Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    স্থানীয় অবস্থাদি বিবেচনা করিয়া দেখিতে হইবে

    পেটুকটা ও অমিতাচারের বিরুদ্ধে কার্য্য করিতে যাইয়া আমাদের বিশেষ ভাবে বিবেচনা করিয়া দেখিতে হইবে যে, মানব পরিবার কী অবস্থাদির অধীন। জগতের বিভিন্ন দেশে যাহারা বসবাস করে, ঈশ্বর তাহাদের প্রত্যেকের জন্য উপায় সরবরাহ করিয়া রাখিয়াছেন। যাঁহারা ঈশ্বরের সহকার্য্যকারী হইতে আকাঙক্ষা করেন, তাঁহাদের কী খাদ্য ভোজন করিতে হইবে না, তাহা বিশেষ করিয়া বাছিয়া লইবার পূর্ব্বে সতর্কতা সহকারে চিন্তা বা বিবেচনা করিয়া দেখিতে হইবে। আমাদের জনসাধারণের সহিত যোগাযোগ রক্ষা করিয়া চলিতে হইবে। স্বাস্থ্যসংস্কার প্রবর্ত্তব যাহাদের অবস্থা বিশেষের অনুকূল নহে, তাহাদের মধ্যে অত্যধিক কঠোর ভাবে শিক্ষা দান করিলে, মঙ্গল না হইয়া বরং অধিকতর অমঙ্গল সাধিত হইবে। আমি দরিদ্রগণের কাছে সুসমাচার প্রচার করি বলিয়া আমাকে জানান হইয়াছে, যেন আমি তাহাদিগকে সর্ব্বাপেক্ষা পুষ্টিকর খাদ্য ভক্ষণ করিতে পরামর্শ দেই। আমি তাহাদিগকে বলিতে পারি না, “আপনারা কোন মতেই ডিম, দুধ কিংবা সর খাইবেন না। মাখন দিয়াও কোন খাদ্য প্রস্তুত করিবেন না।” দরিদ্রদিগের কাছে অবশ্যই সুসমাচার প্রচার করিতে হইবে, কিন্তু ঠিক্ কোন্ খাদ্য খাইতে হইবে, তাহা নির্দ্দিষ্ট করিয়া দিবার সময় এখনও আইসে নাই।CCh 565.1