Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    তামাক এক প্রকার মৃদু বিষ

    তামাক একপ্রকার মৃদু ও প্রবঞ্চক বিষ, এবং ইহা সর্ব্বাপেক্ষা উৎকট্। যে ভাবেই ব্যবহার করা হউক না কেন, ইহা দেহের পক্ষে হানিকর; ইহা অধিকতর বিপজ্জনক, কারণ ইহার ফল মৃদুমন্দ, এবং প্রথমাবস্থায় কদাচিৎ অনুভবনীয়। ইহা প্রথমে উত্তেজিতক করে, করে, কিন্তু পরে স্নায়ুসমুহকে অসাড় করিয়া দেয়। ইহা মস্তিষ্ককে দুর্ববল ও নিরানন্দ করে। মত্ততাজনক পানীয়ে স্নায়ুসমূহের যতটা ক্ষতি হয়, তামাকে প্রায়ই তদপেক্ষা অধিকতর ক্ষতি সাধিত হইয়া থাকে। ইহা অধিকতর ধূর্ত্ত, আর দেহ হইতে ইহার ফলাফল দূর করা বড়ই কঠিন। ইহা ব্যবহারে উগ্র পানীয়ের প্রতি আকাঙক্ষার উদ্রেক হয়, আর বহুক্ষেত্রে পরিশেষে ইহা মদ্যপানের কুঅভ্যাসে পরিণত হয়।CCh 573.3

    তাম্রকূট ব্যবহার অসুবিধা জনক, ব্যয়সাপেক্ষ, নোংরামি পূর্ণ এবং যাহারা ইহা ব্যবহার করে, তাহাদের পক্ষে কলুষ-জনক ও অন্যের পক্ষে বিরক্তিকর।CCh 573.4

    তামাক ব্যবহারে বালকবালিকা ও যুবকযুবতীর মধ্যে বিষম অনিষ্ট সাধিত হইতেছে। বালকেরা অতি শৈশবেই তামাক ব্যবহার আরম্ভ করিয়া দিতেছে। যখন দেহ ও মন বিশেষ ভাবে ইহার ফলাফল গ্রহণ করিতে পারে, তখন এইরূপে গঠিত অভ্যাস তলে তলে শারীরিক বল হীন করিয়া দেয়, দেহ খর্ব্ব করে, মন স্থূল করে ও নৈতিকতা নষ্ট করে। 12MH 327-329;CCh 573.5

    উত্তরাধিকারসূত্রে ভিন্ন প্রকৃতিতে তামাক ব্যবহারের জন্য কোন স্বাভাবিক লালসা নাই।CCh 574.1

    চা ও কফি ব্যবহারে তামাকের জন্য লালসা জন্মে।CCh 574.2

    আচার, চাট্নিও মসলা্ দ্বারা প্রস্তুত খাদ্য পাকস্থলীর প্রদাহ জন্মায়, রক্ত দূষিত করে ও অধিকতর উগ্র উত্তেজক পদার্থের জন্য পথ প্রস্তুত করে। 13Te 56,57;CCh 574.3

    কোন কোন মাতা তাহাদের সন্তানগণকে অধিক মসলা দ্বারা প্রস্তুত আমিষ খাদ্য এবং চা ও কাফি খাওয়াইয়া তামাকের ন্যায় অধিকতর উগ্র উত্তেজক পদার্থের প্রতি তাহাদের লালসা বাড়াইবার জন্য পথ প্রস্তুত করিয়া দিয়া থাকেন। তামাক ব্যবহারে মদ্যের প্রতি লালসা জন্মে। 143T 488, 489;CCh 574.4