Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    আধ্যাত্মিক জীবনের জন্য উদ্দীপনা আবশ্যক

    আমাদের লোকদের নিকটে আমাকে আমাকে বলিতে বলা হইয়াছে :-- আইসুন আমরা খ্রীষ্টের অনুগমন করি। তিনি সর্ব্ববিষয়ে আমাদের আদর্শ, ইহা যেন আমরা ভুলিয়া না যাই। তাঁহার শিক্ষার মধ্যে যে সকল মতবাদ পাওয়া যায় না, সেগুলি আমরা নিরাপদে পরিহার করিতে পারি। আমি আমাদের ধর্ম্মযাজকগণকে এই বিষয়ে সুনিশ্চিত হইতে অনুরোধ করি যে, তাহাদের পদসমূহ অনন্ত সত্যের উচ্চ মঞ্চে সুপ্রতিষ্টিত। উত্তেজনাকে পবিত্র আত্মা বলিয়া অভিহিত করিয়া আপনি ইহার অনুসরণ করিতেছেন না কি তদ্বিষয়ে সাবধান থাকিবেন। যেহেতু অনেকেই এই বিষয়ে ভুল করিতেছে। আমি তাহাদিগকে বিশ্বাসে দৃঢ় হইতে এবং যে কেহ তাহাদের অন্তরস্থ প্রত্যাশার বিষয় জিজ্ঞাসা করে, তাহার প্রত্যেককে যথাযথ উত্তর দিতে সমর্থ হইতে বলি।CCh 633.1

    এই শেষকালে আমাদের ভ্রাতাভগ্নিগণ যেন এক দল লোককে সত্যের পক্ষে দাঁড়াইবার জন্য প্রস্তুত করিতে না পারে, তজ্জন্য শত্রু (শয়তান) তাহাদের মন বিপথে পরিচালিত করিবার চেষ্টা করিতেছে। বর্ত্তমান কালের বিপদ ও কর্ত্তব্যাদি হইতে মনকে বিপথে পরিচালিত করিবার নিমিত্ত সে তাহার কুতর্ক খাটাইতেছে। তাঁহার লোকদিগের জন্য যোহনকে যে জ্যোতি প্রদানার্থে খ্রীষ্ট স্বর্গ হইতে অবতীর্ণ হইয়াছিলেন, তাহারা তাহার কোনই মূল্য দেয় না। তাহারা শিক্ষা দেয় যে, আমাদের সম্মুখে যে সকল দৃশ্য বিদ্যমান আছে, সেগুলির দিকে সবিশেষ দৃষ্টি দিবার তত আবশ্যকতা নাই। তাহারা স্বর্গীয় উৎপত্তির সত্যটি নিষ্ফল করে এবং ঈশ্বরের লোকদের অতীত অভিজ্ঞতার পরিবর্ত্তে এক মিথ্যা বিজ্ঞান দিয়া তাহাদিগকে প্রবঞ্চিত করে।CCh 633.2

    “সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখ এবং কোন্ কোন্টা চিরন্তন মার্গ, তাহা জিজ্ঞাসা করিয়া বল, উত্তম পথ কোথায় ? আর সেই পথে চল।” যিরমিয় ৬ : ১৬।CCh 633.3

    বহু বৎসর পূর্ব্বে যে সরল ও সোজা সাক্ষ্য দেওয়া হইয়াছিল, সদাপ্রভু তাহার পুনরাবৃত্তি করিতে বলেন। তিনি আধ্যাত্মিক জীবন পুনরায় নবীন করিতে বলেন। তাঁহার লোকদের আধ্যাত্মিক বল বহুপূর্ব্বে হীন হইয়া গিয়াছে, কিন্তু এই বাহ্য-মৃত্যু হইতে পুনরুথানের প্রয়োজন।CCh 633.4

    প্রার্থনা ও পাপ স্বীকারের দ্বারা রাজ-পথ পরিস্কার করিতে হইবে। ইহা করিলে পবিত্র আত্মার শক্তি আমাদের উপরে অধিষ্ঠিত হইবে। আমাদের পঞ্চাশত্তমীর শক্তির প্রয়োজন। এই শক্তি আসিবেই আসিবে, কারণ প্রভু তাঁহার পবিত্র আত্মাকে সর্ব্ব-বিজয়ী শক্তিরুপে প্রেরণ করিতে প্রতিজ্ঞা করিয়াছেন।CCh 634.1

    আমাদের সম্মুখে বিষম সময় উপস্থিত। যাহাদের সত্য সম্বন্ধে জ্ঞান আছে, তাহাদের প্রত্যেকের জাগ্রৎ হইয়া নিজেকে, নিজের দেহ, আত্মা ও প্রাণকে ঈশ্বরের কর্ত্তৃত্বাধীনে স্থাপন করা কর্ত্তব্য। শত্রু আমাদিগকে ধরিবার জন্য পশ্চাৎ ধাবিত। তাহার বিরুদ্ধে আমাদের সর্ব্বদা সতর্ক থাকিতে হইবে। ঈশ্বরের সমগ্র যুদ্ধ-সজ্জা পরিধান করিতে হইবে। ভাববানীর আত্মার মাধ্যমে যে উপদেশ দত্ত হইয়াছে, তদনুযায়ী জীবন যাপন করা আমাদের একান্ত আবশ্যক। বর্ত্তমান সত্য ভালবাসা ও পালন করা অবশ্য কর্ত্তব্য। তাহা হইলে আমরা তীব্র প্রবঞ্চনার হস্ত হইতে নিজেদিগকে রক্ষা করিতে পারিব। স্বীয় বাক্য দ্বারা ঈশ্বর আমাদের নিকটে কথা বলিয়াছেন। মন্ডলীর প্রতি সাক্ষ্যের বাক্যের দ্বারা ও পুস্তিকাদির মাধ্যমে তিনি আমাদের নিকটে কথা বলিয়াছেন, যেন আমরা আমাদের বর্ত্তমান কর্ত্তব্য ও অধুনা আমাদের কিরূপ অবস্থাপন্ন হওয়া বিধেয় তদ্বিষয়ে সুস্পষ্টরূপে বুঝিতে সমর্থ হই। বিধির উপরে বিধি ও পাঁতির উপরে পাঁতি দ্বারা যে সকল সতর্কবাণী দত্ত হইয়াছে, তাহাতে মনোনিবেশ করা বিহিত। এই সকল অবজ্ঞা করিয়া আমরা কি ওজর আপত্তি উপস্থিত করিতে পারি ?CCh 634.2

    যাঁহারা ঈশ্বরের নিমিত্ত পরিশ্রম করিতেছেন, তাঁহারা যেন খাঁটির পরিবর্ত্তে মেকী গ্রহণ না করেন, তজ্জন্য আমি তাঁহাদিগকে সনির্ব্বন্ধ অনুরোট জানাই। যে স্থানে ঐশ্বরিক পবিত্র সত্য থাকা কর্ত্তব্য, তথায় যেন মানবীয় যুক্তিবাদ স্থান না পায়। স্বীয় প্রজাবৃন্দের অন্তঃকরণে বিশ্বাস ও প্রেম প্রজ্জ্বলিত করিবার নিমিত্ত খ্রীষ্ট অপেক্ষায় আছেন। শাশ্বত সত্যের রঙ্গ-মঞ্চ যাহাদের অটল ভাবে দণ্ডায়মান থাকা উচিত, ভ্রান্তশিক্ষা বা মতামতগুলি যেন তাহাদের দ্বারা সমর্থিত না হয়। যে সকল প্রধান মতামত অতর্কনীয় বিধির উপরে প্রতিষ্ঠিত, ঈশ্বর আমাদিগকে সেগুলি দৃঢ়ভাবে ধারণ করিয়া রাখিতে বলেন। 78T 296-298;CCh 634.3