অব্রাহামকে ঈশ্বর অনেক সম্মান দান করেছিলেন। দূতগণ তার সাথে চলাফেরা করতেন ও কথা বলতেন। যখন সদোমের উপর বিচার নেমে আসছিল, তখন সেই সত্য তার নিকট থেকে লুকানো হয়নি, এবং তিনি পাপীদের পক্ষে ঈশ্বরের নিকট সুপারিশ করতে সুযোগ পেয়েছিলেন। PPBeng 86.4
গ্রীষ্মকালের উত্তপ্ত এক দুপুরে পিতৃকুলপতি আব্রাহাম আপন তাঁবুর দরজায় বসেছিলেন যখন দূরে তিনি তিন জন অতিথি দেখতে পেলেন। তাঁবু পর্য্যন্ত পৌঁছার আগে, আগন্তুকরা থেমে গেলেন। তাকে তাদের অনুরোধ জানানোর অপেক্ষা না করে, অব্রাহাম অত্যন্ত ভদ্রতা সহকারে তাদের অনুরোধ জানালেন যে তারা যেন একটু পানাহারের জন্য বিশ্রাম নিয়ে তাকে সম্মানিত করেন। তিনি নিজ হাতে তাদের জল এনে দিলেন যেন তারা ভ্রমণজনিত তাদের পায়ের ধূলা ধূয়ে ফেলতে পারেন। তিনি তাদের জন্য খাবার এনে দিলেন, এবং যখন তারা শীতল ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন এবং তার আতিথেয়তা গ্রহণ করছিলেন, তখন তিনি সসম্মানে তাদের কাছে দাঁড়িয়ে রইলেন। অনেক বৎসর পরে তার এই কাজকে একজন প্রেরিত এভাবে বর্ণনা করেছেন, “তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না; কেননা তদ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।” ইব্রীয় ১৩:২। PPBeng 87.1
অব্রাহাম তার অতিথিদের মধ্যে মাত্র তিন জন ক্লান্ত পথচারীকেই দেখতে পেয়েছিলেন, তিনি কখনো ভাবতে পারেন নি যে এই তিন জনের মধ্যে সেই একজনও ছিলেন, তিনি নিষ্পাপ হিসাবে যার ভজনা করতে পারেন । কিন্তু এরপর এই তিনজন স্বর্গীয় বাণী বাহকের চরিত্র প্রকাশ পেল। তারা প্রচন্ড ক্রোধ বহন করে চলছিলেন, যদিও অব্রাহামের উপর তারা ঈশ্বরের অনুগ্রহ দেখিয়েছিলেন । প্রতিশোধ গ্রহণে ঈশ্বর কোন আনন্দ পান না । PPBeng 87.2
অব্রাহাম ঈশ্বরকে সম্মান দেখিয়েছিলেন এবং সদাপ্রভু তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করে অব্রাহামকে সম্মান দেখালেন। “আমি যাহা করিব, তাহা কি অব্রাহাম হইতে লুকাইব?” সদাপ্রভু বললেন, “সদোম ও ঘমোরার ক্রন্দন আত্যন্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী; আমি নীচে গিয়া দেখিব, আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্বতোভাবে করিয়াছে কি না; যদি না করিয়া থাকে, তাহা জানিব।” ঈশ্বর সদোমের পাপ সম্বন্ধে জানতেন, কিন্তু তিনি মানুষের মত করে বললেন যেন তাঁর ন্যায় বিচার বুঝা সম্ভব হয়। তিনি অনুসন্ধান পরিচালনার ব্যবস্থার জন্য নিজে যাবেন। যদি তারা স্বর্গীয় অনুগ্রহের সীমার বাইরে না গিয়ে থাকে, তিনি তাদের অনুশোচনা করার সুযোগ দিবেন। PPBeng 87.3
স্বর্গীয় বার্তাবাহকদের দু'জন চলে গেলেন আর অব্রাহাম তার সাথে একা রয়ে গেলেন যাকে এখন তিনি ঈশ্বরের পুত্ররূপে জানলেন। বিশ্বাসপূর্ণ অব্রাহাম সদোমের অধিবাসীদের জন্য অনুরোধ জানালেন। এক সময় তিনি তাদের তলোয়ারের জোরে বাঁচিয়েছিলেন। এখন তিনি তাদের প্রার্থনার মাধ্যমে বাঁচাতে চাইলেন। লোট ও তার পরিজন তখনো সেখানকার বাসিন্দা ছিলেন, এই অব্রাহাম তাদের স্বর্গীয় বিচারের ঝড় হতে বাঁচাতে চেষ্টা করলেন। PPBeng 87.4
অনেক বিনম্র ভাবে তিনি তার অনুরোধ পেশ করলেনঃ “ধূলি ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।” নিজ বাধ্যতার কারণে অথবা যত বলি দিয়েছেন সেগুলির কারণে তিনি অনুগ্রহ দাবী করলেন না। নিজেকে একজন পাপী মনে করে, পাপীদের জন্য তিনি অনুরোধ জানালেন। এতদ্সত্বেও অব্রাহামের এক ছেলে যেমন পিতার কাছে আবদার করে সেই ধরণের আত্ম-বিশ্বাস প্রদর্শন করলেন। যদিও লোট সদোমের অধিবাসী ছিলেন, তথাপি তিনি ঐ স্থানের অন্যান্য অধিবাসীদের সহিত অন্যায়- অপরাধে অংশ নেন নি। অব্রাহাম ভেবেছিলেন যে এত জনবহুল একটি শহরে নিশ্চয়ই সত্য ঈশ্বরের আরাধনাকারী অন্যান্য লোকও আছেন। তিনি অনুরোধ জানালেন, “দুষ্টের সহিত ধার্মিককেও বিনাস করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক; সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না?” যখন তার অনুরোধ রক্ষা করা হল তখন তিনি নিশ্চিত হলেন যে যদি ওখানে দশজন ধার্মিকও পাওয়া যায়, তবে ঐ শহরটি রক্ষা করা হবে । PPBeng 88.1
সদোমের জন্য অব্রাহামের প্রার্থনা আমাদের এই শিক্ষা দেয় যে, আমরা পাপের প্রতি ঘৃণা পোষণ করব, কিন্তু পাপীদের প্রতি অনুকম্পা ও প্রেম পোষণ করব। আমাদের চতুর্দিকে অনেক আত্মা ধ্বংসের অতল গহবরে ডুবে যাচ্ছে। প্রতি ঘন্টায় কিছু কিছু লোক অনুগ্রহের আওতার বাইরে চলে যাচ্ছে। কোথায় সেই অনুরোধের আওয়াজ যা পাপীদের ভয়ঙ্কর ধ্বংস হতে পালাতে বলবে? কোথায় সেই সকল লোক যারা তার জন্য ঈশ্বরের নিকটে অনুরোধ জানাচ্ছেন? PPBeng 88.2