Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ঈশ্বরের মন্দির নষ্ট করিবেন না

    এই শেষ কালে যুবকযুবতিগণের মন অধিকার করিয়া লওয়া ও তাহাদের চিন্তাসূমহ কলুষিত করা এবং তাহাদের কামাদিরিপুগণকে উত্তেজিত করা শয়তানের একটী বিশেষ কার্য্য। কারণ সে জানে যে, ইহা করিয়া সে তাহাদিগকে মন্দ কার্য্যে লিপ্ত করিতে পারিবে, আর এইরূপে মনের সৎ প্রবৃত্তিগুলি নিকৃষ্ট হইয়া পড়িবে, তাহাতে সে স্বীয় উদ্দেশ্য সাধনার্থে তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিতে সমর্থ হইবে। 5CG 440;CCh 581.1

    এই অধঃপতিত-যুগে যুবক-যুবতিগণ যে ভ্রষ্ট স্বভাব গঠন করিতেছে, তাহা দেখিয়া আমার প্রাণ কাঁদিয়া উঠিতেছে। আমি তাহদের মাতা-পিতাগণের জন্যও অতিশয় ভীত; কারণ আমাকে দেখান হইয়াছে যে, সন্তানগণের গন্তব্য পথানুযায়ী তাহাদিগকে শিক্ষা দিবার গুরুদায়িত্ব মাতাপিতাগণ যেন সাধারণতঃ বুঝিতে পারিতেছেন না রীতিনীতির ও ফ্যাশানের বা জাকজমকের অনুসরণ করা হইতেছে, আর সন্তানসন্ততিগণ শীঘ্রই এই সকলের দ্বারা প্রভাবিত ও কলুষিত হইতে শিক্ষালাভ করিতেছে। তাহাদের অমিতাচার মাতাপিতাগণ তাহাদের বিপদে সংজ্ঞাহীন ও সুপ্ত রহিয়াছেন। কিন্তু অতি অল্প যুবকযুবতীই ভ্রষ্ট অভ্যাস হইতে মুক্ত রহিয়াছে। অতিরিক্ত খাঁটুনির ভয়ে তাহারা শারীরিক পরিশ্রম বা ব্যায়াম অতি অল্পই করিতেছে। যে বোঝা সন্তানসন্ততিগণের বহন করা উচিত, মাতাপিতাগণ তাহা নিজেরাই বহন করিতেছেন।CCh 581.2

    অত্যধিক পরিশ্রম খারাপ বটে, কিন্তু কর্ম্মেকুন্ঠতার কুফলতা এতদপেক্ষা অধিকতর ভয়াবহ। অলসতা মানবকে ভ্রষ্ট অভ্যাসে প্রণোদিত করে। হস্তমৈথুনের অনিষ্টকর অভ্যাসে যতটা ক্লান্তি ও অবসাদ আইসে, পরিশ্রমে তাহার পাঁচ ভাগের এক ভাগও আইসে না । সহজ ও সুনিয়ন্ত্রিত পরিশ্রমে যদি আপনাদের সন্তানসন্ততিগণ ক্লান্ত বা অবসন্ন হইয়া পড়ে, তাহা হইলে মাতাপিতাগণ আপনারা নিশ্চয়ই জানিবেন যে, পরিশ্রম ভিন্ন এমন কিছু আছে, যাহা তাহাদের দেহযন্ত্রগুলিকে দুর্ব্বল করিয়া ক্রমাগত ক্লান্তিবোধ জন্মাইতেছে। আপনাদের সন্তানসন্ততিগণকে শারীরিক পরিশ্রম করিতে দিলে তাহাদের স্নায়ু ও পেশীগুলির ব্যায়াম সাধিত হইবে। এইরূপ পরিশ্রমজনিত ক্লান্তি তাহাদের পাপাসক্ত অভ্যাসগুলির প্রতি আসক্তি বা ঝোঁক কমাইয়া দিবে। 62T 348, 349;CCh 581.3

    সে সকল বিষয়ে অপবিত্র চিন্তার উদ্রেক হয়, তাহা পঠন ও দর্শন হইতে দূরে থাকিবেন। নৈতিক ও মানসিক শক্তির উন্নতি সাধন করিবেন। 72T 41O;CCh 582.1

    ঈশ্বর মাত্র এইটুকু চাহেন না যে, আপনি কেবল আপনার চিন্তাগুলি বশে রাখিবেন, কিন্তু তিনি ইহাও চাহেন যেন, আপনি আপনার মনোবৃত্তিগুলি ও আপনার কামাদিরিপুগণকেও বশে রাখেন। এই সকল বিষয়ে নিজেকে বশে রাখার উপরে আপনার পরিত্রাণ নির্ভর করে। মনোবৃত্তি ও কামাদিরিপু অতি প্রবল কার্য্যকারক শক্তি। এই শক্তিগুলির অপব্যবহার করিলে, ইহাদিগকে মন্দ উদ্দেশ্যে খাটাইলে ও অনুচিত পাত্রে স্থাপন করিলে ইহারা আপনার সর্ব্বনাশ করিয়া আপনার শোচনীয় ধ্বংস আনয়ন করিবে এবং আপনাকে ঈশ্বর বিহীন ও আশা হীন করিয়া রাখিবে।CCh 582.2

    অবিশুদ্ধ বিষয়ের চিন্তায় নিমগ্ন হইয়া আপনি যদি অসার কল্পনায় আসক্ত থাকেন, তাহা হইলে আপনার চিন্তারাশি যেন কার্য্যে পরিণত হইয়াছে, এই হিসাবে আপনি কতক পরিমাণে দোষী সাব্যস্ত হইবেন। কারণ আপনি হয়তো সুযোগ পান নাই, বলিয়াই ঐ অসৎ কার্য্যে প্রবৃত্ত হন নাই। রাত দিন স্বপ্ন দেখা ও আকাশকুসুম ভাবা অতি খারাপ ও ভীষণ মারাত্মক অভ্যাস। একবার এইরূপ অভ্যাস গঠিত হইয়া গেলে, ইহা ভাঙ্গা এবং বিশুদ্ধতা, পবিত্রতা ও উন্নত বিষয় সমূহের দিকে চিন্তারাশি চালিত করা অসম্ভব হইয়া পড়ে। আপনি যদি আপনার প্রাণকে নিষ্কলঙ্ক রাখিবার জন্য আপনার মনকে বশে রাখিতে ও অসার এবং কলুষিত চিন্তারাশি নিবারণ করিতে চাহেন, তবে আপনার চক্ষু, কর্ণ ও আপনার সমুদয় জ্ঞানেন্দ্রিয়ের উপরে আপনার বিশ্বস্ত প্রহরী হওয়া আবশ্যক। এই অতি বাণঞ্ছনীয় কার্য্যটি একমাত্র অনুগ্রহের শক্তিই সাধন করিতে পারে। 82T 561;CCh 582.3

    অত্যধিক অধ্যয়নের দ্বারা মস্তিষ্কে রক্তের স্রোত বাড়াইয়া দিলে এরূপ অস্বাভাবিক উত্তেজনার সৃষ্টি হয়, যাহার ফলে আত্ম-সংযম-শক্তি কমিয়া যায় এবং চিত্ত চাঞ্চল্য বা মনের আবেগ প্রায়ই প্রভুত্ব বিস্তার করে। এইরূপে অবিশুদ্ধতার দিকে দ্বার উদ্ঘাটিত করিয়া দেওয়া হয়।CCh 583.1

    জগতে এত যে ভ্রষ্টতার প্রাদুর্ভাব দেখা যাইতেছে, ইহার প্রধান কারণ শারীরিক শক্তি ব্যবহার না করা বা ইহার অপব্যবহার করা। সদোমের ধবংসের সময়ে, বর্ত্তমান কালেও তেমনি “দর্প, ভক্ষ্যের পূর্ণতা এবং নিশ্চিন্ততাযুক্ত শান্তি,” মানবজাতির উন্নতির বিষম শত্রু। 9Ed 209;CCh 583.2

    হীন কামপ্রবৃত্তিগুলির প্রশ্রয় দিলে জ্যোতির প্রতি অনেকেরই চক্ষু মুদ্রিত থাকিবে, কারণ তাহারা ভয় করিবে, পাছে যে পাপগুলি তাহারা ত্যাগ করিতে চাহে না, সেগুলি তাহারা দেখিয়া ফেলে। যদি ইচ্ছা করে, তবে সকলেই পাপরাশি দেখিতে পাইবে। জ্যোতি অপেক্ষা অন্ধকার অধিক পছন্দ করিলে তাহাদের অপরাধ কোন অংশে কম হইবে না। 102T 352;CCh 583.3

    অপমানের কিংবা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘনের পূর্বেব মৃত্যু বাঞ্ছনীয়, ইহাই প্রত্যেক খ্রীষ্টীয়ানের আদর্শ বাক্য হওয়া উচিত। সংস্কারক-দল হিসাবে আমরা যাহারা ঈশ্বরের বাক্যের বিশুদ্ধকারী অতি পবিত্র সত্যসমূহ সঞ্চয় করিয়া রাখিতেছি, আমাদের কর্ত্তব্য অধুনা যে অবস্থায়, তাহা অপেক্ষা অধিকতর উন্নত অবস্থায় মূলনীতি তুলিয়া ধরা। অন্যে যেন কলুষিত না হয়, তজ্জন্য অতিদ্রুত মণ্ডলীর পাপ ও পাপি-গণের প্রতিবিধান করা। আখনের পাপিগণের প্রতিবিধান। আখনের পাপ হইতে মন্ডলীকে অধিকতর সুপরিষ্কৃত করিবার নিমিত্ত সত্য ও বিশুদ্ধতার প্রয়োজন। যাঁহারা দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত তাহাকে দেখাইয়া দিউন যে, তাহার হয় পাপ ত্যাগ করিতে হইবে, না হয়, মণ্ডলী হইতে পৃথক্ হইতে হইবে। 115T 147;CCh 583.4

    যুবকযুবতিগণের নীতিগুলি এইরূপ দৃঢ় হওয়া আবশ্যক যে, শয়তানের অতি শক্তিশালী পরীক্ষাসমূহও তাহাদের ঈশ্বরভক্তি হইতে তাহাদিগকে বিচ্যুত করিতে পারিবে না। বালক শমূয়েল ভ্রষ্ট প্রভাবে পরিবেষ্টিত ছিলেন। তিনি এরূপ বিষয় সমূহ দেখিয়াছিলেন ও শুনিয়াছিলেন, যাহা তাহার আত্মাকে ম্রিয়মাণ করিয়াছিল। এলির পুত্রগণ পবিত্র সেবা-কার্য্যে নিয়োজিত থাকিলে ও শয়তান কর্ত্তক পরাভূত হইয়াছিল, ইহারা তাহাদের চতুর্দ্দিকস্থ আবহাওয়া দূষিত করিয়া ফেলিয়া-ছিল। নর-নারিগণ পাপে ও অধর্ম্মে মোহিত হইয়া দিনাতিপাত করিতেছিল, তথাপি শমূয়েল নিষ্পাপ জীবন যাপন করিতেছিলেন। তাঁহার স্বভাবরূপ পরিচ্ছদ নির্দ্দোষ ছিল। যে সকল পাপে সমুদয় ইস্রায়েলের হৃদয় পূর্ণ ছিল, তিনি সেই সকল পাপে লিপ্ত ছিলেন না কিংবা এই সকলের ভয়াবহ সংবাদে বিন্দু মাত্র সুখী ছিলেন না। শমূয়েল ঈশ্বরকে ভালবাসিতেন; স্বর্গের সহিত তিনি এইরূপ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ ছিলেন যে, এলির যে পুত্রগণ ইস্রায়েল সন্তানগণকে বিপথে পরিচালিত করিতেছিল, তাহাদের পাপ সম্বন্ধে তাঁহাকে জানাইবার জন্য, স্বর্গ হইতে এক দূত তাঁহার নিকটে প্রেরিত হইয়াছিলেন। 123T 472-474;CCh 584.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents