Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    বাক্য জানা ও বাক্যকে প্রেম করাই আমাদের নিরাপত্তা

    যাহারা বহুকাল যাবৎ সত্যে আছে, তাহাদের অনেকের হৃদয়ে এক কঠিন বিচার-ভাব প্রবেশ করিয়াছে। তাহারা রূঢ, দোষগ্রাহী ও ছিদ্রাণ্বশী : যাহারা তাহাদের মতবাদ সমর্থন না করে, তাহদের উপরে দণ্ডাজ্ঞা আরোপ করিবার নিমিত্ত তাহারা বিচারাসনে আরূঢ হয়। ঈশ্বর তাহাদিগকে অবনত হইতে এবং তাঁহার সম্মুখে নতজানু হইয়া অনুতাপ করিতে ও পাপ স্বীকার করিতে আদেশ করেন। তিনি তাহাদিগকে বলেন :--- “তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরন কর, কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম্ম সকল কর; নতুবা যদি মন না ফিরাও আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব।” প্রকাশিত ২ : ৪, ৫। তাহারা প্রধান স্থান পাইবার জন্য চেষ্টা করিতেছে, এবং তাহাদের বাক্য ও কার্য্য দ্বারা বহু হৃদয় ক্ষত বিক্ষত করিয়া দিতেছে।CCh 635.1

    খ্রীষ্ট, স্বীয় লোকদিগকে তাঁহার বাক্য বিশ্বাস করিতে ও জীবনে খাটাইতে আদেশ করিতেছেন। প্রত্যেক কার্য্যের, ও চরিত্রের প্রত্যেক গুণের অংশ নিরূপণ করিয়া যাহারা এই বাক্য গ্রহণ করে ও জীবনে খাটায় তাহারা ঈশ্বরের শক্তিতে উত্তরোত্তর শক্তিমান হইবে। দেখা যাইবে যে, তাহাদের বিশ্বাস স্বর্গজাত। তাহারা অজানিত পথে পরিভ্রমন করিবে না। তাহাদের মন ভাবাবেগ-পূর্ণ ও উত্তেজনা-মূলক ধর্ম্মের প্রতি আকৃষ্ট হইবে না। দূতগণের ও মানবগনের সাক্ষাতে তাহারা দৃঢ় ও সঙ্গত খ্রীষ্টীয় স্বভাব দেখাইবে।CCh 635.2

    সত্যের স্বর্ণময় ধূপধানীতে আমাদের জন্য খ্রীষ্টের যে সকল শিক্ষামালা রহিয়াছে, সেগুলি আত্মাসূমহের মধ্যে চেতনা ও মনপরিবর্ত্তন আনয়ন করিবে। যে সকল সত্য ঘোষণা করিবার জন্য খ্রীষ্ট এই জগতে অবতীর্ণ হইয়াছিলেন, সেগুলি খ্রীষ্টীয় সরলতায় লোকদের নিকটে ঘোষণা করুন, তাহা হইলে আপনার প্রচারিত বার্ত্তার শক্তি আপনা আপনি প্রকাশিত হইবে। কস্মিনকালেও খ্রীষ্ট যে সকল মতবাদের উল্লেখ করেন নাই এবং বাইবেলের উপরে যাহার কোন ভিত্তি নাই, সেই সকল মতবাদ বা প্রমাণ প্রদর্শন করিবেন না। লোকদিগকে প্রদান করণার্থে আমাদের মহৎ ও পবিত্র সত্য সমূহ আছে।CCh 636.1

    পরিচালনার নিমিত্ত আইসুন আমরা ঈশ্বরের বাক্যের সন্নিধানে যাই। “সদাপ্রভু এই কথা কহেন”—আইসুন, আমরা ইহার অনুসন্ধান করি। আমরা বহু মানবীয় প্রাণালীর অনুসরণ করিতেছি। যে মন কেবল মাত্র জাগতিক বিজ্ঞানে পারদর্শী, তাহা ঈশ্বরের বিষয় বুঝিতে অসমর্থ, কিন্তু ঐ একই মন যখন পরিবর্ত্তিত ও পবিত্রীকৃত হয়, তখন উহা ঈশ্বরের বাক্যে ঐশ্বরিক শক্তি দেখিতে পায়। আত্মার পবিত্রীকরণের দ্বারা যে হৃদয় ও মন পরিষ্কৃত হয়, কেবল তাহাই স্বর্গীয় বিষয় সমূহ দর্শন করিতে পারে। 88T 298-301;CCh 636.2