Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    কেবল আত্ত-সমালোচনাই বাস্তব-লাভ জনক

    অন্যের দোষত্রুটীর বিষয় সমালোচনা না করিয়া খ্রীষ্টীয়ান নামে পরিচিত সকল খ্রীষ্টীয়ানই যদি কোন্ মন্দগুলি সংশোধন করা তাহাদের প্রয়োজন তাহা দেখিবার জন্য অনুসন্ধান করিবার শক্তি ব্যবহার করিত, তাহা হইলে অধুনা মণ্ডলীর অবস্থা অধিকতর সন্তোষজনক হইত । প্রভূ যখন তাঁহার রত্নসমূহকে -- সত্য, সরল ও সৎ লোকদিগকে সংগ্রহ করিবেন, তখন তিনি তাহাদিগকে দেখিয়া আনন্দিত হইবেন । এইরূপ লোকদিগের জন্য মুকুট প্রস্তুত করণার্থে দূতগণ নিয়োজিত আছেন, আর তারকা-রত্ন-খচিত এই সকল মুকুটে ঈশ্বরের সিংহাসন নির্গত এক উজ্জ্বল জ্যোতি প্রতিভাত হইতে থাকিবে।CCh 451.3

    সদাপ্রভু স্বীয় প্রজাগণকে পরীক্ষা করিতেছেন বাজাইয়া লইতেসেন। আপনার নিজের দোষের বিষয় আপনি যতটা ইচ্ছা করেন, ততটা কঠোর দোষগ্রাহী হইতে পারেন; কিন্তু অন্যের প্রতি সদয়। কৃপবান ও ভদ্র হইবেন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করিবেনঃ- আমি কি অন্তরের অন্তসম্বল পর্যন্ত নিখুঁত, অথবা আমি প্রঞ্চচক ? এই বিষয়ে সকল প্রঞ্চচক হইতে ঈশ্বর যেন আমাক রক্ষা করেন, তজজন্য অনুন্য বিনয় পূর্বক প্রার্থনা করুন। যেহেতু ইহাতে শাশ্বত স্বার্থ জড়িত রইয়াছে। এত অধিক সংখ্যক লোকই যখন সম্মান ও লাভের প্রত্যাশী, তখন হে আমার প্রিয় ভাতৃগণ, আপনারা কি ঈশ্বরের প্রেমের প্রত্যাশী হইয়া ব্যগ্রমনে এই বলিয়া কাঁদিয়া উঠিবেন না, যথা ঃ- আমার আহবান ও মনোনয়ন কি প্রকারে সুনিশ্চিত করিতে হয়, তাহা আমাকে কে দেখাইয়া দিবে?CCh 452.1

    শয়তান অতি মনোযোগ শকারে মানুষের পাপগুলি সম্পর্কে অধ্যায়ন করে এবং পরে সে তাহাদিগকে প্রলোভন দেখাইবার ও ফাঁদে ফেলিবার কার্জে লিপ্ত হয়। আমরা ঘোরতর পরীক্ষা প্রলোভনের মধ্যে বাস করিতেছি। কিন্তু সদাপ্রভুর সংগ্রামগুলিতে পুরুঘোচিত বীরত্ন দেখাতে সমর্থ হই, তবে আমদের জয় সুনিশ্চিত। সকলেই বিপদের মধ্যে। কিন্তু আপনি যদি বিনীতভাবে এবং প্রার্থনাপূর্বক গমনাগমন করেন, তবে আপনি পরিস্কৃত স্বর্ণ অপেক্ষা, এমন কি ওফীরের উৎকৃষ্ট স্বর্ণ অপেক্ষা অধিকতর মূল্যবান প্রমাণিত হইয়া উক্ত পরীক্ষা হইতে বাহির হইয়া আসিবেন। অসতর্ক প্রার্থনাহীন জীবন যাপন করিলে আপনি ঝম্ঝম্কারী ক্রতাল ও শব্দকারী তৈজস্ হইয়া পড়িবেন।CCh 452.2