Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    “যাহা কিছু কর, সকলই ঈশ্বরের গৌরবার্থে কর”

    খাদ্য সম্পের্কে আমরা কোন সুনির্দ্দিষ্ট নিয়ম স্থাপন করি না ; কিন্তু আমরা বলি যে, যে দেশে ফল, শস্য, ও বাদাম পর্য্যাপ্ত-পরিমাণে প্রাপ্ত হওয়া যায়, তথায় আমিষ আহার ঈশ্বরের লোকদের পক্ষে ন্যায্য নহে। আমাকে অবগত করা হইয়াছে যে, আমিষ আহারে পাশবিক প্রবৃত্তির ঝোঁক আইসে, প্রত্যেকের জন্য যে প্রেম ও সহানুভূতি থাকা আবশ্যক, নরনারিগণের মধ্য হইতে তাহা লুপ্ত হইয়া যায়, দেহের উন্নততর শক্তির উপরে নীচ প্রবৃত্তিগুলির আধিপত্য বৃদ্ধি পায়। মাংসাহার যদি কোন কালে স্বাস্থ্যকর হইয়াও থাকে, তথাপি এক্ষণে উহা নিরাপদ নহে। ক্যান্‌সার বা কর্কট ব্যাধি, টিউমার বা অর্ব্বুদ এবং ফুস্ফুস্ সংক্রান্ত ব্যাধিগুলির প্রধান কারণ মাংসাহার।CCh 560.2

    আমরা আমিষ আহারকে আমাদের মন্ডলীর সহভাগিত্বের কষ্টিপাথর করি না, কিন্তু বিশ্বাসী নামধারী যাহারা আমিষ খাদ্য ব্যবহার করে, তাহাদের প্রভাবের বিষয় আমরা চিন্তা করিয়া দেখিব, সেগুলী কিরূপ। ঈশ্বরের বার্ত্তাবাহক হিসাবে আমরা কি লোকদিগকে বলিব না :-- “অতএব তোমরা ভোজন, কি পান, কি যাহা কিছু কর, সকলই ঈশ্বরের গৌরবার্থে কর ?” ১ করি ১০ : ৩১। কুকর্ন্মে প্রবৃত্তকারী ক্ষুধা চরিতার্থের বিরুদ্ধে আমরা কি এক নিদিষ্ট সাক্ষ্য দান করিব না ? যে সকল সুসমাচার প্রচারক মর্ত্ত্য মানবগনের নিকটে সর্বাপেক্ষা পবিত্র সত্য ঘোষণা করিতেছেন, তাঁহাদের মধ্যে কেহ কি মিসরের মাংসের হাড়ির নিকট ফিরিয়া যাইয়া লোকদের নিকটে এক কুদৃষ্টান্ত স্থাপন করিতে পারেন ? ঈশ্বররে ধনভান্ডারের দশমাংশ দ্বারা যাঁহারা প্রতিপালিত হইতেছেন, তাঁহারা কি তাঁহাদের শিরাসুমহের মধ্য দিয়া প্রবাহিত জীবনদায়ী প্রবাহকে আত্মতৃপ্তি দ্বারা বিষময় হইতে দিতে পারেন ? ঈশ্বর তাহাদিগকে যে দীপ্তি ও চেতনা দান করিয়াছেন, তাঁহারা কি তাহা অগ্রাহ্য করিবেন ? অনুগ্রহে বৃদ্ধি পাইবার জন্য ও স্থির মেজাজ রক্ষার জন্য দেহেরও স্বাস্থ্যের প্রয়োজন। পাকস্থলীর যথোপযুক্ত যত্ন না লইলে, সৎ, নৈতিক স্বভাব গঠনে বাধা জন্মিবে। মস্তিষ্ক ও স্নায়ুসমূহ পাকস্থলীর প্রতি সহানুভূতি সহানুভূতি সম্পন্ন। আহারে ও পানীয়ে প্রমাদ ঘটিলে চিন্তায় ও কার্য্যেও প্রমাদ ঘটে।CCh 560.3

    সকলেরই এখন পরীক্ষা করা হইতেছে ও প্রমাণ লওয়া হইতেছে। আমরা খ্রীষ্টে বাপ্তাইজিত হইয়াছি; যাহা কিছু আমাদিগকে নিম্ন-দিকে নামাইয়া দিবে ও আমাদের যেরূপ হওয়া উচিত নহে, তদ্রূপ করিবে, সেই সকল হইতে পৃথক হইবার জন্য আমাদের যাহা করণীয় আমরা যদি তাহা করি, তাহা হইলে যিনি আমাদের জীবন্ত মস্তক সেই খ্রীষ্টে বৃদ্ধি পাইবার জন্য আমাদিগকে শক্তি দেওয়া হইবে এবং আমরা ঈশ্বরের পরিত্রাণ দেখিতে পাইব।CCh 561.1

    সুস্থ জীবন যাপনের মূলনীতিগুলি সম্বন্ধে আমরা যখন পূর্ণজ্ঞান লাভ করিতে পারিব, কেবল তখনই আমরা আনুচিত আহারের কুফলতা সম্বম্বে সম্যক জ্ঞান লাভ করিতে পারিব। ভুলগুলি দেখার পর যাহারা তাহাদের মন্দ অভ্যাসগুলি ত্যাগ করিতে সাহসী হইবে, তাহারা দেখিতে পাইবে যে, সংস্কার কার্য্য প্রণালীতে দ্বন্দ্বের ও অধিকতর অধ্যবসায়ের প্রয়োজন। কিন্তু একবার ঠিক্ রুচি গঠিত হইয়া গেলে, তাহারা পূর্ব্বে নির্দ্দোষ বলিয়া মনে করিয়াছে, তাহাই অবশেষে আস্তে ও নিশ্চিতরূপে অগ্নিমান্দ্য ও অপরাপর রোগের কারণ হইয়া দাঁড়াইয়াছে। মাতারা ও পিতারা প্রার্থনায় জাগ্রত থাকুন। সর্ব্বপ্রকার অমিতাচারের বিপক্ষে কঠোর ভাবে চৌকি দিউন। আপনাদের সন্তানসন্ততিগণকে প্রকৃত স্বাস্থ্যসংস্কারের মূলনীতিগুলি শিক্ষা দান করুন। অনাজ্ঞাবতায় সন্তানগণের উপরে ইতঃপূর্ব্বেই ঈশ্বরের ক্রোধ পতিত হইতে আরম্ভ হইয়াছে। কী অপরাধ, কী পাপ, কী অধর্ন্ম জনিত আচার-ব্যবহার সর্ব্বত্রই প্রকাশিত হইতেছে ! সন্তানসন্ততিগণকে ভ্রষ্ট সঙ্গিগণের হস্ত হইতে রক্ষার জন্য আমাদের সবিশেষ যত্নের প্রয়োজন।CCh 561.2