Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
মণ্ডলীর জন্য উপদেশ - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    ৬৩ অধ্যায়

    কতকগুলি স্মরণীয় বিষয়

    ত্রাণকর্ত্তা স্বীয় শিষ্যগণকে যে সকল উপদেশ দিয়াছিলেন, সেগুলি সর্ব্বযুগে তাঁহার অনুগামীবর্গের মঙ্গলের জন্যই দিয়াছিলেন । যখন তিনি বলিয়াছিলেন, “আপনাদের বিষয়ে সাবধান,” তখন তিনি শেষ কালের লোকদিগকে লক্ষ্য করিয়াই ঐ কথা বলিয়াছিলেন । পবিত্র আত্মার বহুমূল্য অনুগ্রহ হৃদয়ে পোষণ করা আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত কার্য্য । 15T 102;CCh 661.1

    মহা সঙ্কটকাল আসন্ন প্রায় । ইহার পরীক্ষা প্রলোভনের সম্মুখীন হইবার ও ইহার কর্ত্তব্য সম্পাদনের নিমিত্ত অবিচলিত বিশ্বাসের প্রয়োজন । কিন্তু আমরা সগৌরবে জয়লাভ করিতে পারি ; ফলতঃ জাগ্রত, প্রার্থনাশীল ও বিশ্বাসী একটী আত্মাও শত্রু দ্বারা পাশাবদ্ধ হইবে না ।CCh 661.2

    ভ্রাতৃগণ, আপনাদের যাহাদের নিকটে ঈশ্বরের বাক্যের সত্যসমূহ প্রকাশিত হইয়াছে, আপনারা জগৎ ইতিহাসের শেষাঙ্কে কোন্ অংশ গ্রহণ করিবেন ? এই সকল গুরতর ঘটনারাজির বিষয় আপনি কি জাগ্রৎ আছেন ? স্বর্গে ও পৃথিবীতে যে মহান্ প্রস্তুতীকার্য্য চলিতেছে, আপনারা কি তাহা উপলব্ধি করিতেছেন ? যাহারা দীপ্তি প্রাপ্ত হইয়াছে এবং যাহারা ভবিষ্যদ্বাণী পাঠ করিবার ও শ্রবণ করিবার সুযোগ লাভ করিয়াছে, তাহারা সকলেই এই লিখিত বাক্যে মনোনিবেশ করুক, যথা— “কারণ কাল সন্নিকট ।” আমাদের আমাদের জগতের প্রত্যেকটী দুঃখ-দুর্দ্দশার মূলীভূত কারণ যে পাপ, এক্ষণে কেহই যেন সেই পাপ লইয়া খেলা না করে । অলসতায় ও অসার উদাসীন্যে আর যেন কাল না কাটায় । অনিশ্চয়তার উপরে আপনার অদৃষ্ট ঝুলিতে দিবেন না । আপনি প্রভুর দলে আছেন, এ বিষয়ে আপনি কৃতনিশ্চয় হউন । সরল অন্তঃকরণ ও কম্পিত ওষ্ঠ হইতে জিজ্ঞাসা করা হউক, “কে দাঁড়াইতে পারিবে ?” অনুসন্ধানসুচক বিচারের এই শেষ বহুমূল্য সময়ে আপনি কি আপনার চরিত্র- গঠনের নিমিত্ত সর্ব্বাপেক্ষা উত্তম উপাদান সমূহ ব্যবহারে লাগাইতেছেন ? প্রত্যেক কলঙ্ক হইতে আপনি কি আপনার আত্মা শুচি করিতেছেন ? আপনি কি জ্যোতির অনুসরণ করিতেছেন ? আপনার কার্য্য কি আপনার বিশ্বাসানুযায়ী ?CCh 661.3

    আংশিক ও নামধারী বিশ্বাসী হওয়া যেমন সম্ভবপর, লঘুরূপে নির্ণীত হওয়া ও অনন্ত জীবন হারানও তেমনি সম্ভবপর । বাইবেলের কোন কোন অনুজ্ঞা জীবনে খাটাইয়া খ্রীষ্টীয়ান বলিয়া পরিচিত হওয়া সম্ভবপর, তথাপি খ্রীষ্টীয় চরিত্রের পক্ষে আবশ্যক গুণাবলীর অভাবে আপনি বিনষ্ট হইতে পারেন । ঈশ্বরদত্ত চেতনাবলী অগ্রাহ্য করিলে কিংবা সেগুলিকে অবজ্ঞার সহিত দেখিলে, হৃদয়ে পাপ পোষণ করিলে অথবা পাপের সম্বন্ধে ওজর-আপত্তি করিলে আপনার আত্মার অদৃষ্ট নির্ণীত বা মুদ্রাঙ্কিত হইয়া যাইবে । আপনি তুলাদণ্ডে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইবেন । অনুগ্রহ, শান্তি ও ক্ষমা চিরতরে বিলুপ্ত হইবে ; যীশু পাশ কাটাইয়া চলিয়া যাইবেন, প্রার্থনা ও বিনতি দ্বারাও তাঁহাকে কস্মিনকালে পুনরায় পাওয়া যাইবে না । যতক্ষণ অনুগ্রহের দ্বার উম্মুক্ত আছে এবং ত্রাণকর্ত্তা যতক্ষণ মধ্যস্থতার কার্য্য সাধন করিতেছেন, ততক্ষণ আইসুন আমরা শাশ্বত কালের জন্য পূর্ণমাত্রায় কার্য্য করি । 26T 404, 405;CCh 662.1

    শয়তান নিদ্রাভিভূত নহে ; ভাববাণীর দৃঢ়তর বাক্য নিস্ফল করিবার জন্য সে শশব্যস্ত । ঈশ্বরের বাক্যে তাঁহারা ইচ্ছা সম্পর্কে যে সরল ও সুস্পষ্ট উক্তি আছে, তাহা বিফল করণার্থে শয়তান সর্ব্বপ্রকার চাতুর্য্য ও প্রতারণা ব্যবহার করিতেছে । সত্যের পরিবর্ত্তে কূটতর্ক দ্বারা সে সহস্র সহস্র বৎসর যাবৎ মানবান্তঃকরণে প্রভুত্ব বিস্তার করিয়া আসিতেছে । “সদাপ্রভুর কার্য্য করিবার সময় হইল, কেননা লোকে তোমার ব্যবস্থা খণ্ডন করিয়াছে” (গীত ১১৯:১২৬) । দায়ূদের এই সকল কথার পুনরাবৃত্তি করিয়া এই সঙ্কট কালে ন্যায্য আচরণকারীগণ ঈশ্বরভয়ে তাঁহার গৌরব কীর্ত্তন করিবে । 39T 92;CCh 662.2

    পৃথিবীতে যত লোক আছে, তাঁহাদের পূর্ব্বে আমরাই সত্য পাই- য়াছি বলিয়া যখন আমরা স্বীকার করিয়া থাকি, তখন আমাদের জীবন ও স্বভাব উক্ত বিশ্বাসানুযায়ী হওয়া কর্ত্তব্য । আমাদের উপরে ঠিক সেই দিন আসিয়া পড়িয়াছে, যে দিন ধার্ম্মিকগণকে স্বর্গীয় গোলাঘরের নিমিত্ত বহুমূল্য শস্যের ন্যায় আঁটি আঁটি বাঁধা হইবে এবং দুষ্টগণকে শ্যামাঘাসের ন্যায় আঁটি বাঁধিয়া শেষ মহাদিনের অগ্নির নিমিত্ত সংগ্রহ করা হইবে । কিন্তু গোম ও শ্যামাঘাস “শস্যচ্ছেদনের সময় পর্য্যন্ত” একত্র বাড়িতে থাকিবে ।CCh 662.3

    জীবনের কর্ত্তব্যাদি সম্পাদনে ধার্ম্মিকগণকে অবশেষে অধার্ম্মিকগণের সংস্পর্শে আসিতে হইবে । সকলে যেন ধার্ম্মিক ও অধার্ম্মিকগণের জীবনের মধ্যে বৈসাদৃশ্য দেখিতে পায়, তজজন্য দীপ্তির সন্তানগণ অন্ধকারের সন্তানগণের মধ্যে ছড়াইয়া রহিয়াছে । এইরূপে ঈশ্বরের সন্তানগণ তাঁহারই গুনকীর্ত্তন করিবে, “যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন ।” হৃদয়ে উদ্ভাসিত ঐশ্বরিক প্রেম, জীবনে প্রকাশিত খ্রীষ্টীয় ঐক্য জগদ্বাসীকে দত্ত স্বর্গীয় ক্ষীণা-লোক সদৃশ হইবে, যেন তাঁহারা ইহা দেখিয়া উহার গুণে মুগ্ধ হয় । 45T 100;CCh 663.1

    অসৎ-মানব ও অসৎ-দূতগণের প্রতিকূলে না দাঁড়াইয়া কেহই ঈশ্বরের সেবা করিতে পারে না । যে সকল আত্মা খ্রীষ্টের দলে যোগদান করিতে চেষ্টা করে, দুষ্ট আত্মাগণকে তাহাদের প্রত্যেকের পিছে লাগাইয়া রাখা হইবে, কারণ শয়তানের কবল হইতে যাহাদিগকে উদ্ধার করা হয়, সে তাহাদিগকে পুনরায় তাহার পাশাবদ্ধ করিতে চাহে । দুষ্টলোকেরা আপনাদের বিনাশর্থে প্রবল প্রতারণায় বিশ্বাস স্থাপন করে । এই লোকেরা সরলতা-ভূষণে ভূষিত হইয়া যদি সম্ভব হয়, তবে এমন কি মনোনীতদিগকেও ভুলাইবে। 54T 595;CCh 663.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents