Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    পুরোহিতগনের ও অন্যান্য সম্প্রদায়ের লোকদের নিকট উপদেশ

    আপনি হয়তো অন্য মণ্ডীতে উপদেশ দিবার সুযোগ প্রাপ্ত হইতে পারেন। এই সকল সুযোগের সদ্ব্যবহার করিতে যাইয়া ত্রাণকর্ত্তার এই শিক্ষা মালা স্নরণে রাখিবেন, “তোমরা সর্পের ন্যায় অমায়িক হও।” নিন্দাসূচক বাক্য বলিয়া শত্রুর ঈর্ষ্যা উদ্দীপিত করিবেন না, কারণ ইহা করিলে সত্যের বিপক্ষে দ্বার রুদ্ধ হইয়া যাইবে। বার্ত্তাগুলি সুস্পষ্ঠরুপে বুঝাইয়া দিতে হইবে। কিন্তু সাবধান থাকিতে হইবে, যেন বিরোধ উপস্থিত না হয়। যেহেতু তথায় বহু আত্না আছে, যাহাদিগকে রক্ষা করিতে হইবে। সর্ব্বপ্রকার কর্কশ বাক্য পরিহার করিবেন। আপনি যাহার সংস্পর্শে আইসেন, তাহার নিকট খ্রীষ্টের প্রতিরূপ প্রদর্শন করিয়া বাক্যে ও কার্য্যে পরিত্রাণার্থে জ্ঞানবান হইবেন। সকলেই দেখক যে, আপনি শান্তির সুসমাচারের সুসজজতার পাদুকা ও মনুষ্যদের মধ্যে প্রীতি পরিহিত। খ্রীষ্টের আত্নায় পুর্ণ হইয়া কার্য্যে প্রবৃত্ত হইলে ফল দৃষ্ট হইবে। ধাম্মিকতা, দয়া ও প্রেমে পূর্ণ হইয়া কার্য্যা করিতে থাকিলে, আবশ্যকানুযায়ী সাহায্য আসিবে। সত্য বিজয়ী হইবে এবং সিদ্ধিলাভ করিবে। 4Ev 563, 564;CCh 608.2

    অন্য মণ্ডলীর পুরোহিতগনের নিমিত্ত আমাদের কিছু করিবার আছে। ঈশ্বর তাঁহাদের পরিত্রাণ চাহেন। কেবলমাত্র বিশ্বাস ও আজ্ঞাবহতা দ্বারা তাঁহারা যেন ইহা লাভ করিতে পারেন, তজজন্য ব্যগ্রতা সহকারে তাঁহাদের নিমিত্ত পরিশ্রম করিতে হইবে। বর্ত্তমান কালে তাঁহার বিশেষ কার্য্যে তাঁহারা যেন অংশ গ্রহণ করিতে পারেন, ইহাই ঈশ্বর চাহেন। তিনি চাহেন, যাঁহারা তাঁহার পরিবারবর্গকে নিরূপিত সময়ে খাদ্য দান করিতেছেন, ইঁহারা যেন তাঁহাদের শ্রেণী ভুক্ত হন। তাঁহারাই বা কেন এই কার্য্যে ব্যাপৃ্ত থাকিবেন না ? আমাদের ধর্ম্ম যাজকগনের কর্ত্তব্য অন্যান্য সম্প্রদায়ের ধর্ম্ম-যাজকগনের সান্নিধ্যে আসিবার চেষ্টা করা। এই সকল লোকের জন্য, যাঁহাদের নিমিত্ত খ্রীষ্ট পিতার নিকটে অনুরোধ করিতেছেন, তাঁহাদের জন্য ও তাঁহাদের সহিত প্রার্থনা করুন। তাঁহাদেরও গুরুতর দায়িত্ব রহিয়াছে। খ্রীষ্টের বার্ত্তা-বাহকরূপে আমাদের কর্ত্তব্য মণ্ডলীর এই সকল পালকের প্রতি গভীর ও ব্যাকুল অনুরাগ প্রদর্শন করা। 56T 77, 78;CCh 609.1

    আমাদের পুরোহিতগনের কর্ত্তব্য ঐ সকল পুরোহিতের জন্য বিশেষ ভাবে কার্য্য করা; তাঁহাদের সহিত তর্কবিতর্ক না করা, কিন্তু বাইবেল হস্তে লইয়া ঈশ্বরের বাক্য অধ্যয়ন করিতে অনুরোধ করা। ইহা করা হইলে, যে সকল পুরোহিত এক্ষণে ভুল শিক্ষা দিতেছেন, পরে তাঁহারা বর্ত্তমান সত্য শিক্ষা দিতে থাকিবেন। 6Ev 562.CCh 609.2