Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পবিত্র আত্মা যুগান্ত পর্য্যন্ত সঙ্গে থাকিবেন

    খ্রীষ্ট ঘোষণা করিয়াছিলেন যে, ঐশ্বরিক আত্মার প্রভাব শেষ পর্যন্ত তাঁহার অনুগামীগণের সহিত বিদ্যমান থাকিবে । কিন্তু যে ভাবে এই প্রতিজ্ঞার মূল্যাবধারণ করা উচিত ছিল, সে ভাবে করা হয় না ; এই জন্য ইহার পূর্ণতা যে ভাবে দেখা যাইতে পারিত, সে ভাবে দেখা যাইতেছে না । পবিত্র আত্মা দানের প্রতিজ্ঞা এমন একটী বিষয়, যাহার সম্বন্ধে অতি অল্পই চিন্তা করা হয় ; আর ইহার ফল কেবল হইতে পারে,—আধ্যাত্মিক শুষ্কতা, আধ্যাত্মিক অন্ধকার, আধ্যাত্মিক অবনতি ও মৃত্যু । নগণ্য বিষয় সমূহে মনোনিবেশ দেখা যাইতেছে এবং ঐশ্বরিক শক্তি—যাহা মণ্ডলীর শ্রীবৃদ্ধির ও উন্নতির জন্য আবশ্যক এবং যাহা ইহার সঙ্গে সঙ্গে অন্যান্য আশির্ব্বদ সমূহ আনয়ন করিবে —তাহা অশেষ প্রচুররুপে দান করিবার অঙ্গীকার থাকিলেও তাহার অভাব দেখা যাইতেছে ।CCh 301.2

    সুসমাচার প্রচার কার্য্য এত শক্তিহীন হইবার মুখ্য কারণ,—পবিত্র আত্মার অভাব । বিদ্যা, ধীশক্তি, বাগ্মিতা ও প্রত্যেক প্রকারের স্বাভাবিক কিংবা অর্জিজত প্রতিভা থাকিতে পারে ; কিন্তু ঈশ্বরের আত্মার উপস্থিতি না থাকিলে, কোন হৃদয় স্পর্শ হইবে না, কোন পাপীর মন পরিবর্ত্তিত হইবে না । অন্য পক্ষে, তাহারা যদি খ্রীস্টের সহিত সম্মিলিত থাকে, তাহারা যদি পবিত্র আত্মার দান প্রাপ্ত হয়, তাহা হইলে তাঁহার সর্ব্বাপেক্ষা দীন ও সর্ব্বাপেক্ষা অশিক্ষিত শিষ্যগণও এমন এক শক্তি পরিহিত হইবে, যদ্দারা হৃদয়ের পরিবর্ত্তন সাধিত হইবে । বিশ্বমণ্ডলে সর্ব্বাপেক্ষা শক্তিশালী প্রভাব বিস্তারের নিমিত্ত ঈশ্বর তাহাদিগকে প্রণালী সদৃশ করিবেন ।CCh 302.1

    সত্য সম্বন্ধে মহাপরাক্রমে সাক্ষ্য দিবার নিমিত্ত শিষ্যগণ উদ্যোগে উদ্দীপিত হইয়াছিলেন । মুক্তি-প্রেমের কাহিনী, খ্রীস্টের জীবন-চরিত, ও তাঁহার ক্রুশের উপাখ্যান অন্যকে জানাইবার দৃঢ়সঙ্কল্পে আমাদের হৃদয় কি উদ্দীপিত হওয়া কর্ত্তব্য নহে ? অবিরত ব্যাকুল প্রার্থনার উত্তরস্বরূপ আজও কি ঈশ্বরের আত্মা আসিবেন না, এবং সুসমাচার প্রচার কর্য্যের জন্য মানবকে তাঁহার শক্তিতে পুর্ণ করিবেন না ? তাহা হইলে, মণ্ডলী এত দুর্বল ও পবিত্র আত্মাহীন কেন ? 48T 21, 22 ;CCh 302.2

    আমাদের মণ্ডলী সমূহের মধ্যে বর্ত্তমানে যেরূপ অবস্থা দেখা যায়, মণ্ডলীর সভ্যগণের মন পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হইলে বাক্যে, সেবাকার্য্যে ও আধ্যাত্মিকতায় তদপেক্ষা অধিকতর উন্নত এক আদর্শ দেখা যাইবে । মণ্ডলীর সভ্যগণ জীবন-জলে সতেজ হইবে, শ্রমিকগণ এক নেতৃত্বে, এমন কি খ্রীস্টের নেতৃত্বে কার্য্য করিয়া তাহাদের গুরুকে আত্মায়, বাক্যে, ও কার্য্যে প্রকাশ করিবে এবং যে মহৎ ও অন্তিম কার্য্যে আমরা নিযুক্ত, তাহা পরিসমাপ্তির জন্য একজন অন্যকে উৎসাহিত করিবে । একতা ও প্রেম সুষ্ঠু ভাবে বৃদ্ধি পাইতে থাকিবে, যদ্দ্বারা জগতের লোকেরা জানিতে পারিবে যে, পাপীর মুক্তির জন্য ঈশ্বর তাঁহার পুত্রকে মৃত্যুভোগ করিতে এই জগতে প্রেরণ করিয়াছিলেন । ঐশ্বরিক সত্য গৌরবান্বিত হইবে, আর ইহা জ্বলন্ত প্রদীপের ন্যায় দীপ্তি দিতে থাকিবে বলিয়া আমরা ইহা অধিকতর স্পষ্ট রূপে বুঝিতে পারিব ।58T 211 ;CCh 302.3

    আমাকে দেখান হইয়াছিল যে, ঈশ্বরের লোকেরা নিজেরা যদি কোন চেষ্টা না করে, কিন্তু পবিত্র আত্মা তাহাদের মধ্যে আসিয়া তাহাদের অপরাধ দূর করিয়া দিবেন ও তাহাদের ভুল সংশোধন করিবেন,—তাহারা যদি এই অপেক্ষায় বসিয়া থাকে ; পবিত্র আত্মা তাহাদিগকে মাংসের ও আত্মার মালিন্য হইতে শুচি করিবেন এবং তৃতীয় দূতের উচ্চরবে নিয়োজিত হইবার যোগ্য করিবেন,—তাহারা যদি কেবল ইহারই উপরে নির্ভর করে, তবে তাহারা লঘুরূপে নির্ণীত হইবে । ঈশ্বর যাহা করিতে আদেশ দিয়াছেন, তাহা করিয়া, যথা— মাংসের ও আত্মার মালিন্য হইতে নিজেদিগকে শুচি করিয়া এবং ঈশ্বর-ভয়ে পবিত্রতা সিদ্ধ করিয়া যাহারা নিজেদিগকে পবিত্র আত্মার জন্য প্রস্তুত করিয়াছে, তাপশান্তি বা ঈশ্বরের শক্তি কেবল তাহাদেরই উপরে আসিবে ।61T 619.CCh 303.1