প্রার্থনার পর সে তার শক্তিশালী দুই হাত দ্বারা থামগুলিকে পরিবেষ্টন করল, এবং “পলেষ্টীয়দের সহিত আমার প্রাণ যাক” এই বলে চিৎকার করে সে থাম দুটিকে নিয়ে নুয়ে পড়ল আর মন্দিরের ছাদ ধ্বসে পড়ে এই বিশাল জনতাকে ধ্বংস করল। “এইরূপে তিনি জীবনকালে যত লোক হত্যা করিয়াছিলেন, মরণকালে তদপেক্ষা অধিক হত্যা করিলেন।” PPBeng 409.5

মূর্তি আর তার পূজাকারীরা, যাজক আর সাধারণ লোকেরা, যোদ্ধারা আর সম্ভ্রান্ত ব্যক্তিরা, সকলেই দাগোনের মন্দিরের ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ল। আর তাদের মধ্যে ছিল সেই দৈত্যকায় ব্যক্তির দেহ যাকে ঈশ্বর তাঁর লোকদের উদ্ধারকারীরূপে মনোনীত করেছিলেন। PPBeng 410.1

ইস্রায়েলদের দেশে এই ঘটনার সংবাদ পৌঁছাল, আর শিশোনের আত্মীয়-স্বজনরা বিনা বাধায় এই পতিত বীরের দেহ উদ্ধার করে নিয়ে এল। “তারা তাহাকে লইয়া সরা ও ইস্রয়োলের মধ্যস্থানে তাহার পিতা মানোহের কবরস্থানে তাহাকে কবর দিল ।” PPBeng 410.2

যে জীবন ঈশ্বর ও জাতির গৌরব প্রকাশ করতে পারত সেই জীবনের কি অন্ধকার ও ভয়ঙ্কর পরিসমাপ্তি হল। যদি শিশোন তার স্বর্গীয় আহবানের প্রতি বিশ্বস্ত থাকত, তবে ঈশ্বরের উদ্দেশ্য বাস্তবায়িত হতে পারত। কিন্তু সে প্রলোভনে সাড়া দিল, আর বন্দী ও মৃত্যুর মাধ্যমে তার জীবনের পরিসমাপ্তি ঘটল। PPBeng 410.3

দৈহিক ভাবে শিশোন ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, কিন্তু আত্ম-নিয়ন্ত্রণে, সততায়, এবং চারিত্রিক দৃঢ়তায় সে দুর্বলতমদের একজন ছিল। যে ব্যক্তি তার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সে একজন দুর্বল ব্যক্তি। প্রকৃত মাহাত্ম্য ব্যক্তির অনুভূতির নিয়ন্ত্রণ দ্বারা পরিমাপ করা হয়, যারা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তাদের দ্বারা পরিমাপ করা হয় না । PPBeng 410.4

যারা কর্তব্য সম্পাদনের সময় পরীক্ষার মধ্যে পড়েন, তারা নিশ্চিত হতে পারেন যে ঈশ্বর তাদের রক্ষা করবেন। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় নিজকে প্রলোভনের পথে দাঁড় করায় সে দ্রুত অথবা দেরীতে হোক ধ্বংসপ্রাপ্ত হবেই। আমাদের পূর্ণ ব্যক্তিত্বকে বশীভূত করার জন্য শয়তান আমাদের চরিত্রের দুর্বল বিষয়সমূহ নিয়ে তার কাজ আরম্ভ করে। সে জানে যে যদি ঐ দুর্বলতা সমূহকে সে লালনপালন করতে পারে তবেই সে কৃতকার্য হবে। PPBeng 410.5

কিন্তু কারো পরাভূত হওয়া উচিত নয়। যে প্রকৃতই সাহায্য কামনা করে তাকে সাহায্য দেয়া হবে। যে সকল আত্মা স্বর্গের উঁচুতম স্থানে পৌঁছাতে চায় তাদের সেই সকল দূত সাহায্য করবেন যে সকল দূতকে যাকোব তার স্বপ্নে সিঁড়ি দিয়ে উঠা-নামা করতে দেখেছিলেন। PPBeng 410.6