Go to full page →

দায়ূদের বিশ্বাস স্খলিত হয় PPBeng 478

এখানে দায়ূদ তার বিশ্বাসের দুর্বলতা প্রকাশ করলেন, এবং তার পাপের ফলে মহাযাজককে মরতে হল। যদি সমস্ত সত্য সহজ ভাবে বলা হত তবে অহীমেলক বুঝতে পারতেন তার জীবন রক্ষার জন্য কি করা প্রয়োজন ছিল। ঈশ্বর চান যেন কঠিনতম বিপদের সময়ও তার লোকেরা সত্য কথা বলে। PPBeng 478.1

শৌলের রাখলদের প্রধান, দোয়েগ, এই ধর্মধামে তার মানত পূরণ করতে এসেছিল। এই লোককে দেখে দায়ূদ দ্রুত অন্য একটি আশ্রয় খুঁজে নেয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি অহীমেলকের একখানি খড়গ চাইলেন আর তাকে বলা হল যে গলিয়াতের খড়গ ছাড়া ওখানে অন্য কোন খড়্গগ ছিল না, যা ধর্মধামে একটি স্মৃতি চিহ্নরূপে রাখা ছিল। দায়ূদ উত্তর দিলেন, “সেখানির তুল্য আর নাই; সেখানি আমাকে দিউন” । PPBeng 478.2

দায়ূদ পালিয়ে গাতের রাজা আখীশের নিকট উপস্থিত হলেন; তিনি মনে করলেন যে শৌলের অধিকারভূক্ত এলাকা হতে তার লোকদের শত্রুদের মধ্যে অধিক নিরাপত্তা রয়েছে। কিন্তু আখীশকে জানান হল যে দায়ূদ সেই ব্যক্তি যে কয়েক বৎসর পূর্বে পলেষ্টীয়দের বীরকে হত্যা করেছিলেন। যিনি ইস্রায়েলদের শত্রুদের মধ্যে আশ্রয় কামনা করেছিলেন এখন তিনি একটি মহাবিপদে পড়লেন। কিন্তু উন্মাদনার ভান করে তিনি তার শত্রুদের প্রতারণা করলেন ও পালিয়ে গেলেন। PPBeng 478.3

নোবে ঈশ্বরকে সন্দেহ করা ছিল দায়ূদের প্রথম ভুল; তার দ্বিতীয় ভুল হল আখীশকে প্রতারণা করা। যখন তার উপরে বিপদের পর বিপদ ঘনিয়ে আসতে থাকল, তার বিশ্বাস দুর্বল হয়ে পড়ল এবং মানবিক দুর্বলতা তাকে পেয়ে বসল । প্রত্যেক মানুষের মধ্যেই তিনি একজন গুপ্তচর ও বিশ্বাস ঘাতককে দেখতে পেতেন। তিনি যখন অত্যাচারিত হয়েছিলেন ও তাকে যখন অনবরত খুঁজে বেড়ানো হয়েছিল, তখন হতঃবস্তুতা ও দুঃখ তার স্বর্গীয় পিতাকে তার দৃষ্টি হতে লুকিয়ে ফেলেছিল। PPBeng 478.4

ঈশ্বরের সন্তানদের প্রত্যেক ব্যর্থতা বিশ্বাসের দুর্বলতার ফল। যখন আত্মার উপর সন্দেহের ছায়া ঘনিয়ে আসে, তখন আমাদের ঊর্ধ্বলোকের দিকে দৃষ্টি প্রসারিত করা প্রয়োজন; অন্ধকারের ওপারে আলো লুকিয়ে রয়েছে। ঈশ্বরকে সন্দেহ করা দায়ূদের উচিত হয় নি। তিনি ছিলেন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। যে যাতনা-দায়ক অবস্থাতে তিনি পতিত হয়েছিলেন, সেখান হতে যদি তার দৃষ্টি সরিয়ে নিয়ে তিনি ঈশ্বরের গৌরব ও ক্ষমতার প্রতি মনোনিবেশ করতেন, তাহলে মৃত্যুচ্ছায়ার উপত্যকায়ও তিনি শান্তি লাভ করতে পারতেন । PPBeng 478.5

যিহূদার পর্বতরাজির মধ্যে দায়ূদ আশ্রয়ের সন্ধান করলেন। তিনি পালিয়ে অদুল্লমের গুহাতে আশ্রয় নিলেন, অদুল্লম এমন একটা গুহা ছিল যেখান হতে একটি ছোট্ট সৈন্যদল একটি বিরাট সৈন্যদলের মোকাবেলা করতে পারত। “আর তাঁহার ভাইয়েরা ও সমস্ত পূর্বপুরুষ তাহা শুনিয়া সেই স্থানে তাহার নিকটে নামিয়া গেল।” দায়ূদের সাথে আত্মীয়তার জন্য শৌলের অযৌক্তিক সন্দেহ তাদের উপর পড়তে পারে এই চিন্তায় দায়ূদের কোন আত্মীয়-স্বজনই নিরাপদ বোধ করছিলেন না। যে সংবাদ সমস্ত ইস্রায়েলদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এখন তারা জানতে পারলেন যে ঈশ্বর দায়ূদকে ভবিষ্য রাজা মনোনীত করেছেন। তারা বিশ্বাস করলেন যে তারা দায়ূদের সাথেই নিরাপদ থাকবেন । PPBeng 479.1

অদুল্লমের গুহায় সমস্ত পরিবার সহানুভূতি ও প্রেমে পরস্পরের সন্নিকটে এলেন। যিশয়ের ছেলে বীণা দ্বারা মধুর সুর লহরীর সৃষ্টি করতে পারতেন। তিনি আপন ভাইদের সন্দেহের স্বীকার হয়েছিলেন; আর যে ঐক্য এখন ঐ সন্দেহের স্থান দখল করল তা নির্বাসিতের জীবনে আনন্দ বয়ে আনল । PPBeng 479.2

অনেকে ইস্রায়েলের রাজার উপর তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছিল, কেননা তারা দেখতে পারল যে তিনি আর ঈশ্বরের আত্মার পরিচালনার অধীন ছিলেন না। “আর ক্লিষ্ট, ঋণী ও তিক্ত প্রাণা সমস্ত লোক তাঁহার নিকটে একত্র হইল, আর তিনি তাহাদের সেনাপতি হইলেন; এইরূপে অনুমান চারশত লোক তাঁহার সঙ্গী হইল।” এখানে দায়ূদের একটি ছোট রাজ্য সৃষ্টি হল, এবং এর মধ্যে নিয়ম তান্ত্রিকতা ও শৃঙ্খলা বিরাজ করছিল। কিন্তু তিনি কোন নিরাপত্তা বোধ করছিলেন না, কারণ তিনি প্রায়ই প্রমাণ পেতেন যে, রাজা তার হত্যার পরিকল্পনা ত্যাগ করেন নি । PPBeng 479.3

সদাপ্রভুর ভাববাদীর নিকট হতে একটি বিপদের সংকেত লাভ করার পর তিনি তার গোপন স্থান ত্যাগ করে হেরতের জঙ্গলে পালিয়ে গেলেন । দায়ূদকে ঈশ্বর একজন বিজ্ঞ সেনাপতি ও একজন ন্যায়বান ও দয়ালু রাজা বানাবার জন্য সব শিক্ষা দিচ্ছিলেন। PPBeng 479.4

শৌল অদুল্লমের গুহাতে দায়ূদকে ফাঁদে ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন জানা গেল যে দায়ূদ তার আশ্রয় স্থান ত্যাগ করে চলে গেছেন, তখন রাজা খুবই ক্রোধান্বিত হলেন। দায়ূদের পালিয়ে যাওয়া তার নিকট একটু রহস্যজনক মনে হল। তার শিবিরের মধ্যে কোন বিশ্বাসঘাতক কি যিশয়ের ছেলেকে তার পরিকল্পনা জানিয়ে দিয়েছিল! PPBeng 480.1