Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “শূকর তোমাদের পক্ষে অশুচি”

    শূকরের তন্তুগুলি পরাঙ্গপুষ্ট কীটে পরিপূর্ণ। শূকর সম্বন্ধে ঈশ্বর বলিয়াছিলেন, “সে তোমাদের পক্ষে অশুচি ও তাহাদের মাংস ভোজন করিবে না, তাহাদের শব স্পর্শ করিবে না।” দ্বিঃ বিঃ ১৪ :৮। শূকরের মাংস খাদ্যের পক্ষে অনুপযোগী বলিয়াই এই আদেশ দেওয়া হইয়াছিল। শূকর ময়লা পরিস্কারক, আর একমাত্র ঐ জন্যই উহাদের সৃষ্টি। মানবের কখনও কোন কারণে শূকরের মাংস ভক্ষণ করা উচিত নহে। যখন ময়লাই কোন জীবিত প্রাণীর ইহার স্বাভাবিক উপাদান এবং সবর্বপ্রকার ঘৃ্নার্হ দ্রব্যই যখন ইহার খাদ্য, তখন মাংস উপকারী হওয়া অসম্ভব। 7MH 313, 314;CCh 549.4

    সাধারণ খাদ্য সামগ্রীর মধ্যে শূকরের মাংস যদিও একটী সর্ব্বাপেক্ষা সাধারণ খাদ্য, তথাপি ইহা সবর্বাধিক ক্ষতিকর। কেবল তাঁহার ক্ষমতা দেখাইবার নিমিত্ত ঈশ্বর ইব্রীয়দিগকে শূকরের মাংস ভক্ষণ করিতে নিষেধ করেন নাই, কিন্তু মানুষের খাদ্যের পক্ষে ইহা উপযুক্ত নহে বলিয়াই নিষেধ করিয়াছিলেন। ইহা দেহকে গণ্ডমালারোগে পূর্ণ করিবে, বিষেশতঃ গ্রীষ্মকালে গ্রীষ্মপ্রধান দেশে কুষ্ঠ ও অন্যান্য নানা প্রকার ব্যাধি উৎপাদন করিবে। শীত প্রধান দেশ অপেক্ষা গ্রীষ্ম প্রধান দেশে দেহের উপরে ইহার প্রভাব অধিকতর ক্ষতিজনক। ........... অন্যান্য সকল প্রকার মাংস অপেক্ষা শূকরের মাংসে রক্তের অবস্থা খারাপ করিয়া দেয়। যাহারা অবাধে শূকরের মাংস ভক্ষণ করে, তাহারা রোগাক্রান্ত না হইয়া পারে না। 8CD 392, 393;CCh 550.1

    বিশেষতঃ মস্তিস্কের অনুভুতিসম্পন্ন সূক্ষ্ম স্নায়ুগুলি দুবর্বল হইয়া পড়ে ও এত নিস্প্রভ হইয়া যায় যে, পবিত্র বিষয়সমুহের প্রভেদ নির্ণয় করিতে না পারিয়া সাধারণ জিনিষগুলির সহিত নীচস্তরে নামিয়া যায়। 92T 96;CCh 550.2

    যাহারা অধিকাংশ সময় ঘরের মধ্যে যাপন করে, যাহাদের স্বভাব অলস বা যাহারা উপবেশনশীল-কর্ম্মী ও যাহাদের পরিশ্রম মানসিক, শূকরের মাংস ভক্ষণের কুফলতা তাহারা যতটা উপলব্ধি করিতে পারে, যাহারা বেশীক্ষণ ঘরের বাহিরে থাকিয়া ব্যায়াম করে বা কার্য্য করে, তাহারা তততা উপলব্ধি করিতে পারে না। 10CD 393;CCh 550.3