Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    সেরা গ্রন্থ

    অবসর সময়ে কে কি প্রকার ধরণের পুস্তক পাঠ মনোনীত করে, তদ্দৃষ্টে তাঁহার ধর্ম্ম অভিজ্ঞতার স্বরূপ প্রকাশিত হয়। মানসিক অবস্থা সতেজ রাখিবার ও নিখুঁত ধর্ম্মনীতি পালন করিবার জন্য ঈশ্বররে বাক্যের মাধ্যমে যুবকযুবতীর ঈশ্বরের সহিত যোগাযোগ রক্ষা করিয়া জীবন যাপন করা আবশ্যক। উন্নততর ও উৎকৃষ্টতর জীবন যাপনার্থে বাইবেল আমাদের পথ প্রদর্শক, এবং ইহা আমাদিগকে দেখাইয়া দিতেছে যা, খ্রীষ্টের দ্বারাই পরিত্রাণ। যাহা কিছু লিখিত হইয়াছে, তন্মধ্যে বাইবেলেরCCh 436.2

    ইতিহাস ও জীবনবৃত্তান্ত সর্ব্বাপেক্ষা অধিকতর চিত্তাকর্ষক ও শিক্ষামূলক। বাজে গল্প-পুস্তক পাঠের দ্বারা যাঁহাদের কল্পনাশক্তি বিকৃত হয় নাই, তাঁহারাই বাইবেলকে সর্ব্বাপেক্ষা হৃদয়গ্রাহী গ্রন্থ বলিয়া মনে করিবেন।CCh 437.1

    বাইবেল সকল গ্রন্থের সেরা। আপনি যদি ঈশ্বরের বাক্যকে প্রেম করেন, ইহার বহুমূল্য ধনের অধিকারী হইবার নিমিত্ত সুযোগমতে উহার অনুসন্ধান করেন এবং সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজিজত হন, তাহা হইলে আপনি এই বিষয়ে সুনিশ্চিত হইতে পারিবেন যে, যীশু আপনাকে তাঁহার নিকটে আকর্ষণ করিতেছেন। কিন্তু খ্রীষ্টের দাবীদাওয়া পালনার্থে তাঁহার শিক্ষামালা হৃদয়ঙ্গম করিবার চেষ্টা না করিয়া আপনি যদি অনাবিষ্ট চিত্তে শাস্ত্রপাঠ করেন, তবে তাহা যথেষ্ট নহে। ঈশ্বরের বাক্যে অমূল্য নিধি রহিয়াছে, সত্যের খনির সুড়ঙ্গ পথে বহু নিম্নে গমন করিয়াই ইহা আবিস্কার করা যায়।CCh 437.2

    মাংসিক মন সত্য অগ্রাহ্য করে, কিন্তু যে মানব প্রকৃত খ্রীষ্টীয়ান তাহার জীবনে এক অদ্ভুত পরিবর্ত্তন পরিদৃষ্ট হয়। বাইবেকের সত্যগুলি পাপীর পাপ দেখাইয়া দেয় বলিয়া পুর্ব্বে সে যে বাইবেলকে অশ্রদ্ধা করিত, পরিবর্ত্তনের পর এক্ষণে সেই বাইবেল তাঁহার আত্মার খাদ্য, জীবনের আনন্দ অ সান্ত্বনা হইয়া দাঁড়াইয়াছে। ধার্ম্মিকতার সূর্য্য ইহার পবিত্র পৃষ্ঠাগুলি আলোকিত করিতেছেন এবং পবিত্র আত্মা এই সকল পৃষ্ঠার মধ্য দিয়া মানবের নিকটে কথা বলিতেছেন।CCh 437.3

    নগণ্য পুস্তকাদি পাঠে যাহাদের অনুরাগ ছিল, এক্ষণে তাহারা সকলে ভাববাণীর দৃঢ়তর বাক্যে মনোনিবেশ করুক। আপনাদের বাইবেল লইয়া নূতন উদ্যমে পুরাতন ও নূতন নিয়মদ্বয়ের পবিত্র লেখনী-গুলি অধ্যয়ন করিতে আরম্ভ করুন। অপনারা যত ঘন ঘন ও যত অধিকতর অধ্যবসায় সহকারে বাইবেল অধ্যয়ন করিবেন, ইহা আপনাদের নিকট তত অধিকতর সুন্দর বলিয়া প্রতীয়মান হইবে এবং বাজে পুস্তক পাঠের স্পৃহা তত অধিকতর কমিয়া যাইবে। এই অমূল্য গ্রন্থখানি আপনি আপনাদের অন্তরে বাঁধিয়া রাখুন। ইহা আপনার এক বন্ধু ও এক চালক হইয়া উঠিবে।8MYP 273, 274.CCh 437.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents