Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    হে মাতাপিতাগন, আপনারা আপনাদের সন্তানগণকে ঈশ্বরের নিকটে লইয়া যাউন

    যাহা ন্যায্য সন্তানসন্ততিগণ হইতো তাহা করিতে ইচ্ছা করে, তাহারা হইতো অন্তরে তাহাদের মাতাপিতার বাধ্য থাকিতে ই তাঁহাদের প্রতি দয়ালু হইতে বাসনা করে ; কিন্তু মাতাপিতার নিকট হইতে তাহাদের সাহায্যের ও উৎসাহের প্রয়োজন। তাহাদের পরিকল্পনাগুলি হইতো ভাল হইতে পারে ; কিন্তু তাহাদের মূলনীতিগুলি ধর্ম্মের দ্বারা সবল ও তাহাদের জীবনগুলি নবজীবন-দানকারী ঐশ্বরিক অনুগ্রহ দ্বারা পরিচালিত বা প্রভাবান্বিত না হইলে তাহারা লক্ষ্যে পহুঁছিতে পারিবে না।CCh 484.2

    সন্তানসন্ততিগণের পরিত্রানের নিমিত্ত মাতাপিতার চেষ্টা দ্বিগুণ হওয়া কর্ত্তব্য। যতদূর সম্ভব ভাল শিক্ষা সংগ্রহ করিবার জন্য ছাড়িয়া না দিয়া মাতাপিতার কর্ত্তব্য বিশ্বস্তভাবে সন্তানগণকে শিক্ষা দান করা। ভবিষ্যতে মন্দের প্রভাব নষ্ট হইয়া ভালই প্রবল হইয়া উঠিবে, এই ধারণা লইয়া ভাল মন্দের বিচার না করিয়া বালকবালিকাদিগকে শিক্ষা গ্রহণ করিতে দেওয়া বিধেয় নহে। যেহেতু ভাল অপেক্ষা মন্দই অধিকতর দ্রুতগতিতে বৃদ্ধি পাইবে।CCh 484.3

    সন্তানসন্ততিগণ যখন খুব ছোট থাকে, ভাল খ্রীষ্টীয়ান হইবের নিমিত্ত তখন হইতেই মাতাপিতার কর্ত্তব্য তাহাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনগুলিকে সুশাসনে পরিচালিত করিতে আরম্ভ করা। আপনাদের সকল চেষ্টা ও উদ্যম তাহাদের পরিত্রাণের নিমিত্ত হউক। ঈশ্বরের রাজ্যে দেদীপ্যমান হইবের জন্য বহুমূল্য মুক্তারূপে তাহারা আপনাদের হস্তে সমর্পিত হইয়াছে মনে করিয়া সেইরূপ ভাএব কার্য্য করুন। বিচারের দায়ী হইবার, তাহাদের পাপের জন্য অনুতাপ করিবার ও খ্রীষ্টকে স্বীকার করিবার পক্ষে তাহারা এখনও তত বড় হয় নাই, এই ভ্রান্ত ধারণার বসবর্ত্তী হইয়া কি ভাবে তাহাদিগকে ধ্বংস-গহ্বরের উপরে সুস্থির চিত্তে নিদ্রা যাইতে দিতেছেন, তদ্বিষয়ে সতর্ক থাকিবেন।CCh 485.1

    সন্তানগণের ক্ষুদ্র ক্ষুদ্র মনগুলি যেন ধারণ করিতে পারে, তজজন্য মাতাপিতার কর্ত্তব্য সন্তানগণের নিকটে পরিত্রাণ কল্পনা ব্যাখ্যা করা ও সরল ভাবে বুঝাইয়া দেওয়া। আট, দশ ও বার বৎসর বয়স্ক সন্তানসন্ততিগণের নিকট ব্যক্তিগত ধর্ম্ম সম্বন্ধে উপদেশ দেওয়া যাইতে পারে। ভবিষ্যতে বয়ঃপ্রাপ্ত বা পরিণত বয়স্ক হইয়া অনুতাপ করিবে এবং সত্যে বিশ্বাস করিবে, আপনাদের সন্তানগণ এইরূপ শিক্ষা দিবেন না। উপযুক্তরূপে শিক্ষা দান করিলে শৈশব কাল হইতেই বালক-বালিকারা তাহাদের সঠিক পাপাবস্থা দেখিতে পায় এবং খ্রীষ্টের মাধ্যমেই পরিত্রাণ ইহা সম্যকরূপে বুঝিতে পারে। সন্তানগণের পরিত্রাণ-সম্বন্ধে পুরহিতগন সচরাচর বড়ই উদাসীন থাকেন এবং ব্যক্তিগত ভাবে তাঁহারা তাহাদের জন্য কোনই চেষ্টা করেন না। সন্তানগণের মনের উপরে কার্য্য করিবার সুবর্ণ সুযোগ প্রায়ই অবহেলিত হয়। 211T 396-400;CCh 485.2

    হে মাতারা ও পিতারা, আপনাদের উপরে যে দায়িত্ব ভার অর্পিত হইয়াছে, আপনারা কি তাহার গুরুত্ব উপলব্ধি করেন ? আপনারা কি আপনাদের সন্তানসন্ততিগণকে অসাবধানতা ও ভ্রষ্ট স্বভাবের হস্ত হইতে রক্ষা করিবার আবশ্যকতা উপলব্ধি করেন ? আপনাদের সন্তানগণের চরিত্রে যাহাতে ন্যায্য প্রভাব পরিলক্ষিত হয়, তজজন্য তাহাদিগকে সেইরূপে সঙ্গী মনোনীত করিতে দিউন। সন্তানেরা কোথায় আছে এবং কি করিতেছে, তাহা যদি না জানেন, তবে তাহাদিগকে সন্ধ্যাবেলা বাহিরে যাইতে দিবেন না। নৈতিক পবিত্রতার মূলনীতি সম্বন্ধে তাহাদিগকে শিক্ষা দিবেন। তাহাদিগকে বিধির উপরে বিধি, পাতির উপরে পাতি, এখানে একটু সেখানে একটু এইরূপে শিক্ষা দিতে যদি অবহেলা করিয়া থাকেন, তাহা হইলে এখনই আপনার কর্ত্তব্য সাধন করিতে আরম্ভ করুন। আপনার দায়িত্বভার স্কন্ধে লইয়া বর্ত্তমানের ও অনন্তকালের নিমিত্ত কার্য্য করিতে থাকুন। সন্তানগণের প্রতি যে অবহেলা দেখাইয়াছেন, তাহা স্বীকার না করিয়া একটী দিনও অতিবাহিত হইতে দিবেন না। তাহাদিগকে বলুন, যেন তাহারা এই সংস্কার কার্য্যে আপনার সঙ্গী হয়। অতীতে যাহা করেন নাই, তাহা করিবার জন্য বদ্ধপরিকর হউন। লায়দিকিয়া মণ্ডলীর অবস্থার মধ্যে পড়িয়া থাকিবেন না। প্রত্যেক পরিবার যেন ইহার প্রকৃত রূপ দেখায় তজজন্য আমি প্রত্যেকটী পরিবারকেই প্রভুর নামে অনুরোধ করি। আপনার নিজের গৃহ মধ্যে মণ্ডলীর সংস্কার করুন। 227T 66, 67;CCh 485.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents