Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    মণ্ডলী-মধ্যস্থ দরিদ্রগণের প্রতি আমাদের কর্ত্তব্য

    আমাদের পরিসীমার মধ্যে সচরাচর দুই শ্রেণীর দরিদ্র দেখিতে পাওয়া যায়— এক শ্রেণীর লোকেরা স্বেচ্ছামতে চলিয়া নিজেদের অনিষ্ট সাধন করে ও উত্তরোত্তর আজ্ঞা লঙ্ঘন করিতে থাকে ; আর এক শ্রেণীর লোক সত্যের জন্য দুরবস্থার মধ্যে পড়ে । আমাদের প্রতিবেশীগণকে আত্মতুল্য প্রেম করিতে হইবে এবং পরে এই উভয় শ্রেণীর লোকদের প্রতি যাহা ন্যায্য, সদ্জ্ঞানে পরিচালিত হইয়া তাহাই করিতে হইবে ।CCh 237.2

    সদাপ্রভুর দরিদ্রগণ সম্বন্ধে কোন প্রশ্নই উঠিতে পারে না । তাহাদের উপকারের নিমিত্ত প্রত্যেক ক্ষেএেই তাহাদিগকে সাহায্য করিতে হইবে ।CCh 237.3

    ঈশ্বর চাহেন, যেন তাঁহার প্রজাগণ পাপ জগতের কাছে প্রকাশ করে যে, তিনি তাহাদিগকে বিনাশের জন্য ফেলিয়া রাখেন নাই । সত্যের জন্য গৃহ হইতে বিতাড়িত হইয়া যাহারা ক্লেশ ভোগ করিতে বাধ্য হইয়াছে, তাহাদের সাহায্যের নিমিত্ত সবিশেষ চেষ্টা ও কষ্ট স্বীকার করিতে হইবে । উত্তরোত্তর এমন মহৎ, ও প্রশস্ত ও উদার অন্তঃকরণের লোকের প্রয়োজন হইবে, তাহাদের সাহায্যের জন্য তৎপর হইবে । ঈশ্বরের প্রজগণের মধ্যে যাহারা দীন-দরিদ্র, আবশ্যকানুযায়ী তাহাদিগকে অন্ন বস্ত্র যোগাইতে হইবে । তাহাদের জীবন ধারণের জন্য কোন না কোন উপায় উদ্ভাবন করিতে হইবে । কাহাকেও কাহাকেও কাজ শিখাইতে হইবে । অন্য যাহারা কঠোর পরিশ্রম করিয়া, অথবা যথাসাধ্য ক্লেশকর কার্য্য সম্পাদন করিয়াও পরিবার প্রতিপালন করিতে পারিতেছে না, তাহাদিগকে বিশেষ সাহায্যের প্রয়োজন । এই সকল ক্ষেত্রে আমাদের সবিশেষ অনুরাগ দেখাইতে এবং তাহারা করিতে যেন কোন উপযুক্ত চাকুরী পাইতে পারে, তজজন্য সাহায্য করিতে হইবে । যে সকল সুযোগ্য দরিদ্র পরিবার ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের সাহায্যের জন্য কোন মূলধন থাকা বিধেয় ।CCh 238.1

    যাহারা ঈশ্বরকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা সকল পালন করে, তাহাদের মধ্যে কেহ কেহ ঘটনাচক্রে দরিদ্র হইয়া পড়ে । কেহ কেহ বা সতর্কতার সহিত বিষয় কর্ম্ম চালাইতে পারে না । আবার কেহ কেহ বা সতর্কতার সহিত বিষয় কর্ম্ম চালাইতে পারে না । আবার কেহ কেহ বা অসুস্থতা, অথবা অন্য কোন দুর্ভাগ্য বশতঃ দরিদ্র হইয়া পড়ে । যে কোন কারণেই হউক না কেন, তাহারা অভাবগ্রস্ত বলিয়া তাহাদের সাহায্য করা মিশনারী কার্য্যের একটী অত্যাবশ্যক অঙ্গ ।CCh 238.2

    যে কোন স্থানেই মণ্ডলী গঠিত হউক না কেন, সেই স্থানের অভাবগ্রস্ত বিশ্বাসীবর্গের জন্য বিশস্তভাবে কার্য্য করা মণ্ডলীর সভ্যগণের অবশ্য কর্ত্তব্য । কিন্ত তাহাদের কেবল এই স্থানেই ক্ষান্ত থাকা কর্ত্তব্য নহে । জাতি-ধর্ম্ম-নির্ব্বিশেষে অন্যের সাহায্য করা কর্ত্তব্য । কারণ এইরূপ কার্য্যের ফলে, ইহাদের মধ্যে অনেকে বর্ত্তমান যুগের বিশেষ সত্য সমূহ গ্রহণ করিবে ।76T 269-271;CCh 238.3