Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬০ অধ্যয়

    শয়তানের মিথ্যা অলৌকিক ক্রিয়া

    আধুনিক প্রেততত্ত্ব সম্বন্ধে কলসীয় ২ : ৮ পদে, যে বিশেষ শাস্ত্রীয় বাণী লিপিবদ্ধ রহিয়াছে, তৎপ্রতি আমার দৃষ্টি আকর্ষিত হইয়াছিল। তথায় লিখিত আছে — “দেখিও দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেহ যেন তোমাদিগকে বন্দি করিয়া লইয়া না যায় ; তাহা মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষর মালার অনুরূপ, খ্রীষ্টের অনুরূপ নয়।” মস্তিষ্ক-তত্ত্বের দর্শনবিদ্যা দ্বারা ও বশীকরণ বিদ্যার প্রভাবে সহস্র সহস্র প্রধাবিত হইতে আরম্ভ করিলে, ইহার সমতা প্রায় নষ্ট হইয়া যাইবে এবং এক দিয়াবলের দ্বারা শাসিত হইবে, ইহা প্রায় সুনিশ্চিত। “অনর্থক প্রতারনা” হতভাগা মর্ত্ত্যমানবের মন পূর্ণ করিয়া রাখিয়াছে। তাহারা মনে করে, মহৎ কার্য্য সকল সাধনার্থে তাহাদের নিজেদের মধ্যে এমন শক্তি আছে যে, তাহারা উন্নততর এক শক্তির কোনই আবশ্যকতা অনুভব করে না। তাহাদের প্রধান নীতিগুলী ও বিশ্বাস “মনুষ্যদের পরম্পরাগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালার অনুরূপ, খ্রীষ্টের অনুরূপ নয়।”CCh 638.1

    যীশু তাহাদিগকে এইরূপ দর্শনবিদ্যা শিক্ষা দান করেন নাই। তাঁহার শিক্ষামালার মধ্যে এইরূপ ধরণের কিছুই দেখিতে পাওয়া যায় না। হতভাগা মর্ত্ত্য মানবগণের নিজেদের দিকে এবং তাহারা যে শক্তির অধিকারী সেই শক্তির দিকে তিনি তাহাদের মনোযোগ আকর্ষণ করেন নাই। বিশ্বের সৃষ্টিকর্ত্তা ঈশ্বরই তাহাদের শক্তির ও জ্ঞানের উৎস এই বিষয় নির্দ্দেশ করিয়া তিনি তাহাদের মন সর্ব্বদাই সেই দিকে পরিচালিত করিতেছিলেন। ১৮শ পদে বিশেষ চেতনা দান করা হইয়াছে, যথাঃ—“নম্রতায় ও দূতগণের পূজায় স্বেছাচারী কোন ব্যাক্তি তোমাদিগকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক ; সে যাহা যাহা দেখিয়াছে, সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্ব্বে বৃথা গর্বিবত হয়।”CCh 638.2

    আপনাকে প্রতারণা করনণার্থে প্রেততত্ত্বের শিক্ষকগণ মধুর ও মনোমুগ্ধকর ভাবে আপনার কাছে উপস্থিত হয়, আর আপনি যদি তাহাদের গল্পে মনোনিবেশ করেন, তবে ধার্ম্মিকতার শত্রু দ্বারা আপনি প্রতারিত হইবেন এবং আপনার পুরস্কার হারাইবেন, ইহাতে কোনই সন্দেহ নাই। প্রধান প্রতারকের মনোমুগ্ধকর প্রভাবের দ্বারা এক বার আপনি পরাজিত হইলে, বিষদুষ্ট হইয়া পড়িবেন, আর ইহার মারাত্মক প্রভাবে প্রভাবান্বিত হইয়া খ্রীষ্ট যে ঈশ্বরের পুত্র এই বিশ্বাস হারাইয়া ফেলিবেন এবং তাঁহার রক্তের গুণের উপরে আপনার নির্ভরশীলতা লুপ্ত হইবে। এই দর্শনবিদ্যা দ্বারা যাহারা প্রতারিত, তাহারা শয়তানের প্রতারণায় তাহাদের পুরস্কার হইতে বঞ্চিত হয়। তাহারা তাহাদের নিজেদের পুণ্যের উপরে নির্ভর করে, স্বেচ্ছাকৃত নম্রতার অনুশীলন করে, এমন কি ত্যাগস্বীকার করিতে ও নিজেদিগকে হীন করিতেও ইচ্ছুক হয়, এবং যাহাদিগকে তাহারা তাহাদের মৃত-বন্ধু বলিয়া বিশ্বাস করে, তাহাদের মাধ্যমে এই অতি অসঙ্গত ধারণা প্রাপ্ত হইয়া তাহারা এই অত্যধিক অর্থহীন বাক্যে বা বাজে কথায় মনোনিবেশ করে। শয়তান তাহাদের চক্ষু এরূপ অন্ধ, ও তাহাদের বিচার শক্তি এরূপ বিকৃত করিয়া ফেলিয়াছে যে, তাহারা ঐ মন্দ অবলোকন করে না ; এবং তাহাদের যে মৃত-বন্ধুগণ আক্ষণে এক উন্নততর গোলকের দূত হইয়া গিয়াছে বলিয়া বিশ্বাস করে, তাহদের অর্থকৃত উপদেশাদি তাহারা পালন করিয়া থাকে। 11T 297,298;CCh 639.1

    আমাকে দেখান হইয়াছে যে, আমাদের সর্ব্বাদিকে সতর্ক থাকিতে হইবে এবং শয়তানের অভিসন্ধি ও তাহার অলক্ষিত প্রবেশাদিতে দৃঢ়ভাবে বাধা দিতে হইবে। সে দীপ্তময় দূতের বেশ ধারণ করিয়া সহস্র সহস্র লোককে প্রতারিত করিতেছে ও বন্দিত্বে লইয়া যাইতেছে। মানব মন-প্রসূত বিজ্ঞানের সে যে সুযোগ গ্রহণ করে, তাহার প্রভাব ভীষণ মারাত্মক। মস্তিষ্কতত্ত্ব-বিজ্ঞান, মনস্তত্ত্ব-বিজ্ঞান, ও বশীকরণ বিদ্যার মধ্য দিয়া সে সোজাই এই কালের লোকদের মধ্যে প্রবেশ করে, এবং পরিত্রাণের দ্বার রুদ্ধ হইবার অব্যহিত পূর্ব্বে বর্ণনাতীত শক্তির সহিত কার্য্য করে। 21T 290;CCh 639.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents