Go to full page →

যাকোবের পড়ন্ত বেলা (শেষ জীবন) PPBeng 162

তাদের আগমনের কিছু দিনের মধ্যেই যোষেফ তার পিতাকে রাজার সামনে উপস্থিত করল। গোত্রপতি রাজ দরবারে নিয়ম-কানুনে অনঅভিজ্ঞ ছিলেন; কিন্তু প্রকৃতির মনোরম পরিবেশে তিনি আরো অধিক শক্তিশালী সম্রাটের সহিত যোগাযোগ রাখতেন। সুতরাং এখন সচেতন শ্রেষ্ঠতার সহিত তিনি হাত উঠিয়ে ফরৌণকে আশীর্বাদ করলেন। PPBeng 162.3

যোষেফের সহিত প্রথম সাক্ষাতের সময় যাকোব এমন ভাবে কথা বলেছিলেন যে তার এই দীর্ঘ উৎকণ্ঠা ও দুঃখের আনন্দপূর্ণ অবসানের পরে তিনি মরতে প্রস্তুত । কিন্তু গোশনের শান্ত-স্নিগ্ধ পরিবেশে তাকে আরো সতেরটি অতিরিক্ত বসর দান করা হল। পূর্বের বৎসরগুলির তুলনায় এগুলি ছিল খুবই সুখকর । তিনি তার ছেলেদের মধ্যে সত্যিকার অনুতাপের চিহ্ন দেখতে পেলেন; একটি মহাজাতি উৎপন্ন করতে যে অবস্থা প্রয়োজন সেই সমস্ত অবস্থা দ্বারা তিনি তার পরিবারকে পরিবেষ্টিত দেখতে পেলেন; এবং কনানে স্থাপিত হওয়ার নিশ্চিত প্রতিজ্ঞাকে বিশ্বাসের মাধ্যমে তিনি বুঝতে সক্ষম হলেন। আর মিসরের প্রধান মন্ত্রীর প্রেমের যে চিহ্ন ও অনুগ্রহ প্রকাশ করা সম্ভব ছিল তা দিয়ে তিনি সর্বদা বেষ্টিত ছিলেন । PPBeng 162.4