Go to full page →

শত্রু মনোভাবাপন্ন জাতিরা দায়ূদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় PPBeng 518

তারপর চতুপার্শ্বের জাতিরা দায়ূদের বিরুদ্ধে এক বৃহ ঐক্য সৃষ্টি করল, যার ফলে অনেক বৃহ বৃহ যুদ্ধ সংঘটিত হল, এবং দায়ূদের রাজত্ব- কালের বৃহত্তম বিজয়-সমূহ সূচিত হলো, এবং তার ক্ষমতা আরও অধিক প্রসারিত হল। এই শত্রুতামূলক ঐক্য দায়ূদের কোন প্রকার প্ররোচনা ছাড়াই সৃষ্টি হয়েছিল। ঘটনাসমূহ এই ভাবে সংঘটিত হয়। PPBeng 518.3

যিরূশালেমে সংবাদ আসল যে অম্মোনীয়দের রাজা নাহশ মারা গিয়েছেন, দায়ূদ যখন শৌলের ভয়ে পলাতক ছিলেন তখন এই নাহশ তার প্রতি অনেক দয়া দেখিয়েছিলেন। তার বিপদকালে তার প্রতি অনেক দয়া দেখিয়েছিলেন। তার বিপদ কালে তার প্রতি যে সহানুভূতি দেখানো হয়েছিল তার জন্য ধন্যবাদ জানানোর কথা ভেবে দায়ূদ অম্মোনীয়-রাজার ছেলে হানূনের নিকট শোকবার্তা প্রেরণ করলেন। PPBeng 518.4

হানূনের পরিষদরা দায়ূদের শোক-সংবাদের অপব্যাখ্যা করলেন। তাহারা “নিজেদের প্রভু হানুনকে বলিলেন, আপনি কি মনে করিতেছেন যে, দায়ূদ আপনার পিতার সম্মান করে বলিয়া আপনার নিকটে সান্ত্বনাকারিগণকে পাঠাইয়াছে? দায়ূদ কি নগরের খবর লইবার ও নগর পরীক্ষাপূর্বক নষ্ট করিবার জন্য নিজ দাসদিগকে পাঠায় নাই”? কি মহানুভবতার আত্মা দায়ূদকে এই সান্ত্বনাবাণী প্রেরণে অনুপ্রাণিত করেছিল তা তার ধারণাতেও আনতে পারল না । পরিষদদের কথা শুনার পর, হানূন দায়ূদের দূতগণকে গুপ্তচর বলে মনে করলেন এবং তাদের অনেক অপমানজনক ও ঘৃণাপূর্ণ বাক্যে জর্জরিত করলেন। PPBeng 519.1

অম্মোনীয়দের তাদের হৃদয়ের উদ্দেশ্য বাস্তবায়নের অনুমতি দেয়া হয়েছিল যেন দায়ূদের নিকট তাদের আসল চরিত্র প্রকাশ পায়। ঈশ্বরের ইচ্ছা ছিল না যে ইস্রায়েলরা এই পৌত্তলিক জাতির সাথে কোন ঐক্যে পৌছে । PPBeng 519.2

ইস্রায়েলদের প্রতি যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে তার জন্য তারা যে প্রতিশোধ গ্রহণ করতে চেষ্টা নেবে, এই বিষয়ে নিশ্চিত হয়ে অম্মোনীয়েরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। ইস্রায়েলদের ধ্বংস করার জন্য ইউফ্রেটিস নদী ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী জাতিরা অম্মোনীয়দের সাথে এক ঐক্য স্থাপন করল। PPBeng 519.3

যিহূদীরা আক্রান্ত হবার অপেক্ষা করল না। যোয়াবের নেতৃত্বে তারা অম্মোনীয়দের রাজধানীর দিকে যাত্রা করল। প্রথম মোকাবেলায়ই সংযুক্ত সৈন্যদল পরাজিত হল, কিন্তু পরের বসর তারা আবারও যুদ্ধে নিযুক্ত হল । দায়ূদ নিজে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে, ঈশ্বরের অনুগ্রহে, এমন ভাবে শত্রুদের পরাভূত করলেন যে লেবানন হতে ইউফ্রেটিস পর্যন্ত সিরীয়রা শুধু যে যুদ্ধই স্থগিত করল তা নয়, বরং তারা ইস্রায়েলের করদ রাজ্যে পরিণত হল । PPBeng 519.4

যে বিপদ জাতির জন্য ধ্বংসের ভয় ডেকে এনেছিল, তা পরে এটি ইহার মহত্ব বৃদ্ধি পাবার উপায় হয়ে উঠল। ঐ উদ্ধারের স্মরণার্থে দায়ূদ গাইলেন: PPBeng 519.5

“আমার শৈল ধন্য হউন,
আমার ত্রাণের ঈশ্বর উন্নত হউন।
সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন।
তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন ।” PPBeng 519.6

গীতসংহিতা ১৮:৪৬-৪৮।

দায়ূদের সমস্ত গানগুলিতে দায়ূদ ইস্রায়েলদের এই আশ্বাস দিতে চেষ্টা করেছিলেন যে, যীহোবাই হলেন তাদের শক্তি ও তাদের পরিত্রাণকারী: PPBeng 520.1

“ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে
কিন্তু আমরা আমাদের সদাপ্রভুর নামে কীর্ত্তন করিব। PPBeng 520.2

গীতসংহিতা ২০:৭।

অব্রাহামকে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন, ইস্রায়েল সাম্রাজ্য সেই আনুপাতিক প্রসার লাভ করল : “আমি মিসরের... বংশকে দিলাম।” আদিপুস্তক ১৫৪১৮। আশে-পাশের জাতিগণ দ্বারা সম্মানিত ইস্রায়েল এমন এক শক্তিশালী জাতিতে পরিণত হল, যা কোন রাজাই পারেন না, দায়ূদ তাই করতে পারলেন, তিনি আপন লোকদের প্রেম ও বাধ্যতা অর্জন করলেন। তিনি ঈশ্বরকে সম্মান দিয়েছিলেন, এবং এখন ঈশ্বর তাকে সম্মান দান করলেন। কিন্তু বাহ্যিক মহা বিজয়ের সময়ই, দায়ূদ সবচেয়ে অবমাননাকর এক পরাজয় বরণ করলেন ৷ PPBeng 520.3