Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    একমাত্র খ্রীষ্টই মানবের বিচার করিতে পারেন

    মানবজাতির মস্তকস্বরূপ হইবার ও মানবজাতির যে সকল পরীক্ষার সম্মুখীন হইতে ও ক্লেশ ভোগ করিতেই হইবে, সে সকল পরীক্ষার সম্মুখীন হইবার ও ক্লেশ সহ্য করিবার জন্য খ্রীষ্ট নিজেকে অবনত করিয়াছিলেন । কারণ কি ভাবে পরিক্ষীতদিগের সাহায্য করিতে হইবে, তাহা যেন তিনি ভালরুপে জানিতে পারেন, তজজন্য স্বর্গভ্রষ্ট মহান শত্রু মানবজাতির নিকটে যে সকল পরীক্ষা আনয়ন করিবে, তৎসম্বন্ধে তাঁহার জানা আবশ্যক ।CCh 233.2

    খ্রীষ্টকে আমাদের বিচারকর্ত্ত করা হইয়াছে । পিতা বিচারক নহেন । দূতগণও নহেন । যিনি নিজে মানব দেহ ধারণ করিয়া এই পাপ জগতে সিদ্ধ জীবন যাপন করিলেন, তিনিই আমাদের বিচার করিবেন । হাঁ, একমাত্র তিনিই আমাদের বিচারক হইতে পারেন । ভ্রাতৃগণ আপনারা কি ইহা স্মরণে রাখিবেন ? পুরোহিতগণ আপনারা কি ইহা স্মরণে রাখিবেন ? মাতারা ও পিতারা আপনারা কি ইহা স্মরণে রাখিবেন ? খ্রীষ্ট যেন আমাদের বিচারকর্ত্তা হইতে পারেন, তজজন্য তিনি মানবদেহ ধারণ করিলেন । অন্যের বিচার করিবার জন্য আপনাদের কাহাকেও নিযুক্ত করা হয় নাই । আপনারা কেবল নিজেদিগকে শৃঙ্খলার মধ্যে আনিতে পারেন । খ্রীষ্টের নামে দোহাই দিয়া আমি আপনাদিগকে অনুনয় বিনয় সহকারে বলিতেছি, আপনারা খ্রীষ্টের উপদেশে মনোনিবেশ করুণ— নিজেদিগকে কখনই বিচারাসনে উপবিষ্ট করিবেন না । প্রতি দিন আমার কর্ণকুহরে এই বার্তা প্রতিধ্বনিত হইতেছে : — “বিচারসন হইতে নামিয়া আইস । নম্রতা সহকারে নামিয়া আইস।”109T 185, 186;CCh 233.3

    সকল পাপকে ঈশ্বর সমান চক্ষে দেখেন না ; সসীম মানব যেমন, তিনিও তেমনি পাপের তারতম্য করিয়া থাকেন । কিন্ত মানব-চক্ষে এই পাপটী কিংবা ঐ পাপটী যতই নগণ্য বলিয়া মনে হউক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে কোন পাপই ক্ষুদ্র নহে । মানব-চক্ষে যে পাপটী ক্ষুদ্র বলিয়া বিবেচিত হয়, হইতে পারে সেই পাপটীকে ঈশ্বর মহা অপরাধ বলিয়া গণ্য করেন । মাতালকে সকলেই ঘৃণা করে, এবং বলিয়া থাকে যে, তাহার ঐ পাপের জন্য সে স্বর্গে যাইতে পারিবে না । পক্ষান্তরে অহংকার, স্বার্থপরতা, ও লোভ সম্বন্ধে কোন তিরস্কার বাক্যই বলা হয় না । কিন্ত এ সকলই ঈশ্বরের দৃষ্টিতে গুরুতর ঘৃণা-জনক পাপ । তিনি “অহংকারীগণের প্রতিরোধ করেন,” আর পৌল বলেন, “লোভ এ-ত প্রতিমা পূজা ।” প্রতিমাপূজার বিরুদ্ধে ঈশ্বরের বাক্যে যে ভীতি প্রদর্শন করা হইয়াছে, তৎসম্বন্ধে যাহারা অবগত আছে, এই পাপের গুরুতর অপরাধের বিষয় তাহারা তৎক্ষণাৎ উপলব্দি করিতে পারিবে ।”115T 337.CCh 234.1