Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৪৫ অধ্যায়

    সন্তানসন্ততিগণের উপযুক্ত শাসন ও শিক্ষা

    যুবকযুবতিগণকে সভাবতঃ তাহাদের মনের গতি অনুযায়ী চলিতে দেওয়া হয় ; জগতে এইটী অতি প্রচলিত হইয়া পড়িয়াছে। তাহারা যদি বাল্যে অতীব অদম্য হয়, তবে মাতাপিতারা বলিয়া থাকেন যে, কিছুকাল পরে উহা শুধ্রাইয়া যাইবে ; যখন ষোল কিংবা আঠার বৎসর বয়স হইবে, তখন তাহারা নিজেরাই বু্ঝিবে এবং তাহাদের কু-অভ্যাস পরিত্যাগ করিয়া অবশেষে কাজের লোক হইবে। কী একটী ভুল ধারণা। বহু বৎসর পর্য্যন্ত তাহারা হৃদয়-উদ্যানে মন্দ বীজ বপন করিতে দেয়, এবং ঐ বীজ অঙ্কুরিত হইয়া বৃদ্ধি পাইবার নিমিত্ত মন্দনীতির অনুসরণ করে, তাঁহাতে ঐ ক্ষেত্রে পরিশেষে যে পরিশ্রম করা হই, অনেক সময় তাঁহাতে কোনই ফল দর্শে না।CCh 473.1

    শয়তান ধুর্ত্ত এবং অধ্যবসায়ী কার্য্যেকারী ; সে এক মারাত্মক শত্রু। মন যোগাইয়া কিংবা কোন পাপ তত ঘৃণার্হ নহে বিবেচনা করে ইয়া যুবকযুবতিগণের ক্ষতির অনুকূলে যখন কোন কথা অসাবধানে বলা হয়, তখন শয়তান ইহার সুযোগ লইয়া মন্দ বীজের যত্ন লয়, যেন উহা ভালরূপে মূল বসাইয়া প্রচুর শস্য উৎপন্ন করে। কোন কোন মাতাপিতা তাহাদের সন্তানসন্ততিগণকে কুঅভ্যাস গঠন করিতে দেন বলিয়া উহার চিহ্নগুলি তাহাদের সারাজীবনে দেখিতে পাওয়া যায়। এই পাপের জন্য মাতাপিতাগণই দায়ী। এই সকল সন্তানসন্ততিগন খ্রীষ্টীয়ান বলিয়া পরিচয় দিতে পারে বটে, তথাপি হৃদয়ে অনুগ্রহের এক বিশেষ কার্য্যে এবং জীবনে এক বিশেষ পরিবর্ত্তন সাধিত না হইলে তাহাদের সমুদয় অভিজ্ঞতা কিংবা কাজকর্ম্মের মধ্যে তাহাদের বিগত স্বভাব পরিস্ফুট হইবে এবং তাহারা ঠিক্ সেই স্বভাবটীই দেখাইবে, যাহা তাহাদের মাতাপিতাগণ তাহাদিগকে গঠন করিতে দিয়াছেন। 11T 403;CCh 473.2

    সন্তানগণকে শাসনে রাখা, তাহাদের মনের ভাবগুলি সংশোধন করা এবং তাহাদিগকে বশে রাখা মাতাপিতার অবশ্য কর্ত্তব্য, নতুবা তাঁহার ভীষণ ক্রোধের দিনে ঈশ্বর সেই সন্তানগণকে বিনষ্ট করিবেন, আর যে সকল মাতাপিতা তাঁহাদের সন্তানগণকে শাসনে রাখিতে অন্যথা করিবেন, তিনি তাঁহদিগকে নির্দ্দোষ করিবেন না। ঈশ্বরের দাসগণের বিশেষ কর্ত্তব্য আপন আপন পরিবার শাসন করা ও তাহাদিগকে উত্তমরূপে বশীভূত রাখা। আমি দেখিয়াছিলাম, তাহারা যদি আপন আপন পরিবার উত্তমরূপে শাসন করিতে না পারেন, তবে তাঁহারা মণ্ডলীর বিচার করিবার কিংবা কোন সিদ্ধান্তে উপনীত হইবার পক্ষে অযোগ্য। তাঁহাদের প্রথমে ঘরে শৃঙ্খলা রক্ষা করিতে হইবে, তাহা হইলে পরে তাঁহাদের বিচার ও প্রভাব মণ্ডলীর পক্ষে কার্য্যকরী হইবে। 21T 119;CCh 474.1

    রাত্রি বেলা ঘরে না থাকিলে প্রত্যেক পুত্র কিংবা কন্যাকে ইহার কারণ জিজ্ঞাসা করিতে হইবে। সন্তানসন্ততিগণ কোন্‌ দলে মিশে এবং কাহার ঘরে সন্ধ্যা যাপন করে, তাহা মাতাপিতার জানা কর্ত্তব্য। 14T 651;CCh 474.2

    ঈশ্বর যাহা জানেন মানবীয় দরশনবিদ্যা তাহা অপেক্ষা অধিক কিছু আবিষ্কার করিতে পারে নাই, কিংবা সন্তানসন্ততিগণের সহিত কিরূপ ব্যবহার করিতে হইবে, তৎসম্বন্ধে আমাদের প্রভু যাহা জানাইয়াছেন, তদপেক্ষা অধিকতর জ্ঞানগর্ভ কন পরিকল্পনা উদ্ভাবন করিতে পারে নাই। সন্তানগণের সকল প্রকার প্রয়োজন সম্বন্ধে তাহাদের সৃষ্টিকর্ত্তা যেরূপ জানেন, তদপেক্ষা অধিকতর আর কে জানে ? যিনি তাহাদিগকে নিজ রক্তে কিনিয়াছেন, সেই যীশু অপেক্ষা তাহাদের অধিকতর হিতৈষী আর কে হইতে পারে ? ঈশ্বরের বাক্য যদি সযত্নে অধীত ও বিশ্বস্তভাবে পালিত হইত, তবে দুষ্ট সন্তানগণের একগুঁয়ে আচরণে অপেক্ষাকৃত কম দুঃখ পাইতে হইত।CCh 474.3

    সন্তানসন্ততিগণের দাবী মাতাপিতার মানিয়া লওয়া ও তাঁহাতে সম্মান প্রদর্শন করা উচিত। তাহারা যাহাতে কার্য্যোপযোগী, সম্মানিত ও ইহ জগতে সমাজের প্রিয় সভ্য হইতে পারে এবং পরজগতে বিশুদ্ধ ও পবিত্র সমাজের সভ্য হইবার নিমিত্ত নৈতিকভাবে উপযোগী হইতে পারে, তজজন্য সেইরূপ ট্রেনিং বা শিক্ষা লাভের জন্য দাবী করিবার অধিকার তাহাদের আছে। তাহাদিগকে শিক্ষা দিতে হইবে যে, বাল্যে ও যৌবনে তাঁহারা যে স্বভাব গঠন করে, প্রধানতঃ তাহার উপরেই তাহাদের বর্ত্তমান ও ভবিষ্যৎ নির্ভর করে। 4AH 306;CCh 474.4

    বাইবেলের সমাদর করে ও ইহার সিক্ষামালার অনুসরণ করে বলিয়া যে সকল নর-নারী মুখে স্বীকার করে, তাহারা বহু প্রকারে ইহার দাবী-দাওয়া পালনে অকৃতকার্য্য হয়। সন্তানসন্ততিগণের শিক্ষা বিধায় ঈশ্বর প্রকাশিত ইচ্ছানু্যায়ী না চলিয়া তাহারা নিজেদের ভ্রষ্ট বা একগুঁয়ে স্বভাবানুযায়ী জীবন যাপন করে ; আর এই অবহেলার নিমিত্ত সহস্র সহস্র আত্মা বিনষ্ট হইয়া থাকে। সন্তানসন্ততিগণের সুশাসনের বিষয়ে বাইবেলে নিখুঁত নিয়মাদি নির্দ্দেশ করিয়া দেওয়া হইয়াছে। মাতাপিতাগন ঈশ্বরের এই সকল দাবী-দাওয়ায় মনোনিবেশ করিলে, কার্য্য-মঞ্চে অদ্য আমরা এক ভিন্ন ধরণের যুবকযুবতিগণকে দেখিতে পাইতাম। কিন্তু দুঃখের বিষয় যাঁহারা বাইবেল পাঠ করেন ও ইহার অনুসরণ করেন বলিয়া স্বীকার করেন, সেই সকল মাতাপিতা স্পষ্টতঃই বাইবেলের শিক্ষার বিপরীতে জীবন যাপন করিতেছেন।CCh 475.1

    অনেক সময়ে আমরা মাতাপিতাকে তাঁহাদের সন্তানগণের অসদাচরণের জন্য দুঃখ ও মনস্তাপ সহকারে ক্রন্দন ও বিলাপ করিতে শুনিয়া থাকি। কিন্তু অবৈধ স্নেহের দ্বারা সন্তানগণের সর্ব্বনাশ করিয়া তাঁহারাই যে নিজেদের উপরে দুঃখ ও মনোবেদনা আনয়ন করিয়াছেন, ইহা তাঁহারা অল্পই উপলব্ধি করিয়া থাকেন। সন্তানগণ যেন বাল্যকাল হইতেই সৎ প্রকৃতির লোক হইয়া উঠে, তজজন্য তাহাদিগকে সুশিক্ষিত করণার্থে ঈশ্বর মাতাপিতাকে যে দায়িত্বভার অরপন করিয়াছেন, তাঁহারা তাহা উপলব্ধি করেন না। 54T 313;CCh 475.2

    যে সকল সন্তানসন্ততি প্রকৃত খ্রীষ্টীয়ান, জগতের সকল প্রকার আশীর্ব্বাদ অপেক্ষা ঈশ্বরভীত মাতাপিতার প্রেম ও প্রশংসা তাহাদের নিকটে অধিকরত আদরণীয়। মাতাপিতাকে কি প্রকারে সুখী করা যায়, ইহা তাহাদের জীবনের এক মূলমন্ত্র হওয়া উচিত। এই বিদ্রোহের যুগে যে সকল সন্তান ঠিক্ শিক্ষা না পায় ও ঠিক্ অনুশাসনের মধ্য দিয়া না যায়, মাতাপিতার প্রতি দায়িত্ব-বোধ তাহাদের অতি অল্পই থাকে। প্রায়ই এইরূপ দেখা যায় যে, তাহাদের মাতাপিতা তাহাদের জন্য যত অধিক কিছু করেন, সন্তানেরা তত অধিকতর অকৃতজ্ঞ হয়, আর তাহারা তাহাদের মাতাপিতাকে তত অধিকতর অসম্মান করে।CCh 475.3

    সন্তানগণের ভবিষ্যৎ-সুখ অধিকতর মাত্রায় মাতাপিতার উপরেই নির্ভর করে। এই সকল সন্তানের চরিত্রগঠনের গুরুতর কার্য্যটী তাঁহাদের উপরেই ন্যস্ত। সন্তানেরা বাল্যে যে শিক্ষা প্রাপ্ত হইবে, সারা জীবনে তাহারই অনুসরণ করিবে। মাতাপিতা যে বীজ বপন করিবেন, তাহা অঙ্কুরিত হইয়া হয় ভাল, না হয় মন্দ ফল ধারণ করিবে। তাঁহারা তাঁহাদের পুত্র-কন্যাগণকে হয় সুখের, না হয় দুঃখ-দুর্দ্দশার যোগ্য করিয়া তুলিতে পারেন। 61T 392, 393;CCh 476.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents