Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    প্রস্তুত হওনের বিধি

    প্রভুর ভোজের নিমিত্ত প্রস্তুত হওনার্থে খ্রীষ্ট এই বিধিটী স্থাপন করিয়াছিলেন । অহঙ্কার, বিবাদ-বিসংবাদ ও প্রভুত্ব লাভের জন্য মনের মধ্যে বিদ্বেষ পোষণ করিয়া রাখিলে, হৃদয়ে খ্রীষ্টের সহভাগিতা লাভ করা যায় না । আর আমরা তাঁহার দেহ ও তাঁহার রক্ত গ্রহণের উৎসব পালনের জন্য প্রস্তুত হইতে পারি না । এই জন্যই যীশু নম্রতার স্মৃতি-বিধানটী স্থাপন করিয়াছিলেন, যেন প্রভুর ভোজ গ্রহনের পূর্ব্বে প্রথমেই উহা পালিত হয় ।CCh 322.2

    ঈশ্বরের সন্তানগণ যখনই এই বিষয়টী পালনার্থে সমবেত হইবে, জীবনের ও গৌরবের প্রভুর এই বাক্যগুলি তখনই তাহাদের স্মরণে আনিতে হইবে, যথাঃ— “আমি তোমাদের প্রতি কি করিলাম, জান ? তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাক, কেননা আমি সেই । ভাল, আমি গুরু ও প্রভু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ান উচিত । কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি, তোমরাও তদ্রূপ কর । সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণ কর্ত্তা হইতে বড় নয় । এ সকল যখন তোমরা জান, ধন্য তোমরা যদি এসকল পালন কর ।” যোহন (১৩:১২-১৭ ।)CCh 323.1

    মনুষ্য স্বভাবতঃ নিজেকে অন্য অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করে, নিজের জন্য কার্য্য করে ও উচ্চতম পদ লাভের চেষ্টা করে ; আর ইহাতে প্রায়ই কুসন্দেহের ও তিক্ত ঈর্ষ্যার সৃষ্টি হয় । প্রভুর ভোজের পূর্ব্বে উক্ত বিধিটী পালনের দ্বারা এই সকল ভুলভ্রান্তি, বিদূরিত হয় ; আত্মম্ভরিতা ত্যাগ করিয়া লোকেরা নিঃস্বার্থ ও অমায়িক হইয়া বিনম্রমনে পর সেবায় রত হয় ।CCh 323.2

    স্বর্গাগত পবিত্র প্রহরী এই পবিত্র সভায় উপস্থিত থাকিয়া সকলের হৃদয় অনুসন্ধান করেন, সকলের পাপ দেখাইয়া দেন ও সকল্কে পাপের ক্ষমা সম্বন্ধে আশ্বাস দান করেন । স্বার্থপরতারূপ প্রবাহের মধ্য দিয়া যে সকল চিন্তাধারা প্রবাহিত হয়, তাহার পরিবর্ত্তনের জন্য অনুগ্রহে ভরপূর হইয়া খ্রীষ্ট তথায় উপস্থিত থাকেন । যাহারা তাহাদের প্রভুর দৃষ্টান্তের অনুসরণ করে, পবিত্র আত্মা তাহাদের অনুভবশক্তিসমূহ পুনর্জীবিত করেন । ত্রাণকর্ত্তা আমাদের নিমিত্ত যে নতি স্বীকার করিয়াছিলেন, তাহা স্মরণকালে, চিন্তার সহিত চিন্তা সংযোজিত হয় ; ঈশ্বরের মহা উত্তমতার স্মৃতি-সমূহ, এবং পার্থিব বন্ধুগণের দয়া ও কোমলতা একের পর এক মানসপটে জাগিয়া উঠে ।CCh 323.3

    এই বিধিটীর যথাযথরূপে প্রতিপালিত হইলে, পরস্পরের সাহায্যের ও সুখের জন্য ঈশ্বরের সন্তানগণ এক পবিত্র সম্বন্ধে আবদ্ধ হয় । তাহারা এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয় যে, তাহারা তাহাদের জীবন নিঃস্বার্থ সেবাকার্য্যে ব্যয় করিবে, আর ইহা কেবল তাহাদের পরস্পরের জন্য নহে । কিন্তু তাহাদের কার্য্য ক্ষেত্র, তাহাদের গুরুর কার্য্য ক্ষেত্রের ন্যায় সুবিস্তৃত । যাহাদের সেবার প্রয়োজন, এরূপ লোকের দ্বারা জগৎ পরিপূর্ণ । দরিদ্র, নিঃসহায় ও অজ্ঞলোক সর্ব্বত্রই বিদ্যমান । উপরিস্থ কুঠুরিতে যাঁহারা খ্রীষ্টের সহিত পবিত্র প্রভুরভোজ গ্রহণ করিয়াছেন, তাঁহারা তাঁহার ন্যায় পর সেবায় রত থাকিবেন ।CCh 324.1

    সর্ব্ব-পূজ্য যীশু, সকলের দাস হইবার জন্য অবণীতে অবতীর্ণ হইয়াছেলেন । আর তিনি সকলের পরিচর্য্যা করিয়াছিলেন বলিয়াই তিনি পুনরায় সকলের দ্বারা সেবিত ও পূজিত হইবেন ; এবং যাহারা তাঁহার ঐশ্বরিক স্বভাবের সহভাগী হইবে এবং আত্মাসমূহকে মুক্ত দেখিয়া যাহারা তাঁহার আনন্দের সহভাগী হইবে, তাহাদের তাঁহার নিঃস্বার্থ সেবাকার্য্যের দৃষ্টান্তের অনুসরণ করিতেই হইবে ।CCh 324.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents