Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    একজনের মন অন্যের বশে আনা

    বশীকরণের দ্বারা বিশেষ মঙ্গল সাধিত হইবে, এই চিন্তা করিয়া কাহাকেও অন্যের মন বশ করিতে দেওয়া কর্ত্তব্য নহে। মারাত্মক প্রতারণাগুলির মধ্যে মন চিকিৎসা একটা সর্ব্বাপেক্ষা মারাত্মক প্রতারণা ; যে কোন ব্যক্তির উপরেই ইহা খাটান যাইতে পারে। এতদ্দ্বারা হয়তো ক্ষণিক উপশম হইতে পারে, কিন্তু যাহার মনকে এইরূপে বশে আনা হয়, সে কস্মিনকালে ও পুনরায় সেইরূপ বলবান ও বিশ্বাস- যোগ্য হইতে পারে না। যে স্ত্রীলোকটী খ্রীষ্টের বস্ত্রের থোপ স্পর্শ করিয়াছিল, আমরা হয়তো তাহারই মত দুর্ব্বল হইতে পারি, কিন্তু বিশ্বাসে তাঁহার নিকটে আসিবার জন্য আমরা যদি আমাদের ঈশ্বর-দত্ত সুযোগের সদ্ব্যবহার করি, তাহা হইলে উক্ত বিশ্বাসের স্পর্শে তিনি যেরূপ দ্রুত উত্তর দান করিবেন। কোন মানব যে অন্য মানবেব নিকটে তাহার মন সমর্পণ করে, ইহা ঈশ্বেরর অভিপ্রেত নহে। পুনরুথিত খ্রীষ্ট যিনি এক্ষণে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, তিনিই প্রবল পরাক্রান্ত রোগ-আরোগ্যকারী মহান্ চিকিৎসক। অতএব আরোগ্যকারী শক্তির নিমিত্ত তাঁহারই দিকে দৃষ্টিপাত করুন। পাপিগণ যে যেমন অবস্থায় আছে, একমাত্র খ্রীষ্টের মাধ্যমে, ঠিক্ তেমনি অবস্থায় তাহারা ঈশ্বরের নিকটে আসিতে পারে। কোন মানব-মনের মাধ্যমে কখনও তাহারা ঈশ্বরের নিকটে আসিতে পারে না। স্বগীয় প্রতিনিধিগণের ও ক্লিষ্টদিগের মধ্যে কস্মিনকালেও কোন মানবীয় প্রতিনিধি মধ্যস্থতা করিতে পারে না।CCh 640.1

    অন্যের মন ঈশ্বরের দিকে পরিচালিত করিবার নিমিত্ত প্রত্যেকেরই ঈশ্বরের সহিত সহযোগিতা রক্ষা করা কর্ত্তব্য। জগতের মধ্যে যিনি সর্ব্বাপেক্ষা মহান্‌ চিকিৎসক বলিয়া বিদিত, তাঁহার অনুগ্রহ ও শক্তির বিষয় তাহাদিগকে বলুন।CCh 640.2

    কোন মানব-মনের বশে আসিতে আমরা আপনাদিকে বলি না। মন চিকিৎসার প্রথা এক অতি ভয়াবহ বিজ্ঞান। স্বীয় মন্দ অভিপ্রায় সিদ্ধির নিমিত্ত প্রত্যেক দুষ্ট ব্যক্তিই ইহা ব্যবহার করিতে পারে। এইরূপ বিজ্ঞানের সহিত আমাদের কোন সম্পর্ক নাই। আমাদের ইহা ভয় করা উচিত। কোন প্রতিষ্ঠানে কস্মিনকালেও ইহার প্রথম নীতিগুলিকেও স্থান দেওয়া কর্ত্তব্য নহে। 3MM 115, 116;CCh 641.1

    প্রার্থনায় অবহেলা মানবকে তাহাদের নিজেদের শক্তির উপরে নির্ভর করিতে পরিচালিত করে। বহু ক্ষেত্রে কল্পনা, বৈজ্ঞানিক গবেষণায় মুগ্ধ হইয়া পড়ে, আর মানবগণ আপন আপন শক্তির বিষয়ে সচেতন হইয়া মিথ্যা আশায় উৎফুল্ল হয়। যে বিজ্ঞান মানব-মনের অনুশীলন করে বা চিকিৎসা করে, তাহা অতি উন্নত। সে সকল আপন আপন ক্ষেত্রে উত্তম ; কিন্তু আত্মা সমূহকে প্রতারিত ও বিনষ্ট করণার্থে শয়তান এই সকলকে তাহার শক্তিশালী যন্ত্ররূপে ব্যবহার করিয়া থাকে। তাহার ফঁন্দি সমূহ স্বর্গ হইতে আগত বলিয়া গৃহীত হয়, আর এইরূপে সে আপনার যোগ্য ভজনা গ্রহণ করিয়া থাকে। মস্তিষ্ক-বিদ্যা ও বশী-করণ বিদ্যা দ্বারা যে জগতের এত উপকার সাধিত হইতে হইতেছে বলিয়া মনে হয়, উহা কখনও এখন্কার মত বিকৃত ছিল না। এই সকল বিজ্ঞানের দ্বারা ধর্ম্ম নষ্ট হইয়া গিয়াছে এবং প্রেতবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হইয়াছে। 4ST Nov. 6,1884S;CCh 641.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents