Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    নৈতিক ভ্রষ্টতার ফলাফল

    কোন কোন গোড়া বিশ্বাসী হস্তমৈথুন জনিত পাপ ও ইহার ফলাফল সম্বন্ধে বুঝিতে পারে না। বহুদিনের গঠিত অভ্যাস তাহাদের বোধশক্তি খর্ব্ব করিয়া দিয়াছে। এই জঘণ্য পাপের অত্যধিক পাপাচারিতা বা অপবিত্রতা সম্বন্ধে তাহারা সম্যকরূপে হৃদয়ঙ্গম করিতে পারে না। কারণ এই পাপ তাহাদের মস্তিষ্কের স্নায়ুবল নষ্ট করিয়া দেয়। গঠিত অভ্যাসের সহিত প্রতিযোগিতায় নৈতিক মনোবৃত্তি অতিশয় দুর্ব্বল হইয়া যায়। এই জঘন্য পাপের বিরুদ্ধে যে হৃদয় সুরক্ষিত নহে, তাহা স্বর্গ হইতে আগত পবিত্র বার্ত্তা দ্বারা জোরজবরদস্তিতে আনুপ্রাণিত হইতে পারে না। ইন্দ্রিয়-লালসা চরিতার্থের জন্য এক অস্বাভাবিক আকাঙক্ষার প্রশ্রয় দিতে গিয়া মস্তিষ্কের বোধশক্তিসম্পন্ন স্নায়গুলি অস্বাস্থ্যকর উত্তেজনার দ্বারা তাহাদের দেহের সুস্থাবস্থা নষ্ট করিয়া ফেলে। 132T 347;CCh 584.2

    অন্য যে কোন প্রকার মন্দ অপেক্ষা নৈতিক অপবিত্রতা দ্বারা মানবজাতির অধিকতর অধঃপতন ঘটিয়াছে এবং ইহা এত ভয়াবহরূপে প্রসার লাভ করিয়াছে যে, এতদ্দ্বরা প্রায় সর্ব্বপ্রকার ব্যাধিই আনীত হইতেছে।CCh 585.1

    মাতাপিতাগণ সাধারণতঃ সন্দেহ করেন না যে, তাহাদের সন্তানসন্ততিগণ এই অধর্ম্ম সম্বন্ধে কিছু বুঝিতে পারে। বহুক্ষেত্রে মাতাপিতাগণ প্রকৃত অপরাধী। কারণ তাঁহারা তাঁহাদের বিবাহের সুযোগগুলির অপব্যবহার করিয়াছেন এবং তাঁহাদের পাশবিক প্রবৃত্তিগুলির প্রশ্রয় দিয়া সে গুলিকে সবল করিয়া তুলিয়াছেন। আর এইগুলি সবল হওয়াতে নৈতিক ও মানসিক প্রবৃত্তিগুলি দুর্ব্বল হইয়া পড়িয়াছে। পাশবিক মনোবৃত্তির দ্বারা আধ্যাত্মিক মনোবৃত্তি পরাভূত হইয়াছে। মাতাপিতার স্বভাব সন্তানসন্ততিগণকে দেওয়া হইয়াছে বলিয়া সন্তানসন্ততিগণ পূর্ণমাত্রায় পাশবিক প্রবৃত্তি লইয়া জন্ম গ্রহণ করিতেছে। এই সকল মাতাপিতার যে সকল সন্তান জন্মে তাহারা স্বভাবতঃ প্রায় ঐ একইরূপ গুপ্ত পাপের ঘৃণ্য বিরক্তিকর অভ্যাসের বশবর্ত্তী হইয়া জীবন যাপন করে। মাতাপিতাগণের পাপের দণ্ড সন্তানগণের উপরে পতিত হইবে, কারণ তাঁহারা নিজেদের কামপ্রবৃত্তিগুলি তাঁহাদের সন্তানগণের স্বভাবের মধ্যে ঢুকাইয়া দিয়া থাকেন।CCh 585.2

    আত্মা ও দেহ-নাশক এই জঘন্য পাপে যাহারা পূর্ণরূপে লিপ্ত তাহাদের এই গোপনীয় দুষ্কার্য্যের কাহিনী তাহারা যে পর্য্যন্ত না তাহাদের সঙ্গীদিগের নিকটে ব্যক্ত করে, তাবৎ তাহারা কদাচিৎ নীরব থাকিতে পারে। কারণ তৎক্ষণাৎই তাহাদের কৌতূহল উদ্দীপিত হয়, আর এই গর্হিত পাপকর্ম্মের জ্ঞান এক যুবক হইতে অন্য যুবকের ও এক শিশু হইতে অন্য শিশুর মধ্যে বিস্তার লাভ করে, তাহাতে এই জঘন্য পাপের অভ্যস্ত নয় এমন এক জনকে কদাচিৎ পাওয়া যায়। 142T 391, 392;CCh 585.3

    গোপনীয় অভ্যাসগুলি পরিচালনের ফলে দেহের জীবনদায়ী শক্তি গুলি নষ্ট হইয়া যায় এবং অনুরূপ অপকৃষ্টতার ফলে সর্ব্বপ্রকার অনাবশ্যক প্রধান কার্য্য সকল চলিতে থাকে। যুবকযুবতিগণের মধ্যে মস্তিষ্করূপ প্রধান রাজধানীটীকে অপরিণত বয়সে এরূপ গুরুতরভাবে ভারগ্রস্ত করা হয় যে, দেহে এক ও এক নিরতিশয় ক্লান্তি আসিয়া দেহ খানিকে নানা প্রকার ব্যাধির আগার করিয়া তুলে।CCh 586.1

    পনের এবং তদূর্দ্ধ বয়স্ক বালকবালিকারা যদি এই গর্হিত অভ্যাসের বশবর্ত্তী হইয়া জীবন যাপন করিতে থাকে, তাহা হইলে এই কুঅভ্যাসের ফলে প্রকৃতির যে ক্ষতি হইয়াছে ও এখনও হইতেছে, প্রকৃতি তাহার প্রতিরোধ করিবে এবং প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিয়া তাহারা যে দণ্ডের পাত্র হইয়াছে, তাহাদিগকে সেই দণ্ড ভোগ করিতে বাধ্য করিবে, বিশেষতঃ ত্রিশ হইতে পঁয়তাল্লিশ বৎসর বয়সের মধ্যে তাহারা দেহে নানা প্রকারের বেদনা, এবং নানা-বিধ পীড়া,-- প্লীহা ও যকৃতের আক্রমণ, স্নায়ুশূল, বাতরোগ, মেরুদণ্ডের পীড়া, মূত্রগ্রন্থের পীড়া, এবং কর্কট রোগ দ্বারা সাধিত হইবার নিমিত্ত প্রকৃতির কোন কোন সূক্ষনযন্ত্র পথ ছাড়িয়া দেয়, তাহাতে প্রকৃতির সুবন্দোবস্তে বিশৃঙ্খলা উপস্থিত হইয়া শরীরের বা মনের স্বাভাবিক অবস্থা প্রায়ই হঠাৎ ভাঙ্গিয়া পড়ে এবং ফলে মৃত্যু ঘটে।CCh 586.2

    ক্রমে ক্রমে, নিশ্চিতরূপে প্রাণ বধ করা অপেক্ষা, মুহূর্ত্তের মধ্যে প্রাণ নাশ করা ঈশ্বরের দৃষ্টিতে তত বড় পাপ নহে। অবৈধ কার্য্য করিয়া যাহারা আপনাদের উপরে অবশ্যম্ভাবী ধ্বংস আনয়ন করে, তাহারা এই জগতে দণ্ড ভোগ করিবে এবং পূণ অনুতাপ না করিলে, ইহার পরে, হঠাৎ হত্যাকারী অপেক্ষা অধিকতর দ্রুত স্বর্গে প্রবেশাধিকার পাইবে না। কারণ ও ইহার ফলাফলের মধ্যে ঈশ্বরের ইচ্ছাই সম্বন্ধ স্থাপন করে।CCh 586.3

    সকল দুর্বল যুবক-যুবতীই যে কুঅভ্যাসের দোষে দোষী, আমরা তাহা বলি না। অনেকে আছে যাহারা ধর্ম্মভীরু ও বিশুদ্ধ-মনা তথাপি তাহারা এরূপ বিভিন্ন কারণের জন্য ক্লেশ ভোগ করিতেছে, যাহার উপরে তাহাদের কোনই হাত নাই।CCh 587.1

    লোকেরা যেন উত্তম ধর্ম্মস্বভাব গঠন করিতে না পারে, তজ্জন্য গুপ্তদোষগুলি, লোকদের উন্নত সিদ্ধান্ত, ব্যগ্র চেষ্টা ও ইচ্ছাশক্তি নাশ করিয়া দেয়। খ্রীষ্টীয়ান হওয়ার অর্থ কি, এ সম্বন্ধে যাহাদের যথার্থ জ্ঞান আছে, তাহারা সকলে জানে যে, শিষ্য হিসাবে খ্রীষ্টের অনুগামিগণ তাহাদের সকল কাম-রিপু, শারীরিক ও মানসিক বল খ্রীষ্টের ইচ্ছার সম্পূর্ণ বশে রাখিতে বাধ্য। যাহারা কামাদিরিপুর বশীভূত তাহারা খ্রীষ্টের অনুগামী হইতে পারে না। কুঅভ্যাস বর্জ্জন পূর্ব্বক খ্রীষ্টের সেবা মনোনীত না করিয়া তাহারা তাহাদের গুরুর অর্থাৎ সকল মন্দের আদিকর্ত্তার সেবায় মন-প্রাণ নিয়োজিত করিয়া রাখিয়াছেন। 15CG 444-446;CCh 587.2

    মন যখন কোমল থাকে, তখন যুবকযুবতিগন গর্হিত অভ্যাসের বশবর্ত্তী হইলে শারীরিক, মানসিক ও নৈতিক চরিত্রের পূণ ও নিখুঁত বিকাশের জন্য তাহারা কস্নিনকালেও শক্তি লাভ করিবে না। 162T 351;CCh 587.3

    ইহ জগতে স্বাস্থ্যের ও পর জগতে পরিত্রাণের উপরে যদি তাহারা কোন মূল্য আরোপ করে, তাহা হইলে জঘন্য অভ্যাসগুলি চিরতরে বর্জ্জনই তাহাদের পক্ষে একমাত্র আশাস্থল। বহুদিন পর্য্যন্ত এই সকল মন্দ অভ্যাসের প্রশ্রয় দিলে পরীক্ষা প্রতিরোধের ও ভ্রষ্ট অমিতাচার পরিত্যাগের জন্য স্থিরসঙ্কল্পের প্রয়োজন হইবে। 17CG 464;CCh 587.4

    প্রতিটী পাপময় অভ্যাস হইতে নিষ্কৃতি পাইবার জন্য আমাদের সন্তানসন্ততিগণের পক্ষে একমাত্র নিশ্চত নিরাপত্তা—খ্রীষ্টের খোঁয়াড়ে প্রবেশাধিকারের চেষ্টা করা এবং বিশ্বস্ত ও সত্য মেষপালকের তত্ত্বাবধানে আনীত হওয়া। তাহারা তাঁহার রব শুনিলে, তিনি তাহদিগকে প্রত্যেকটী মন্দ হইতে উদ্ধার করিবেন এবং সকল বিপদ হইতে রক্ষা করিবেন। তিনি বলেন “আমার মেষেরা আমার রব শুনে.........এবং তাহারা আমার পশ্চা্দ্গমন করে।” খ্রীষ্টেতে তাহারা চরানি পাইবে, আশা ও বল লাভ করিবে, এবং মনের গতি পরিবর্ত্তন করিতে বা মনকে আমোদিত ও হৃদয়কে পরিতৃপ্ত করিতে কোন কিছুর জন্য অতৃপ্ত আকাঙক্ষায় উদ্বেলিত হইবে না। কারণ তাহারা বহুমূল্য মুক্তার সন্ধান পাইয়াছে, তাহাদের মন শান্তপূর্ণ বিশ্রাম উপভোগ করিতেছে। তাহাদের আমোদপ্রমোদ বিশুদ্ধ, শান্তিময়, উন্নত ও স্বর্গীয় ধরণের। তাহারা কোন বেদনা-দায়ক প্রতিবিম্ব বা চিন্তা ও কোন মনঃপীড়া রাখিয়া যায় না। এইরূপ আমোদপ্রমোদ স্বাস্থ্যের হানি করে না বা মনকে দুর্ব্বল করে না, কিন্তু স্বাস্থ্যপ্রদ হয়। 18CG 467.CCh 587.5

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents